নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TanzaJahir

নিজে যতটুকু জানি ততটুকু জানাতে চেষ্টা করি।অতিরঞ্জিত করা আমার স্বভাব বিরোধী

TanzaJahir › বিস্তারিত পোস্টঃ

পরাজিতদের কাছে ধর্মই ঢালX((

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২১

আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক বেশি ঘৃণা করি যারা সংস্কৃতি,সভ্যতা,ইতিহাস,উন্নয়ন সর্বত্র ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে।

মানে এক কোথায় বিকৃত ধর্মীয় মৌলবাদীর রূপ।

ধর্ম কখনওই সংস্কৃতি,সভ্যতা,ইতিহাস,উন্নয়ন এর বিরুদ্ধে নয়।

কতিপয় শ্রেণী নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটা করে।

পহেলা বৈশাখে বের হতে পারছো না বলে দাও ধর্মে বর্ষবরণ বলে কিচ্ছু নাই।

সবার প্রেম হচ্ছে তোমার হচ্ছে না বলে দাও ধর্মে এটা হারাম।

(লাইলী-মজনু, সিড়ি-ফরহাদ,ইউসুফ-জোলেখা মুসলমান হয়ে প্রেম করে ইতিহাস করেছে আর আপনি বলছেন ধর্মে এটা হারাম!!!!!!!!)

আমি বুঝি না এই সব পাবলিকের চুলকানিটা কোথায়।

তোমরা পুজা দেখতে যাও,২৫ শে ডিসেম্বর এনজয় করো, থারটি ফার্স্ট পালন করো তাতে কিছু হয় না, চুলকানি খালি বাঙ্গালী সংস্কৃতিটা নিয়েই।

তোমার সুযোগ নেই তুমি আঙ্গুল চোসো ভুল ব্যাখ্যা দিয়ে আর ১০ জনকে আনন্দ থেকে বঞ্চিত করার মানে কি?

ধর্মীয় কিতাবে আর সুষ্ঠু ব্যাখ্যা নেই সেখানে ইজমা এবং কিয়াস প্রয়োগ করতে বলা হয়েছে,আর ইজমা আর কিয়াস করতে মুফতি হতে হয়,ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ৫০০ লাইক পাওয়া মানে এই নয় যে আপনার চেতনা সবাই মেনে নিলো।আর আপনি মুফতির কাতারে চলে গেলেন।

অবাক লাগে যখন মেয়েরা এই কথাগুলো না জেনে স্ট্যাটাস দেয় আর মূর্খ পুরুষেরা না জেনে বাহবা দেয় আর লাইক দিয়ে ঐ বিকৃত চেতনাধারীর কদর বাড়ায়...

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭

বোধহীন স্বপ্ন বলেছেন: এদের যখন প্রয়োজন পরে তখন ধর্মের বুলি ছাড়ে। আর অন্য সময় ধর্মের বানী পকেটে ভরে রাখে।

১৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৯

TanzaJahir বলেছেন: ইয়েস.।
ধন্যবাদ আপনি আমার পয়েন্টের জায়গাটা ধরতে পেরেছেন।

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি বুঝাতে চেয়েছেন বুঝিনাই ভাল করে।
লাইলী মজনু এ্যারাবিয়ান নাইটস এর এক কল্প কাহিনী।

১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৭

TanzaJahir বলেছেন: হ্যা লাইলী মজনু প্রেম উপাখ্যান।
কিন্তু ইউসুফ-জোলেখার টার উপাখ্যান না।
ইসলামে বলাই আছে যদি কোন পুরুষ কোন মেয়েকে পছন্দ করে তো তাদের বিয়ে দিয়ে দাও,তার সামর্থ্য না থাকলে সাহায্য করা সমাজের লোকদের কর্তব্য।
এখন কেউ যদি কুমতলবে প্রেম করে তার জন্য প্রেম হারাম হয়ে যাবে? আপনাদের মতামত আশা করছি।
আপনি যেভাবে আপনার কাজের নিয়ত করবেন সেই মোতাবেক আপনি ঐ কাজে বরকত পাবেন আমি বিশ্বাস করি।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩

জাহিদবিডি বলেছেন: ভাই বুঝিয়ে বলবেন কোন ধর্ম বুঝাতে চেয়েছেন। ধরে নিলাম আপনি ইসলাম ধর্ম বুঝাতে চেয়েছেন। কোন মুফতির কথা বলেছেন তাও লিখা নেই। পুরো বিষয়টি আপনার চিন্তার অষাঢ় ফসল। যারা পূজা, থার্টি ফাস্ট নাইট দেখতে যায় অথবা পালন করে তারা মুসলমান আপনাকে কে বলেছে? সেগুলো আপনার মত নামধারী মুসলমান। তবে শতকরা ৯৯ভাগ নাস্তিক বিপদে আল্লার কথা স্মরণ করে।

১৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৮

TanzaJahir বলেছেন: আপনার বক্তব্যটি যদি কেবল আমাকে অপমান করার স্বার্থে হয়ে থাকে তাহলে আপনি আরও করুন তাতে আমার কিছু আসে যায় না তা না হলে আপনি গঠনমূলক সমালোচনায় না গিয়ে আমি ব্যক্তিগতভাবে কি করি বা না করি ,আমার জ্ঞান কতটুকু এই বিষয়ে আসতেন না।
ধরেই নিলাম আপনি জ্ঞানী আর সেই জন্য বলেছেন ধরেই নিলাম ধর্ম ইসলাম জানতে চেয়েছেন "কোন মুফতি?"
্মুফতি অর্থ যখন আপনার অজানা তখন বলছি যারা কুরআন ও হাদীসের আলোকে ইজমা,কিয়াসের ফতোয়া দেয় তারাই মুফতি।
আমি নামধারী মুসলমান কি না সেই উত্তর আপনাকে জানানোর কোন বাধ্যবাধকতা আমার নেই।
আপনি আমাকে অপমান না করে আপনার যুক্তি প্রদর্শন করলে আমিও আপনাকে সেভাবে উত্তর দিতাম অন্য কমেন্টকারীদেরকে দিয়েছিও।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬

ডার্ক ম্যান বলেছেন: টিভিতে এক বদ ফতোয়া দিচ্ছে, পহেলা বৈশাখ পালন করা হারাম।
আর আমি জিগাই,"মাদ্রাসায় পোলাদের বলাৎকার করা হালাল?

১৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৮

TanzaJahir বলেছেন: চরম বলেছেন ভাই!!!!

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

নেবুলাস বলেছেন: TanzaJahir ভাই বেশি আবেগ দিয়া ফালাইছেন। এতো আবেগ হইলে চলে একটু যুক্তিও তো থাকতে হয়। TanzaJahir আপনি মুসলমান হয়ে থাকলে বলেন, ১লা বৈশাখে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন বা পড়ার চেষ্টা করেছেন? আর যদি বিধর্মী হয়ে থাকেন তাহলে কে গেল আর কে গেলনা, কে আফসোস করলো এইটা দেখে কি লাভ?

১৫ ই মে, ২০১৪ রাত ৮:৪৫

TanzaJahir বলেছেন: পহেলা বৈশাখে ৩ ওয়াক্ত নামাজ পড়েছি।
ইসলাম শুধুই ধর্ম না একটি পুরনাংগ জীবন ব্যবস্থা।
তাই কে গেলো না গেলো এটা জানা দরকার।
যে আনন্দটা জাতীয় যার জন্য আমরা একটা কর্ম দিবস ছুটি পাই সেই ছুটির খুশি তথা সংস্কৃতির আনন্দ সবার কাছে পৌছে দেওয়া নৈতিক ও ঈমানিক দায়িত্ব।
ধন্যবা্দ ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

কুকরা বলেছেন: ধর্ম জিনিসটা এত্তগুলা পঁচা.............


আমরা মনের আনন্দে
একটু প্রেম করতে গেলে, :||
পহেলা বৈশাখে
একটু নাচা-গানা করতে গেলে, :| :||
কয়েকদিন পরে যখন
সমকামি করতে যাব... :#>

কোথাকার কোন বদমাইশ ধার্মিকরা এসে আমাদেরকে নিষেধ করতে আরম্ভ করবে।

ক্যান বাবা, আমরা একটু সুশীল সুশীল ভাব নিয়ে মনে যা চায় তা করি না, এতে তোদের কি? তোদের জন্য আমাদের মনের শান্তি নষ্ট। ঠিকমত জীবনটাকে উপভোগ করতে পারলাম না। X( X( X( X( X( X(

১৫ ই মে, ২০১৪ রাত ৮:৪৮

TanzaJahir বলেছেন: আসলে আমার মনে হয় অন্তত ইসলাম ধর্ম শুধুই কোন ধর্ম নয় এটি একটি পূরণাংগ জীবন ব্যবস্থা।
আর ইসলামে যেটিকে লানত করা হয়েছে স্টি অবশ্যই কোন একটি প্রেক্ষাপটে করা হয়েছে।
"ইন্নামাল আয়মালু বিন নিয়্যাত"
অর্থঃ প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল।
আমার ব্লগটি লিখেছিলাম ফেসবুকের ফারজানা অরপা নামের এক অস্ট্রেলিয়ান প্রবাসীকে নিইয়ে।
তিনি পহেলা বৈশাখের আগের দিন পোস্ট করেছেন " নববর্ষের অনুষ্ঠানগুলো নাকি অভিশপ্ত জাতির অনুষ্ঠান,যা ধ্বংসের নামান্তর।"
এমনকি তিনি ৫০০+ লাইকও পেয়েছেন এবং সবাই সহমত পোষণ করেছেন।
আমার যুক্তিটা ছিলো নববর্ষের পালনের সংজ্ঞায়নটা কি,এটা নিয়ে।
আমি যদি আমার ঘরে পরিবারবর্গ নিয়ে পান্তা,ইলিশ,তরমুজ খেয়ে নববর্ষ পালন করি সেখানে অভিশাপটা কোথায়???
অবশ্যই লিমিটেশানের মধ্যে সবকিছুই উত্তম।এখানে তিনি বলতে পারতেন যে এই এই কাজ গুলো অভিশপ্ত বা হারাম তা না করে ঊনি পুরো নববর্ষের উৎযাপনকেই হারাম বলছেন আর ইস্যু দেখাচ্ছেন ধর্মের। ধরেই নিতে পারি ঊনি অস্ট্রেলিয়াতে বলে ওনার এ উৎসবে অংশগ্রহণের সুযোগ কম বলেই ওনার এ বিকৃত মনোভাব অথবা ঊনি বিকৃত চেতনার ধর্মীয় মৌলবাদী ।
লেখার উপলক্ষ্য ছিলো এটা।

৭| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:৪৭

TanzaJahir বলেছেন: আপনাদের গঠনমূলক সমালোচনা আমার কাম্য ছিলো।
ধন্যবাদ সবাইকে।
আসলে আমার মনে হয় অন্তত ইসলাম ধর্ম শুধুই কোন ধর্ম নয় এটি একটি পূরণাংগ জীবন ব্যবস্থা।
আর ইসলামে যেটিকে লানত করা হয়েছে স্টি অবশ্যই কোন একটি প্রেক্ষাপটে করা হয়েছে।
"ইন্নামাল আয়মালু বিন নিয়্যাত"
অর্থঃ প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল।
আমার ব্লগটি লিখেছিলাম ফেসবুকের ফারজানা অরপা নামের এক অস্ট্রেলিয়ান প্রবাসীকে নিইয়ে।
তিনি পহেলা বৈশাখের আগের দিন পোস্ট করেছেন " নববর্ষের অনুষ্ঠানগুলো নাকি অভিশপ্ত জাতির অনুষ্ঠান,যা ধ্বংসের নামান্তর।"
এমনকি তিনি ৫০০+ লাইকও পেয়েছেন এবং সবাই সহমত পোষণ করেছেন।
আমার যুক্তিটা ছিলো নববর্ষের পালনের সংজ্ঞায়নটা কি,এটা নিয়ে।
আমি যদি আমার ঘরে পরিবারবর্গ নিয়ে পান্তা,ইলিশ,তরমুজ খেয়ে নববর্ষ পালন করি সেখানে অভিশাপটা কোথায়???
অবশ্যই লিমিটেশানের মধ্যে সবকিছুই উত্তম।এখানে তিনি বলতে পারতেন যে এই এই কাজ গুলো অভিশপ্ত বা হারাম তা না করে ঊনি পুরো নববর্ষের উৎযাপনকেই হারাম বলছেন আর ইস্যু দেখাচ্ছেন ধর্মের। ধরেই নিতে পারি ঊনি অস্ট্রেলিয়াতে বলে ওনার এ উৎসবে অংশগ্রহণের সুযোগ কম বলেই ওনার এ বিকৃত মনোভাব অথবা ঊনি বিকৃত চেতনার ধর্মীয় মৌলবাদী ।
লেখার উপলক্ষ্য ছিলো এটা।
এবার আপনাদের কমেন্টের প্রসঙ্গে আসছি।
হ্যা লাইলী মজনু প্রেম উপাখ্যান।
কিন্তু ইউসুফ-জোলেখার টার উপাখ্যান না।
ইসলামে বলাই আছে যদি কোন পুরুষ কোন মেয়েকে পছন্দ করে তো তাদের বিয়ে দিয়ে দাও,তার সামর্থ্য না থাকলে সাহায্য করা সমাজের লোকদের কর্তব্য।
এখন কেউ যদি কুমতলবে প্রেম করে তার জন্য প্রেম হারাম হয়ে যাবে? আপনাদের মতামত আশা করছি।
আপনি যেভাবে আপনার কাজের নিয়ত করবেন সেই মোতাবেক আপনি ঐ কাজে বরকত পাবেন আমি বিশাস করি।
যে বিষয়গুলো হারাম সেগুলোও নিয়তের ভিত্তিতে জায়েজ।
যেমন মদ খাওয়া হারাম কিন্তু অসুস্থ হলে তার ড্রাগস্বরূপ মদ খাওয়া জায়েজ।
আশা করি আমার বক্তব্য বোঝাতে সক্ষম হয়েছি।
নিরন্তর শুভেচ্ছা সবাইকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.