![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে, একটু সাবধান হও...
যখন তোমার প্রেমিক রিক্সাওয়ালাকে বলছে রিক্সার হুডটা তুলে দিতে। তারপর আরও একটু সাবধান হও, যখন সে তোমার হাতটা ধরতে চাইবে, তারপর আরও একটু, যখন সে কাছে টানতে চাইবে, তারপর আরও একটু বেশি, যখন সে জামার উপর দিয়ে হাত বুলাতে চাইবে, এর চাইতেও বেশি যখন, জামার ভিতরে হাত দিতে চাইবে, তারও চাইতে বেশি, যখন পাজামার ভিতর হাত দিতে চাইবে, সব চাইতে বেশি, যখন সে সন্ধ্যার সৌন্দর্যটা কোন নির্জন জায়গায় কাটাতে চাইবে।
মেয়ে, তুমি জানো কি যে আজ সে তোমাকে একটা খেলার পুতুলের মত ব্যবহার করলো, কাল ছুঁড়ে ফেলে দিবে? লোকে তোমাকে বেশ্যা বলে গালি দিবে? দশ মাস পর তোমার সদ্য জন্ম দেয়া পিতৃ-পরিচয়হীন সন্তানকে তুমি ছয় তলা বিল্ডিং থেকে ফেলে দিতে চাইবে?
যে তোমার শরীরকে ভালোবাসে, সে স্বল্প সময়ের জন্য তোমাকে ব্যবহার করবে মাত্র। কখনো ঘরের বউ বানাবে না। মনে রেখ, জীবন একটা, সতীত্বও একবার হারানো যায়, বারে বার না। আরও একবার ভেবে নাও, আজ যার কাছে নিজের সতীত্ব উজার করে দিতে চাইছ, সে কতটা মূল্য দিবে তোমার সতীত্বের? দেখ তো চারপাশে তাকিয়ে, কতজন বিয়ের আগে তার সব বিলিয়ে দিয়ে প্রিয়জনকে আপন করে নিতে পেরেছে? নাকি ফাঁদে পড়ে সে মেয়েরা আজও কাঁদছে? তুমিও কি তাদেরই দলে নাম লেখাতে চাও? একটু ভেবে দেখ না...
©somewhere in net ltd.