নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

সময়ের কাঁধে হেলান দিয়ে
নিঃশব্দের শব্দ গুনি..!!

ঘাস ফড়িংয়ের মত জীবনটা
বড়ই ছটফটে,

অস্থিরতায় খোঁজে কিছু একটা
হয়তো খুঁজি।

কেউ একজন এসে বলুক-
তুমি কেমন আছো ?

হয়তো বলুক-

তোমার জন্য সেই সকাল থেকে বসে আছি,
তুমি আসলে না কেন ?

আমার কি অভিমান হয়না-
তুমি আমার অসুখের কথা শুনে
ছুটে না আসলে !

আমার কি কষ্ট হয়না-
ডাইনিংয়ে তোমার অপেক্ষায় বসে থাকতে.!!

কেউ একজন নিঃশব্দের শব্দ ভেঙ্গে
চিৎকার করে বলুক-
আমি তোমাকে বড্ড মিস করি-
সত্যি, আমি তোমাকেই ভালবাসি।
আমি অপেক্ষায় আছি।

তুমি বলবেতো....?

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

জুন বলেছেন: তারেক ফাহিম এই প্রথম আপনার ব্লগে আসা হলো ।ঘাস ফড়িংয়ের মত
বড়ই ছটফটে এক কবিতায় মুগ্ধ হোলাম।
অনেক ভালোলাগা রইলো ।
+

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

তারেক ফাহিম বলেছেন: অামি ব্লগে আসি শুধুমাত্র আপনাদের মত ভাল ব্লগারদের ব্লগ গুলো পড়ার জন্য, ওত ভাল লেখতেও পারি না, পড়ে, মন্তব্য করছেন আমার কাছে অনেক ভাল লাগল, অভিনন্দন জানাই।

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভালো লেগেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্য দিয়ে উৎসাহ দেওয়ার জন্য

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

শোভন কুমার বর্ধন বলেছেন: অনেক সুন্দর করে লেখেছেন,ভালো লাগলো ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

তারেক ফাহিম বলেছেন: এর চেয়ে বেশি আর কি পাওয়ার আছে আমার কবিতায় কারো ভাল লাগে এইতো একজন ব্লগারের প্রাপ্তি. ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য, আর হঁা ব্লগে আমি কিন্তু নতুন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: তারেক ফাহিম

নিঃশব্দের শব্দ এরকম কিছু কি আসলেই আছে???

তবে কবিতাটা বেশ হয়েছে!:)


আপনার উত্তরগুলো কিন্তু মন্তব্য হয়ে যাচ্ছে !:):)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

তারেক ফাহিম বলেছেন: বুঝতে পারিনাই, এখন আর হবে না,

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

রাশিদা রাজাপুর বলেছেন: অনেক ভালো লেগেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রহিল

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সবুজে এ্যারোতে ক্লিক করে তারপর উত্তর করুন। তারপর ছবির মতো দেখাবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া আসলে ব্লগে নতুনতো তাই অনেক কিছুই বোঝার বাকী আছে, চিত্রের মাধ্যমে ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা ভাই।

কেমন আছেন আপনি?

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভাই আপনাদের দোয়ায় যতটুকু থাকা যায়।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

শাহজালাল হাওলাদার বলেছেন: কবিতা ভাল লিখেছেন।

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২০

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম, মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: মনের কথাগুলো একটা ধারায় বের হয়ে এসে ঠিকঠাক মত বসে গেলেই তো কবিতা হয়ে যায়। এটাও হয়েছে।
কবিতায় যে অস্থিরতা ব্যক্ত হয়েছে, সেটারও একটা আলাদা সৌন্দর্য রয়েছে।

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

তারেক ফাহিম বলেছেন: আপনি বলছেন এটা কবিতা হয়েছে, তার চেয়ে বড় পাওয়া আর কিছুই নেই।


অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.