নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর সুন্দরের পূজারী। অকল্যাণ অসত্যকে দু\'পায়ে দুলি।।।

Tarek mostofaা

সাধারণ একজন মানুষ,তবে স্বপ্নই আমাকে অস্বাধারণ কোন কিছু করার ক্ষেত্রে অক্সিজেন যোগিয়ে থাকে।মানে আমি স্বপ্নবাজ।

Tarek mostofaা › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

.....
ইট- পাথরের দেয়াল নেই,
শহরের উচ্চ মার্গিয় মননে আমি গঠিত নই-
তাই বলে কী এতই উপেক্ষিত!
গেঁয়ো পাক আর উঠোনের ধুলোয়
আমার রং কালো হতে পারে,
মনটাতো এত কালো নয়।
নাড়ির বাঁধন ছিঁড়তে পারো- রক্ত
আলাদা কিভাবে হয়?

জানো স্বজন- বাবা- চাচাগণ মেরুকরণে পছন্দ
করতেন না। তবে?
বিশ্ববিদ্যালয়ের বড় বড় পুথি শিক্ষিত
করতে পারে,
আপন ভ্রাতৃত্ব, হৃদয়ের কান্নাকে ভুলিয়ে
দিতে পারে না।

মানবতার বিহারী ভূষণে আমাদের শিক্ষা না,
মমগহিণের শিহরণ, আবেগ- অনুভুতি আর হৃদয়ের
চাহনি বুঝার ক্ষমতাই শিক্ষা।

কী এমন বোধ, এত বড় দেয়াল দাঁড় করাতে পারে?
যা আমার আর তোমার মাঝে এত বিস্তর ব্যবধান করে দেয়!

শোনো-
অর্থবিত্ত, ঐশ্বর্য্য সাময়িক
আমার আবদার মানবিক,
ক্ষণিকের পৃথিবীতে আমাদের-
ব্যবহার,হোক অমায়িক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.