নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর মেহেদী

নিজের সম্পর্কে লিখতে গেলে আমার নিউজপ্রিন্ট কাগজের পাতাগুলো বরাবরই সাদা রয়ে যায়।

তানভীর মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অবেলা

০১ লা জুন, ২০১৪ রাত ১২:১২

সমুদ্রযাত্রার প্রারম্ভিকে কি ধরনের প্রতিকূলতার স্বীকার হতে হয় সে সম্পর্কে বাস্তবিক কোন জ্ঞান কিংবা ব্যবহারিক শিক্ষা লাভের কোন সুযোগ পাইনি কখনো।পেলে হয়ত কিছুটা মানসিক শক্তির জোরে অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে মনের ভিতর অল রাউন্ড লাইটের মত সব দিক আলো করে আশার বাতি জালিয়ে রাখতাম।কিন্তু পাঠ চুকিয়ে নাবিক হিসেবে নৌযাত্রা শুরু করার ক্রান্তি কাল কিংবা মহাকালের এই বেকার সময়টাতে স্বান্তনা দেয়ার ভাষা খুঁজতে হলে প্রমথ চৌধুরির সাহায্য চাইতে হবে।তিনি হয়ত বাংলা সাহিত্য নতুন কোন ধারা জন্মাতে চাইবেন,'স্বান্তধারা'।চাইলে সংস্কৃত তেউ ফিরে যাওয়া যেতে পারে,'বেকার নং স্বান্তনা নং তপঃ'।তারা যেহেতু নেই।আর সভ্যসমাজের কেউ যখন আমাদের নিয়ে মাথা ঘামায় না তখন নিজেরাই নিজেদের মাথাকে ঘামিয়ে ঘামাচি তুলে ফেললেও কারো কিছু আসবে যাবে না।

স্বপ্ন টা ছিলো বউ নিয়ে ঘুরব যখন অন্য ছেলেরা চাকরির পিছে ঘুরবে।কিন্তু বাস্তবতাটা হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধুরা মেয়ে নিয়ে কেএফসিতে ঘুরে তখন মিসকল দেয়ার জন্য টাকা চাইতে হয় মায়ের কাছে।চা এর দোকানের বিল দিতে গিয়ে টান পরে পকেটে।মাঝে মাঝে মনে হয় গাছের সবচেয়ে উঁচু আমটাতে ঢিল ছুড়তে গিয়ে কি হাতের সব ঢিল গুলোই কি শেষ করে ফেললাম কিনা?????



/:):/:)/:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:০৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: শুভ ব্লগিং ৷


লিখতে থাকুন ৷

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

তানভীর মেহেদী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.