নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর মেহেদী

নিজের সম্পর্কে লিখতে গেলে আমার নিউজপ্রিন্ট কাগজের পাতাগুলো বরাবরই সাদা রয়ে যায়।

তানভীর মেহেদী › বিস্তারিত পোস্টঃ

আমি মাশরাফি হব

২১ শে জুন, ২০১৫ ভোর ৪:১৯

আমি বায়ান্ন দেখিনি। আমি আমার মুখ থেকে উর্দুর স্কচটেপ খুলে ফেলা দেখিনি। আমি মাশরাফির মুখে বাংলার গর্জন দেখেছি।

আমি একাত্তর দেখেনি। আমি কোন সেক্টর কমান্ডার দেখিনি। আমি নেতা দেখেছি। খুঁড়িয়ে হাঁটতে না পারা পা নিয়েও দৌড়াতে দেখেছি।

গোলাবারুদ ভরা কামান দেখিনি। দেশপ্রেমের বারুদ বুকে ভরা মাশরাফিকে দেখেছি।

হাঁটুতে গুলি খেয়ে রাইফেল নিয়ে এগিয়ে যাওয়া কোন ক্র্যাকড দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে দেখিনি। আমি হাঁটুতে সাতবার অপারেশন করেও বল হাতে এগিয়ে যাওয়া মাশরাফিকে দেখেছি।

এগারোটা দামাল ছেলে মিলে পুরো একটা মিলিটারি ঘাঁটিকে উড়িয়ে দিতে দেখিনি। আমি এগারোটা বাঘ কে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে দেখেছি। সাথে একটা পুরো শরীরে কলিজা ভরা বাঘের হুংকার দেখেছি।

আমি দেশের জন্য রক্ত দিতে দেখিনি। রক্ত পানি করা শরীর জুড়ে ঘামের বন্যা দেখেছি। দেশের পতাকা হাতে ছুটে চলা দেখেছি। লাল সবুজের চাদরের নিচে জ্বলতে থাকা মাশরাফি ময় বাংলাদেশ দেখেছি।

মাশরাফি কোন আবেগ নয়, মাশরাফি কোন গল্প নয়। মাশরাফি মানে অধিকার। মাথা উঁচু করে বাঁচার আমন্ত্রণ।

মাশরাফি কে নিয়ে ম্যারি মি লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে তাকে আপন করতে হয় না। মাশরাফি নিজেই বুকে বাংলাদেশ লিখে সবার আপন হয়ে যায়।

বাংলাদেশ সেদিন সত্যিকারের বাংলাদেশ হবে যেদিন সদ্য স্কুলে ভর্তি হওয়া ছেলে মেয়েগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে না চেয়ে বড় গলায় বলবে,

আমি মাশরাফি হব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ ভোর ৫:০৫

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: মাশরাফি একজন'ই। চাইলেই হওয়া যাবেনা।

২| ২১ শে জুন, ২০১৫ সকাল ৭:০৫

মমিনুল হক মমিন বলেছেন: প্রতিটা ছেলে মাশরাফি হোক,
সবাই লাল সবুজ পতাকা মাথায় বেধে বাইরে বেরিয়ে আসুক,
রক্তের বদলে জওয়ানের ঘাম ঝরা টিশার্টটিকে আমাদের পতাকা করে দিক,
সর্বপ্রকার অসুস্থতাকে বুড়ো আন্গুল দেখিয়ে বাবাকে ছেলের প্রশংসা করতে শিখাক

আমরা এ রকম এলটি ফুল খুজে চলেছি বহু দিন
রাস্তায় আগুন দিয়ে, বাস পুরিয়ে, সংসদে নতুন অধিবেশন ডেকে, কোটি টাকার অনুসন্ধানী বোর্ড বসিয়ে, বছর বছর মানুষ মেরে -- আমরাতো এমন ফুলের নামই জানতে চেয়েছি

৩| ২১ শে জুন, ২০১৫ সকাল ৮:৫২

এস নূর রহমান বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথাই নাহ বড় হয়ে কাজে বড় হবে।
সে ছেলেটা আজ বাংলাদেশে হয়েছে, যার নাম মাশরাফি।

৪| ২১ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


হতে থাকেন, কেহ মানা করছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.