নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব জীবন

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

জীবনে কোনসময় আপনি যদি হঠাৎ করেই একাকীত্ব অনুভব করেন তাহলে মোটেই হতাশ হবেন না...!! সেটা বন্ধুত্বের কারণে হোক বা অন্য কারণে !! তখন শুধু এটা বুঝে নিবেন যে আপনার মনের হালকাভাবটা দূর করার সময় এসেছে...!!

সময় থাকতে নিজের মনকে দৃঢ করে গড়ে তুলুন !! শক্ত হোন... নাহলে এই পৃথিবী আপনাকে পুরোপুরি ভেঙে ফেলবে !! পুরোপুরি... আর যখন পুরোপুরি ভেঙে যাবেন তখনই ঘটবে আসল বিপর্যয় !! কারণ তখন না পারবেন ঘুরে দাঁড়াতে না পারবেন সব মায়া ত্যাগ করে পৃথিবীকে বিদায় জানাতে...!!

কারণ কোথাও না কোথাও কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যার মায়ায় আপনি সর্বক্ষণ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন !! ধরুন না সেই মানুষগুলো বাবা-মা !! জন্ম থেকে আপনি যাদের মায়ায় আবদ্ধ ক্ষণিকের ঝড়ের আঘাতে আপনি তাদেরকে এত সহজেই অগ্রাহ্য করতে পারবেন না...!!

যে মানুষটা আজ আপনার একাকীত্বের কারণ তাকে দোষ না দিয়ে বরং তাকে হাতজোড়ে একটা ধন্যবাদ দিন !! কারণ জীবনে একটা মোড়ে সবাইকেই একা হয়ে যেতে হয়...!! সেটা আগে হোক বা পরে...!! একা হতেই হয়...!! বিশ্বাস করুন হতেই হয়...!! তাই শুধুশুধু কষ্ট পেয়ে লাভ নেই...!!

মনকে বুঝ দিন যে, শিক্ষা সবাই-ই পায়...!! আর হ্যা, আপনার মত মানুষগুলোই শিক্ষা পায়।!! পার্থক্যটা এখানেই যে শিক্ষাকালটা কারো আগে, কারো বা পরে !! তাই সময় থাকতেই আমাদের প্রত্যেকের জীবনধারাটা এমন করে গড়ে তোলা উচিত যে,
"এসেছিলে একা, যাবেও একা !! তাহলে ক্ষণিকের তরে মিছিমিছি কেন কষ্ট পাওয়া ??"
এভাবেই ভাল থাকুন, ভাল রাখুন.

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মনের জোর বাড়ানোর জন্য লেখাটি দরকারী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

তারেক ফাহিম বলেছেন: ব্লগের প্রথম অবস্থার পোষ্ট, তা্ই প্রতিত্ত্যর দিলাম কিন্তু অামাকেই নোটি দেখাল।

নজরেও পড়ে নি, তাই একটু লেট হল।

মনের জোর বাড়ানোর জন্য লেখাটি দরকারি , সহমত।

২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই। পরামর্শ গুলো মনের জোড় বাড়ানোর জন্য অনেক প্রেরণাদায়ক।
ভালো লাগলো পোষ্ট।

শুভকামনা জানবেন সবসময়।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৪

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম, ভাল থাকবেন

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: পোস্টের কিছু কথা বেশ ইন্সপায়ারিং

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়,
প্রেরণা পেলাম।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

নজসু বলেছেন:




আমার প্রিয় ফাহিম ভাই।
আশা করি ভালো আছেন।
আপনার পুরাতন পোষ্টগুলো কেন পড়ছি তা আপনাকে জানানো দরকার।
আপনি খুব পোষ্ট দেন। আর প্রিয়জনদের লেখা পাঠ করতে ইচ্ছে করে।
তাছাড়া আপনার আগের মনের ভাবনা কেমন ছিলো, কি কি লিখতেন সেসবও জানা হবে।

এই যে আজকের পোষ্টটা পাঠ করে খুবই উপকৃত হলাম।
আমি মাঝে মাঝে কিছু কারণে একা একা লাগলে হতাশ হয়ে পড়ি।
আজকের পর থেকে আর হবো না।
অনেকটা মনের জোর বেড়ে গেছে।

ক্ষণিকের তরে আর কষ্ট পাবো না।

ভালো থাকবেন প্রিয় ভাই।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,
অত্যন্ত দুঃখিত, নোটিটি সঠিক সময় না পৌছায় প্রতিত্ত্যর করতে দেরি হল।

আজও করতে পারতাম না, যদি পুরাতন আমলনামা না ঘাটা হতো।

সনেট কবিকে নিয়ে একটি পোষ্ট দিবো ভাবছি। উনার একটি নিক ছিল ফরিদ উদ্দিন চৌধুরী ওই লিংকের খোঁজেই আসছিলাম।

আজকের পর থেকে আর হবো না।
অনেকটা মনের জোর বেড়ে গেছে।
ধন্য মনে হচ্ছে। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.