নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনার অতলে কল্পনাতে বসবাস !!\n

তন্ময় সরকার (কল্পপ্রেমিক)

আমরা জন্মসূত্রে মানুষ , সৃ্ষ্টির অনন্ত কাল থেকে ভিন্ন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় আছে মনুষ্য জাতি ।প্রতিটি মানুষই চায় নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ।নতুন প্রজন্মের এই প্রচেষ্টায় আমরা সকলে অ্ঙ্গিকার বদ্ধ ।

তন্ময় সরকার (কল্পপ্রেমিক) › বিস্তারিত পোস্টঃ

শুভকে বাঁচতে হবে ।

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

Save my friend Shuvo Shuvro Jyoti

ঘটনার শুরু ১৯ তারিখে রাতে। উত্তরা থেকে একটা কাজ শেষ করে বাসায় ফেরার পথে আবদুল্লাহপুরে সি এন জি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সি এন জি তে থাকা তিন জনের মধ্যে একজন ছিটকে বাইরে পড়ে গিয়ে আহত হয়। ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন কিছুটা সুস্থ। আর বাকী দুই জনের একজন গত সপ্তাহে মারা গিয়েছে।
.
এখন আসি ‪#‎শুভর‬ আলোচনায়। শুভ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ‪#‎ঝিনাইদহের_কালীগঞ্জের‬ সন্তান, আমাদের বন্ধু শুভ জ্যোতি দাশ সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাজধানী ঢাকার ‪#‎কেয়ার_হসপিটাল‬ এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এই ব্যয়বহুল চিকিৎসা তার পরিবারের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। ও এখনো আই সি ইউ তে আছে । এখনো ঠিকমতো জ্ঞান ফিরেনি।

প্রতিদিন আই সি ইউ তে ‪#‎বিশ_হাজার‬ টাকা করে দিতে হচ্ছে। যেটা ওর পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
এখনো ‪#‎তিন_লক্ষ‬ টাকার মতো হসপিটালে বাকী আছে।

তাই আপনাদের সবার সহযোগীতা কাম্য।
একজন মানুষ হিসেবে ওর পরিবারের পাশে আমরা দাড়াই।
শুভকে যেকোনো ভাবে সাহায্য করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাকে সাহায্য করার জন্য আপনাদের কাছে যদি কোনো পরিকল্পনা থাকে, সেটাও আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন।

আপনার ১০/২০ টাকাও পারে, একটি মূল্যবান প্রান রক্ষা করতে।
সুতরাং আপনারা যে, যেভাবে পারেন সাহায্য করুন ।

bkash number-01771445975 (Father)
শুভ বর্তমান অবস্থা জানার জন্য ( নিলয় - 01793-346441).

ফেসবুক ইভেন্ট লিংক ....
https://www.facebook.com/groups/354338228107992/359660184242463/?notif_t=like

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.