![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না। এটা আইনত দণ্ডনীয়। কারণ ১৮-র আগে মেয়েরা শারীরিক সম্পর্ক বা সংসার সামলানোর মত কাজ গুলোর উপযুক্ত হয় না। আসলেই কি তাই? বাস্তবে একটা মেয়ের বয়স ১৩-১৪ হবার পর থেকেই সাধারণত তার শারীরিক চাহিদা বা মনের দিক থেকে কাউকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে থাকে। যদিও তখন সে সংসার সামলানোর উপযুক্ত না। সম্ভবত এখন এই কারণেই মেয়েরা ক্লাস ৭-৮ এ উঠার পর থেকেই প্রেম শুরু থাকে (কিছু ক্ষেত্রে আরও আগে থেকে)। তাদের কাছে এটা এখন একটা মৌলিক চাহিদা। প্রেম না করলে যেন হবেই না! এখন ১৮ বছর বয়স্ক একটা মেয়ের সাথে কথোপকথনের ছোট একটা অংশ দেই (সত্য),
ছেলে: তুমি প্রেম করো?
মেয়ে: না।
ছেলে: কখনও করো নাই?
মেয়ে: আরে ভাই, টাইম পাস কে না করে?
বুঝাই যাচ্ছে এই প্রেম নামের টাইমপাস জিনিসটা আম-Teenager দের (Teenager আমজনতা) কাছে কতটা প্রয়োজনীয় জিনিষ। একটা মেয়ে, যার বয়স ১৩, সে হয়তো তখনও অত কিছু বুঝে না, কিন্তু সে যেই ছেলের সাথে প্রেম করছে, সে তো সবই বুঝে। তার সাথে প্রেমের নামে তাকে ঘরের বউয়ের মতই ব্যবহার করছে, শারীরিক সম্পর্ক স্থাপন করছে (সবাই না, তবে বেশিরভাগ)। আর মেয়েটাও ঠিক তাই, ভাবছে আমরা তো একদিন স্বামী-স্ত্রী হবোই, সমস্যা কি? এই মেয়েটার বিয়ে হচ্ছে ১৮-২০ বছর বয়সে। কিন্তু সেই ছেলের সাথে না। যে কোন কারণেই হোক, সেই সম্পর্কটা এই বিয়ের আগেই ভেঙ্গে যাচ্ছে। একবার নর-মাংসের সাদ পেলে নাকি বার বার পেতে ইচ্ছা করে (কোন কবি যেন বলেছিল, মনে নেই)। হয়তো সে জন্যই মাঝের এই ৪-৭ তা বছর সে আর একা থাকছেই না, কোন না কোন ভাবে নতুন করে কারো সাথে সম্পর্ক জড়াচ্ছে! এখন তো মনে হচ্ছে যে বাল্য বিবাহ না দেয়াতেই এমনটা হচ্ছে। কারণ এই চাহিদাটা মনের, শরীরের, যেটাকে দমিয়ে রাখা সম্ভব না। এই যদি হয়, তাহলে বাল্য বিবাহ রোধ করে লাভ হল কি? শুধু সংসার সামলাতে পারবে না বলে?
বিয়েটা যেহেতু এখন লিখিত ব্যাপার হয়ে গেছে, তাই এইটা রোধে আইন আছে। কিন্তু প্রেম বা অবৈধ সম্পর্কে রোধে আইন নেই। এটা প্রতিরোধে প্রয়োজন আমাদের মূল্যবোধ আর ধর্মীয় দিকটাকে সম্মান দেয়ার। শুধু মূল্যবোধটাকে পরিবর্তন করতে হবে। আমরা ইসলামী রাষ্ট্রের*[১] নাগরিক, বাইরের দেশের অপসংস্কৃতি কি আমরা কিছুতেই অনুসরণ করতে পারি না।
*[১] গণতন্ত্র মানে যারা সংখ্যায় বেশি, তাদের কথাই ঠিক। সেই হিসেবে ৮০ শতাংশেরও বেশি মানুষ যে দেশে মুসলিম, সেটা ধর্ম নিরপেক্ষতার দেশ হতেই পারে না। যে যাই বলুক।
## বাল্য বিবাহ অবশ্যই সম্পূর্ণরূপে বন্ধ কর উচিত। এবং সেই সাথে এই অবৈধ সম্পর্ক গুলোকেও।
## দ্বিমত অবশ্যই থাকবে, জানালে খুশি হবো
(১ বছর আগের লেখা, ফেসবুকে পড়তে পারেন এখানে Click This Link )
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৬ সকাল ১১:২৪
তাসজিদ বলেছেন: ভাববার বিষয়