![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
মুখের আবছা আবছা মেছতা কিভাবে দুর করা সম্ভব ? যদি কারো জানা থাকে তাহলে জানালে উপকৃত হব ।
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২২
নীলনদ বলেছেন: কোথায় পাব এশিয়ান স্কাইশপ ঠিকানা দেন ।
২| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
ত্রিশোনকু বলেছেন: ফেসিয়াল কয়েকবার করে দেখতে পারেন। অনেকেরই কাজে দেয়।
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৫
নীলনদ বলেছেন: আমাকে অবশ্য কয়েকজন এর আগেও ফেসিয়াল করার কথা বলেছে কিন্তু কোথায় করাব দয়া করে ঠিকানা দেন ।
৩| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
আইরিন সুলতানা বলেছেন: ত্বকের যে কোন সমস্যাতেই প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে তা হলো আপনার খাদ্যাভাসের পরিবর্তন এবং প্রচুর ঘুমের প্রয়োজন (ব্লগ এডিকশন না থাকলে বরং ঘুমান ) এবং যথেষ্ট পরিমাণে পানি পান। এগুলো একটু মেইনটেইন না করলে কেবল উপটান আর ফেসিয়াল দিয়ে খুব দ্রুত আশাব্যাঞ্জক ফল পাওয়া যাবেনা।
তেল জাতীয় খাবার এড়িয়ে চলুন, বেশী রোদ এড়িয়ে চলুক। চুলার তাপে যারা বেশীক্ষণ থাকেন, সে সব মহিলাদেরও অনেক সময় এরকম ছোপ ছোপ দাগ হয় মুখে। তাই আগুনের তাপ এড়িয়ে চলুন।
প্রচুর ফল খাওয়া অভ্যাস করুন। সেই সাথে ফল মুখেও মাখুন
যেমন, পাকা কলার পেস্ট করে মুখে লাগাতে পারেন, গোলাপ জল দিয়ে তুলে ভিজিয়ে মুখ পরিস্কার করতে পারেন।
কোন ভাল বিউটি পার্লারে যেতে পারেন, ( হাবিব-পারসোনা ) সেখানে স্পা-ফেসিয়াল করাতে পারেন এক মাস অন্তর অন্তর, আপনার ত্বক বুঝে।
এছাড়া কোন চর্ম-বিশেষজ্ঞের সাথেও কথা বলে দেখতে পারেন।
শুভ কামনা আপনার জন্য।
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
নীলনদ বলেছেন: সারাদিন অফিসে এসি রুমে থাকি রৌদ্রে যায়ই না। ঘুম তো মনে হয় ঠিকমত হয় কারন প্রতিদিন রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ঘুমাই । পানিও খাই বেশ । হাবিব-পারসোনার ঠিকানা টা কি দিবেন দয়া করে ।
৪| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১১
এম সাইদুর রহমান তালুকদার বলেছেন: মুখের মেছতা দূর করতে আপনি ফেয়ার এন্ড লাভলী ক্রিমের সাথে বেটনোবেট মেডিকেটেড ক্রিম মিশ্রন করে ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। আমিও ব্যবহার করেছিলাম এবং এখনও করছি।
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
নীলনদ বলেছেন: ধন্যবাদ আপনার মহামূল্যবান মতামতের জন্য ।
৫| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
আইরিন সুলতানা বলেছেন: গুলশান-২ এ, ওয়ান্ডার ল্যান্ডের ঠিক আগে, পিংক সিটি শপিং মল, তার উল্টো পাশেই দেখবেন পারসোনা বিউটি পার্লার.....বড় করেই লেখা আছে ....এর তিন তলায় হাবিব-পারসোনা ।
ফেয়ার এন্ড লাভলী আপাতদৃষ্টিতে ত্বক আসলেই উজ্জ্বল মানে ফর্সাই করে, তবে আপনার ত্বক যদি শুস্ষ্ক হয় তবে ফেয়ার এন্ড লাভ আপনার ত্বকে আরো বেশী শুষ্ক করে তুলতে পারে।
৬| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৬
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: লতা হালবাল ক্রিমের স্পত ক্রিম ব্যাবার করেন।
৭| ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৮
ত্রিশোনকু বলেছেন: আপনি যে কোন দামী ছেলেদের সেলুনে গিয়ে বল্লেই করে দেবে। বনানী ইউ এ ই মৈত্রী কমপ্লেক্সএ (লালা মার্কেট, কাকলীর মোড়ের কাছে) মেনস প্লানেটে করতে পারেন।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
লবঙ্গ বলেছেন: baranga lagan daily 3 times, takmadhuri lagiye 1 hour rekhe face dhuye felen daily 2 times then baire ber howar shomoi mukhe tonutree lagiye ber hown problem solve hobe 3 weeks ar moddhe

অাকাঙ্খা হেয়ার এন্ড স্কীন কেয়ার এর প্রোডাক্ট ।
এইসব প্রোডাক্ট পাবেন এশিয়ান স্কাইশপ এ