নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেস্ত শহরে... ঠাস বুনটের ভিড়ে ... আজও কিছু মানুষ...স্বপ্ন খুঁজে ফেরে

সায়ফুল্লাহ হক তানভীর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

সায়ফুল্লাহ হক তানভীর › বিস্তারিত পোস্টঃ

একটি আইডিয়া, একটি উদ্যোগ এবং একটি পরিবর্তন

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫



আমাদের গ্রামীণ সমাজের শিক্ষার্থীদের একটি বড় অংশ বাল্যবিবাহের কারনে ঝরে যাচ্ছে।

আমাদের মা-খালাদের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়।

সামাজিক নিরাপত্তার পাশাপাশি একটি মেয়ের বাল্যবিবাহের অন্যতম কারন হচ্ছে উপার্জনহীনতা ।

তারা যদি স্বাবলম্বী হোত তাহলে তাদের মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সমাজের অনেক বড় একটা

অংশ জনশক্তিতে রূপান্তরিত হতে পারত।

আমরা যদি আমাদের দেশীও প্রযুক্তি ব্যাবহার করে ক্লাস One থেকে Ten পর্যন্ত বিজ্ঞান বইয়ে

যে সকল পড়া ডায়াগ্রাম দেখে পড়ি যেমন ডায়ানামো, মোটর, জেনারেটর, ষ্টীম ইঞ্জিন, ব্যাঙ এর অঙ্গ

প্রত্যঙ্গ ইত্যাদি এগুলো যদি খেলনা আকারে পড়াশুনার পাশাপাশি তাদেরকে

দিয়ে বানাতে পারতাম এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারতাম, আমার মনে হয় আমরা তাদের জন্য

কর্মসংস্থানের অনেক বড় একটা ক্ষেত্র তৈরি হত।

এটা সবার জানা যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে বাইরের উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার পদ্ধতি,

কারিকুলামের তো বিস্তর পার্থক্য রয়েছে তাছাড়া সেখানে একজন শিক্ষার্থী স্কুলে পরাশুনাকালিন অবস্থা

থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি আত্ম নির্ভরশীলতার জন্য উপার্জন করে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো

একজন শিক্ষার্থী অনার্স, মাস্টার্স করার পর চিন্তা করে কি কি উপায় আত্ম নির্ভরশীল হওয়া যায়।

তবে আমার মতে গ্রামের এবং মফঃস্বলের শিক্ষার্থীদের ঝরে পরার হাত থেকে আমরা যদি মুক্তি দিতে চাই

আমার মনে হয় এটি একটি চমৎকার উদ্যোগ হতে পারে।

শিক্ষার্থীরা যদি পাঠ্য বইয়ের এই জিনিস গুলো Visualize করতে পারত তাহলে মুখস্ত বিদ্যা থেকে কিছুটা

হলেও বের হয়ে আসতে পারত। এক্ষেত্রে ৩ টা কাজ সম্ভব হত

*বাল্য বিবাহ রোধ
*করমসংস্থান তৈরি
*শিক্ষা উপকরন প্রস্তুতকরণ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

নায়না নাসরিন বলেছেন: সামাজিক নিরাপত্তার পাশাপাশি একটি মেয়ের বাল্যবিবাহের অন্যতম কারন হচ্ছে উপার্জনহীনতা ।
:(

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪

সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: নায়না নাসরিন , আপনার কাছে কি মনে হয় এর পিছনে আর কি কি কারন থাকতে পারে ?

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: বাল্য বিবাহ লুকিয়ে দেয়া হচ্ছে এখন। পরিবারকে সচেতন হতে হবে।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: সরকার নিজেই বাল্য বিবাহ করানোর জন্য ব্যাস্ত্য! আইন করেই বাল্য বিবাহ করানো হচ্ছে@!

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: বাল্যবিবাহ তো আছেই, যে পাত্রের সাথে বিয়ে দেয়া হয় সেই পাত্র তো অনেক বয়সী এগুলো গ্রাম অঞ্চলের মা বাবারা কি খেয়াল করেন না নাকি মাথায় ঢুকেই না।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৫

সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: তাও ভালো আপনি বলেন নাই সব দোষ ঐ পাত্রদের, তারা কেন বাল্য বিবাহ করে .।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.