![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যতবার বিজয় অর্জন করেছি ততবার জন্ম নিলে যে কেউ জীবনকে মহাপুরুষের কাতারে দাড় করাতে পারে।
কিন্তু এই বিজয় আমরা ধরে রাখতে পারছি না।ইতিহাস থেকে বলা যায় বাঙ্গালী নামের যে জাতিটি রয়েছে তার ঊষালগ্ন থেকেই বিজয়ের সাথে সম্পর্কিত।
কখনও সেই বিজয় মারাঠা-বর্গী বিতাড়নের,কখনও ব্রিটিশ শোষকের নাগপাশ থেকে মুক্ত হবার,কখনও মুখের বুলির স্বাধীনতার,কখনও শাসনের নামে শোষণ থেকে মুক্তির,কখনও জাতিসত্ত্বা আদায়ের,কখনও স্বৈরাচারী পতনের,কখনও দেশদ্রোহী তথাকথিত যুদ্ধাপরাধীর ফাঁসির,কখনও বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণের...
প্রত্যেকটি বিজয়ই এসেছে দীর্ঘ পরিক্রমায়... আর রচনা করেছে গৌরবের নতুন দিগন্ত।
তার মধ্যে জাতি সবচাইতে জেগেছে ক্রিকেট অঙ্গনে আমাদের বিজয়ের সাথে সাথে।
আমার তখন খুবই ভালো লাগে যখন রিকশাচালক আমাকে বলে “মামা একটু অগো রানটা দেখবেন??”
কিন্তু দুর্ভাগ্যক্রমে এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে আমাদের কিছু হা্র মনোবলে চির ধরিয়েছে।
টি টোয়েন্টি গুলোতে কেন আবারও কেন ঘটে গত এশিয়া কাপের পুনরাবৃত্তি ...???
২ রানের গন্ডি থেকে কবে মিলবে মুক্তি???
এতো রান করি আমরা লাস্ট ২ টা রানে কেন বেঁধে যাই???
নাকি ঐ ২ রান আমাদের সাধ্যের বাইরে???
কাকে প্রশ্ন করবো?
সেই শাহাদাতকে,মাহমুদউল্লাহকে,আম্পায়ার নাকি আজকের এনামুলকে...
টেম্পার অনুযায়ী কম বয়সী ছেলেটা ভালোই খেলেছিলো কিন্তু শেষ বলে এসে আর ধরে রাখতে পারে নি,লাস্ট বলটা নিয়ে আমি সন্দিহান ওটা তে কি বিজয় স্টেপ নিয়েছিল??
না নিলে তো ওটা নো বল হওয়ার কথা...
সবশেষে বিজয় আমার বাংলার দামাল ছেলে,সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে যা কেবল একজন সৈনিকই পারে---এটাতেই আমি গর্বিত আরও গর্বিত হবো যে দিন ২ রানের লজ্জা ঘুচবে...
তোমাকে আজ বড় মনে পড়ছে...খুব করে করে মনে পড়ছে...
যার মুখ দেখতে আমাকে বছরের পর বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে...
পেতে পেতেও তোমাকে হারিয়েছি বহুবার... কিন্তু যখন থেকে তোমাকে পেতে শুরু করলাম তখন থেকে আমি তৃপ্ত...আবার তোমার জন্য অপেক্ষার প্রহর গুণছি আমি...
সেই তুমি আজ অচেনা রূপে বিলীন- বাংলাদেশের ক্রিকেটের একটি জয়,একটি বাধ ভাঙা উচ্ছ্বাস ... আরেকবার ফিরে আসো আমার মতো শত কোটি বাঙ্গালী ভক্তের কাছে আকাঙ্খিত প্রিয়তমার বেশে...
বিজয় চাই গৌরবের...
আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলে গ্লানিতাকে বশীভূত করে প্রতিপক্ষকে মিশিয়ে দেওয়ার গৌরব চাই।
আমরা পারি তার প্রমাণ গত এশিয়া কাপ,আমরা পারছি তার প্রমাণ সম্প্রতি হওয়া বাংলাওয়াশ আমরা পারবো আসন্ন এশিয়া কাপেও।
মাঝের কিছু দুঃস্বপ্ন ভুলে গেলে ক্ষতি কি???
একটা ব্যাপারে কিছু না বললে বাংলার কৃতী সন্তানকে ছোট করা হবে। সাকিব আল হাসান আপনাদের চোখের মনি(অবশ্যই আমারও),সেই সাকিব যখন আজ সমালোচকদের ফাক আপ চিহ্ন দেখান তখন সমাজের অনেক বুদ্ধিজীবী সমালোচকদের বেশে বলেন "ক্রিকেট শেখার আগে উচিত ম্যানার শেখা।" অনেকে এটাও বলেছেন যে " বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট পরার পর থেকেই সাকিব নিজেকে অপরিহার্য মনে করেন।তিনি অহঙ্কারীও বটে"
করবে না কেন????আমার দেশের ছেলে সবার সেরা এটা নিয়ে তো আমিই গর্ব করি সাকিব কেন করবে না?
আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কাছে যখন বারবার বলি হয় বাংলাদেশ তার রেশে আপনার বলেন এ নিয়ে আর কি বলবো,এমনই হয়ে আসছে।যখন শ্রীলঙ্কাতে টেস্ট চলাকালীন তাদের ব্যাটিং এর মুহূর্তে রাতের আধারে ঘাস কেটে নিয়ে যায় তখনও আপনারা দুই একটা কথা বলে আপনারা মুখে কুলুপ ...
কিন্তু সাকিবরা ভুল করলে আপনারা তাদের প্রতি কিছু উপদেশ,কিছু কটুক্তি,কিছু অপমান ছুড়ে দিয়ে নতুন কাউকে খুঁজে নিতে চেষ্টা করেন।
এখন খুঁজে নিলেন মুশফিক ও মাশরাফিকে।তারা ভদ্র এটা আমিও মানি,তাদেরও হয়তো কোন এক দোষে দোষী করে মুখে জুতাপেটা করে তাড়িয়ে নতুন সাকিব,মুশফিক,মাশরাফিকে খুজবেন আপনারা।
আপনারা এমন কেন???
আপনারা পারেন না সুসময়ে, দুঃসময়ে ২ টাতেই পাশে থাকতে।
না হয় নাই থাকলেন একটু চুপ তো থাকেন।
আমি ব্যক্তিগতভাবে যাদেরকে ভালোবাসি তাদের ক্ষনিক অপরাধে আমরা তাদেরকে জুতাপেটা করার মতো উক্তি করি না,কেন জানেন???
কারণ আমি বুদ্ধিজীবী নই।
বুদ্ধিজীবী না হয়ে আমি গর্ববোধ করি...
ভুলবেন না সাকিবরাও একটি যুদ্ধক্ষেত্রের যোদ্ধা।
ওরা সঙ্খ্যায় ৩০ লক্ষ নয় মাত্র ১১ জন।
ওদের হাত ধরে কম বিজয় আসে নি যে বিজয় জাতিকে করেছে গৌরবান্বিত ঠিক অতীতের মতোই...
©somewhere in net ltd.