![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন মানুষ,তবে স্বপ্নই আমাকে অস্বাধারণ কোন কিছু করার ক্ষেত্রে অক্সিজেন যোগিয়ে থাকে।মানে আমি স্বপ্নবাজ।
বন্ধু তোমার বিজয়ের মানে কি
স্লোগানের মাঝে শেষ?
চেতনার নামে করে চিৎকার
যাতনা বাড়াও বেশ!
বিজয় মানেই মিছিলে মিছিলে
নগ্নতার উল্লাস?
বিজয় মানেই কাটাতারে ঝুলা
বোন ফেলানির লাশ?
বিজয় কি শুধু তোমার কাছে
জাতীর পিতার গান?
বিরোধিমতকে দমনের তরে
ফ্যাসিবাদী স্লোগান?
বিজয় মানে কি বিভক্তি আর
রক্তের হোলিখেলা?
বিজয় কি বন্ধু শাহবাগের ঐ
ফাঁশির পাঠশালা?
বিজয়ের মানে বিশ্বজিৎ আর
আবুবকরের লাশ?
বিজয়ের মানে মানব শবে
লাফিয়ে উচ্ছ্বাস?
বিজয়ের মানে কেনো জানি আজ
হত্যার রাজনীতি!
কণ্ঠনালীতে পা চেপে ধরে
কথা হরণের নীতি!
বিজয়ের অর্থ তোমার মিছিলে
রাষ্ট্রীয় প্রটোকল,
ন্যায্য দাবি আদায়ের মিছিলে
গরম পানির জল।
এত লাশ,এত রক্তে ভেজা
পিচঢালা রাজপথ,
মরছে মানুষ স্বাধিন দেশে
তোমার কি মতামত?
এমন বিজয় নয় তো কাম্য
বলছি বন্ধু শোন,
চিন্তারাজ্যে বিপ্লব এনে
নতুন বিবেক বুনো।
বিজয় হোক ঐক্যের;আর
বিভক্তির হোক শেষ,
সবাই মিলে গড়ি এসো
সোনার বাংলাদেশ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
Tarek mostofaা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
মাহবুবুল আজাদ বলেছেন: বিজয় হোক ঐক্যের;আর
বিভক্তির হোক শেষ,
সবাই মিলে গড়ি এসো
সোনার বাংলাদেশ।
অনেক সুন্দর লিখেছেন।