![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
আমরা প্রতিনিয়ত বিভিন্ন Electric Device এ Battery ব্যাবহার করি কিন্তু এটি কিভাবে charge হয় সেটি আমাদের অজানা , আজ আমরা Battery charging পদ্ধতি নিয়ে আলোচনা করব ।
আমাদের দেশের সর্বত্র বাসা বাড়ি অফিস আদালতে single phase 220-230 volt AC ব্যবহার হলেও battery কিন্তু AC তে চার্জ হয় না । ২২০-২৩০ ভোল্ট লাইন হতে ৬,১২ অথবা ২৪ ভোল্টের ব্যাটারি চার্জ করতে গেলে আমাদের যে ডিভাইস বা যন্ত্রের প্রয়োজন তাকে আমরা ব্যাটারি চার্জার বলি ।
সাধারনত এই চার্জারের ২ টা অংশ থাকে
১. ট্রান্সফরমার
২. রেক্টিফায়ার
১. ট্রান্সফরমার কাজঃ চারজারে মূলত ১ টি স্টেপ ডাউন ট্রান্সফরমার use হয় । কারন এটি ২২০-২৩০ ভোল্টকে ৬, ১২ অথবা ২৪ ভোল্টে নামিয়ে নিয়ে আসে । অর্থাৎ এর প্রাইমারী তে ২২০ ভোল্ট দিলে সেকেন্ডারিতে নিজের সুবিধানুযায়ি ৬, ১২ অথবা ২৪ ভোল্ট বের করে আনা যায় ।
২. রেক্টিফায়ারের কাজঃ ট্রান্সফরমার যে ভোল্টেজ পাওয়া যায় টা মূলত AC ।এই AC ভোল্টেজকে DC তে রূপান্তরিত করার জন্য রেক্টিফায়ারের ব্যাবহার করা হয় । এই DC সরবরাহের জন্য ২ টি টার্মিনাল থাকে একটি (+ ve) টার্মিনাল অপরটি ( – ve) টার্মিনাল যে ব্যাটারি চার্জ করা হবে সেটার (+ ve) terminal , charger এর Positive terminal এর সাথে এবং (-ve) terminal টি Negative terminal এর সাথে সংযুক্ত থাকে ।
সাধারণত ২ ধরনের Charging system আমারা ব্যাবহার করি ।
1. Slow Charging System
2. Quick Charging System
ধীর চারজিং পদ্ধতি (Slow Charging System) : এই ধরনের চারজিং পদ্ধতিতে current এর মান সবসময় স্থির থাকে এবং ব্যাটারি চারজিং পদ্ধিত অনেক ধিরে হয় । যদি একটি সিঙ্গেল সেলের প্রতিটি প্লেটের জন্য ১ আম্পিয়ার হিসেবে চারজিং কারেন্ট ধরা হয় তবে ১৩ টি প্লেট বিশিষ্ট ১ টি ব্যাটারির ক্ষেত্রে ৬ টি positive plate এর charging current হবে ৬ আম্পিয়ার ।
এই charging current এর মান charging voltage এবং ব্যাটারির Back EMF এর সমানুপাতিক ।
I = (E-Eb ) ÷ (R+Rb)
I = Charging current
E= Charging Voltage
Eb= Back EMF of Battery
R= Series Resistance of Battery
Rb= Internal Resistance of Battery
যেহেতু ব্যাটারি charge হবার সাথে ব্যাটারির Back EMF বাড়তে থাকে , তাই charging current কে স্থির রাখার জন্য charging voltage কে বাড়ান অথবা ব্যাটারির সাথে সংযুক্ত series Resistance এর মান কমানো হয় ।
এর কিছু সুবিধা ও অসুবিধা নিচে তুলে ধরা হোল
সুবিধাঃ
১. Slow charging পদ্ধতিতে সকল অবস্থায় current অপরিবর্তিত থাকে ।
২. Slow charging পদ্ধতিতে ব্যাটারির তাপমাত্রা কম হয় ফলে সেলের মধ্যে কম গ্যাস তৈরি হয় ।
৩. একাধিক ব্যাটারি এক সাথে charging করার কারনে এগুলোকে সিরিজে সংযোগ করা হয় এতে ব্যাটারির ক্ষমতা ও চার্জের হার একই হলেও কোন অসুবিধা হয় না ।
অসুবিধা:
১. Slow charging পদ্ধতিতে পুরাতন ব্যাটারির ক্ষেত্রে অসুবিধাজনক
২. Slow charging পদ্ধতিতে ব্যাটারিকে charging করতে বেশি সময় লাগে
চলবে....
২| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৫৭
সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: ji , kicu charge thaka obosthay charge dea uchit,ekdom nil obosthay chole gele ebong punoray charge dile life cycle kome jay.... mobile er battery khetre kokhonoi 10% obosthay kotha bolben na ete prochur radiation ber hoy ja brain o health er jonno khub khub kharap.dhonnobad
৩| ২০ শে মে, ২০১৬ ভোর ৬:২৭
নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:১৯
নিরব জ্ঞানী বলেছেন: আমার একটি প্রশ্ন আছে। চার্জার ব্যাটারী ঠিক রাখার জন্য আমি কি ব্যাটারী পুরো খালি হলে চার্জ দিব নাকি কিছু চার্জ থাকা অবস্থায় চার্জ দিব। অনেকের কাছ থেকে শুনেছি ব্যাটারী পুরো খালি হলে চার্জ দেওয়া ভাল। কিন্তু একজন (তিনি একজন ইঞ্জিনিয়ার) -এর কাছ থেকে শুনেছি তিনি বলেছিলেন ব্যাটারী পুরো খালি না করে চার্জ ~১০-২০% থাকা অবস্থায় পুনরায় চার্জ দিতে। এতে ব্যাটারী ভাল থাকে।