নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর মেহেদী

নিজের সম্পর্কে লিখতে গেলে আমার নিউজপ্রিন্ট কাগজের পাতাগুলো বরাবরই সাদা রয়ে যায়।

তানভীর মেহেদী › বিস্তারিত পোস্টঃ

কিঞ্চিৎ এনশিয়েন্ট মেরিনার

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

জাহাজের গার্ডরেইল(রেলিং) এ বসে গল্প করছে দুই মহিলা কাক।নিজেদের মধ্যে কথা বলছে নিচুস্বরে।আর মাঝে মাঝে কা কা করে তাদের অস্তিত্ব জিইয়ে রাখছে ভারী বাতাসে।

"Water, water, every where,
Nor any drop to drink."

:এটা কি গান গাচ্ছিস?
-এটা গান না রে সই।এটা কবিতা।অনেক বিখ্যাত কবিতা।
:আমি এসব কবিতা টবিতা বুঝিনা।আর ইংলিশ ও বুঝি না।যা বলবি বাংলায় বল।
-সই রে! এটা তো ফেব্রুয়ারি মাস না।ইংলিশ এ বললে নো প্রবলেম।

:আচ্ছা এই কবিতা তুই কোথায় শিখেছিস?
-এক আলবাট্রস এর কাছে।স্বপ্নে এসেছিল আমার।
:এত বড় পাখি তোর স্বপ্নে কিভাবে এল?
-তুই না! বোড্ড ছেলেমানুষি করিস।আমার চিন্তা,চেতনা,কল্পনা সব টা জুড়েই তো আলবাট্রস।তুই তো জানিস ই।

:চল যাই।অন্য কোন জাহজে।খাবার খুঁজি।
-আর কিছুক্ষন থাকব এখানে।

:তুই থাক আমি যাই।
-ওই কমলা রং এর জামা পড়া নাবিক টাকে দেখেছিস?আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।ইশ! ও যদি আমাকে মেরে ফেলত।

:কি আজেবাজে কথা বলছিস।তাহলে কি হত?
-আমাকে নিয়ে নতুন কোন কবিতা লেখা হত।"এনাশিয়েন্ট মেরিনার" কবিতার মত নতুন কোন কবিতা।

আমি থাকব সব জায়গায়
মনে,বইয়ে কিংবা ভাস্কর্যে,
শুধু বেঁচে থাকব না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.