নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

মাকড়সার ফাঁদ

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪



৩য় পর্ব এখানে

গেদু চলে যায়। সবাই পেছনে পেছনে চলে যায়। থাকে শুধু মাস্টার আর মজনু
মজনু: মাস্টার, তুমি যে কইলা, বুঝলা, কী বুঝলা?

মাস্টার: বুঝলাম, মাকড়সারে খাওনের লাইগা টিকটিকি হাজির হইয়া গেছে। খেলা শুরু হইয়া গেছে। খালি আমাগো রাসুরে একবার উকিল হইয়া আইতে দাও তার পরে ঐ গেন্দার কাছ থেকে তোমার জায়গা-জিরাত, ঘর বাড়ী, সব ফিরাইয়া লমু, তোমারে আমি কথা দিতাছি।

মজনু : কার কথা কও, রাসুর? আর কদিন লাগবো?

মাস্টার : বেশি দিন না। মনে আছে, মজনু ভাই? রাসুর বাপ মা রাসুরে ঝড়ের রাইতে নিম গাছের তলায় পালাইয়া গেছিলো, ভাবি ওরে কুড়াইয়া পাইছে। ঐদিকে রূপার মা, সন্তানের লাইগা আল্লার দরবারে আহজারি করতাছে। ভাবি রাসুকে রূপার মায়ের কোলে তুইলা দিছিলো। কত যত্ন কইরা তারে মানুষ করছে। হের ৫ বছর পর রূপার মা রূপারে জন্মদিতে গিয়া শহিদ অইছে। দুইজনেরে আমি কোলে পিঠে কইরা মানুষ কইরছি। আমার আদর্শ দিয়া রাসুরে গইড়া তুলছি।

মজনু: মাস্টার মনে আছে, সব মনে আছে। কি নিয়া ধৈর্য ধরতে কও? ঘর নাই, জমি-জিরাত নাই, ময়নার মা’ও নাই। তুমি যদি তোমার গোয়াল ঘরটা না ছাইড়া দিতা, মাইয়াটারে লইয়া আমি কই যাইতাম। মনের দুঃখ ভুলার লাইগা মাঝারে মাঝারে ঘুইরা বেড়াই।

মাস্টার: আমারও কী কম কষ্ট মজনু ভাই। ঐ যে চেয়ারম্যান- আমার বাব-দাদার সম্পত্তি দখল করছে। দাদা স্কুলের লাইগা জমি দিছিলো এক বিঘা, আর হেরা জাল কবলা কইরা নিছে ৫ বিঘা। ঐ যে চেয়ারম্যানের ইটের ভাটা, সেটাও আমাগো। ঐ ইটের ভাটায় শুধু আগুন জ্বলে না, আগুন জ্বলতাছে আমার অন্তরেও। উত্তরে সুপারি বাগান, সেটাও আমাগো, দক্ষিণে সরিষা ক্ষেত সেটাও আমাগো।তবুও চোখ বন্ধ কইরা মনেরে শক্ত কইরা বাঁধ দিছি। খালি রাসু একবার উকিল হোক, তারপর আমাগো সব হিসাব কড়ায় গন্ডায় বুইঝা লমু, চল বাড়ী চল।

চেয়ারম্যানের চরিত্রহীন একমাত্র পোলাই তার সম্ভল। যত প্রকার জাল-জালিয়াতি করছে সব পোলা শরাফতের জন্য। শরাফত চরিত্রহীন লম্পট। গ্রামের সহজ সরল মেয়েদের বুলিয়ে বালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক করে সহজ সরল মেয়েদের পোয়াতি বানিয়ে কেটে পড়ে।

বাবার সম্পত্তি কোথায় কি আছে তার হিসেব শরাফাতের কাছে নেই, চেয়ারম্যান তার সহায় সম্পত্তি কোথায় কি আছে তা দেখানোর জন্য শরাফতকে ডেকে অানলো : কই বাবা শরাফত? অইলোডা কী আপ্নের? আইতাছেন না ক্যান?

শরাফত : এডা কোন জায়গায় আনলেন আব্বা? বনের ঝোপ-ঝাড়ে মাকড়সার জাল বুনছে। হে জাল লেপটাইয়া গেছে আমার চোখে মুখে।

চেয়ারম্যান: লক্ষনতো সুবিধার ঠেকতেছেনা, চোখ ভালো কইরা মুইছা পেলান। এবার দেখতাছেন?
শরাফত: জ্বি আব্বা জান।

চেয়ারম্যান: তো বাজান আইজ আপ্নেরে এখানে ক্যান নিয়া আইছি, বোধহয় জানেন না। বয়সতো আর কম অইলো না। আল্লায় না করুক আমার যদি কিছু একটা অইয়া যায়, এত বিষয় সম্পত্তি দেখবো কেডা? বাবা শরাফত।

শরাফত : জ্বি আব্বাজান।

চেয়ারম্যান: সব সময় মনে রাইখবেন- সম্পত্তি দখল করার থেকে সম্পত্তি রক্ষা করাই বড় কথা। আপ্নারে বলতে সরমের কিছু নাই। ঐ যে ইটা খোলা, সুপারির বাগান, সরিষা ক্ষেত, মগর এইসব কোনটাই আমাগো হক্কের না, কিন্তু এগুলো রক্ষা করতে অইবো। বিষয়িক চিন্তা ছাড়া অন্য কিছু আনছেন তো- সব শেষ।

শরাফত : আব্বাজান, আমারে ছাইড়া দেন। আপ্নে কোন চিন্তা কইরবেন না।
চেয়ারম্যান: চিন্তা কী খামাখা করি? আপনার যা মতি গতি দেখতাছি শুনতাছি আপনি একটু শক্ত হন। তাছাড়া সামনে আমার ইলেকশন।

শরাফত : আপনি তো জিত্তাই আছেন।

চেয়ারম্যান: জিত্তাই আছি? কেমনে?

শরাফত : ভোটের আগে আপ্নেরে নিয়া, সবার বাড়ী বাড়ী যামু। জিগামু, ভোট কারে দিবা? আপ্নারে দেখলে, হগ্গলেতো কইবো, আপ্নারে দিমু। ব্যাস, মামলা খতম। আমরা কমু আপ্নাগো ভোট বুঝিয়া পাইলাম। খালি খালি সেন্টারে যাওন দরকার নাই। তারপর সেন্টার যদি খালি থাকে তো আর কথাই নাই হা: হা: হা:।

চেয়ারম্যান: মাশআল্লা মাশাআল্লা। আল্লায় আপনারে বাঁচাইয়া রাখুক। সত্যি কথা বলতে কী, আপনি কাছে থাকলে আমার কোমরের জোর বাইড়া যায়।

শরাফত : কিন্তু আব্বা জান, গেরামের একটা কানাগোসা হুনলাম--

চেয়ারম্যান: কী?

শরাফত : একাব্বর মাস্টার সাহেবও নাকি এবার ভোটে খাঁড়াইতে পারে।
চেয়ারম্যান : মাস্টার কেমনে অয়? ও খাঁড়া-ই থাকবো, বহনের বুঝ হের কাছে নাই, হের আছেটা কী? থাকুনের মধ্যে আছে শুধু স্কুলের চাকুরীটা, আর সেটাতো আমার হাতের মুঠায়।

শরাফত: মাস্টার সাব কিন্তু খারাফ না আব্বা জান। দেখলেই কেমন জানি ভক্তি শ্রদ্ধা লাগে।মাস্টার সাব একটা কথা প্রায়ই বলেন--- জগতরে ফাঁকি দেওন যায়, কিন্তু নিজের মনেরে কখনো ফাঁকি দেওন যায় না। তার এই কথাটা আমার মনের মধ্যে গাঁইথা গেছে।

চেয়ারম্যান: বাবা শরাফত, বয়স আপ্নার অনেক কম। এই বয়সে মনে এসব দুর্বলতা আসা খারাপ লক্ষন। আপনি মাষ্টারের লগে বেশি মিলামেশা করবেন না।

শরাফত: কেন আব্বাজান?

চেয়ারম্যান: হাতি প্যাকে পড়নের কষ্টটা আমি বুঝি। মাস্টার ভাংবো কিন্তু মসকাইবো না। হেরে আমি ভালো কইরাই চিনি। চলেন আপনারে আমাগো সুপারির বাগানটা দেখাইয়া আনি।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আগের পর্ব গুলো ভুলে গেছি।
তাই আগের পর্ব গুলোতে আরেক বার ঢু মারলাম।

এখন মনে পড়েছে।
এই পর্ব টা বড্ড অগোছালো মনে হচ্ছে।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

তারেক ফাহিম বলেছেন: আগের পর্ব গুলো ভুলে গেছি। ভুলে যাওয়াটা স্বাভাবিক। প্রতিদিন পোষ্ট দিলে সহজে মনে থাকতো। সময় স্বল্পতার কারনে এমনটি হয়। আগের পর্বগুলোতে দেখতে পেয়ে ভালোলাগলো।

এ পর্বের প্রথমাংশের সাথে উপরে লিংক সংযুক্ত করেছি ঐ অংশের কিছুটা মিল।

পরের পর্বগুলো ‍গুছিয়ে দেয়ার চেষ্টা করবো, প্রিয়।

মন্তব্যে কৃতজ্ঞ জানবেন।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

নজসু বলেছেন:


আমার ইচ্ছে আছে সময় সুযোগে
পর্বগুলো নতুন করে পড়তে শুরু করবো।
এলোমেলো করে ফেলছি।
পর্বগুলো আসুক।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

তারেক ফাহিম বলেছেন: আমার ইচ্ছে আছে সময় সুযোগে
পর্বগুলো নতুন করে পড়তে শুরু করবো।
এলোমেলো করে ফেলছি।
পর্বগুলো আসুক।
শুনে ভালোলাগলো।

দোয়া করবেন, যাতে পর্বগুলো আপনার ভালোলাগার মত করে তুলে ধরতে পারি।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকে আমার মন্তব্য করার মুড নাই। :(

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

তারেক ফাহিম বলেছেন: প্রথমে দুঃখ প্রকাশ করছি, প্রতিত্ত্যরে লেট হওয়াতে।

যেদিন মুড ভালো হবে ঐ দিন করবেন।

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

হাবিব বলেছেন: লাইক দিলাম

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় স্যার।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন:




পিতার উপযুক্ত পুত্র।
রাসুর জন্ম বৃত্তান্ত আর পালকের কাছে বড় হওয়ার ঘটনা এই পর্বে এসে উম্মুক্ত হলো।
কাহিনি গতিশীল। চলুক।

রাসুকে ব্যবহার করে মাস্টার সাহবের প্রতিশোধ নেয়া শুধু শুধু ঠিক হবে না। এটা স্বার্থপরের মতো হতে পারে।
রাসুর মা বাবা ঝড়ের রাতে রাসুকে ফেলে রেখে পলায়নের পিছনে যদি চেয়ারম্যানের কোন নোংরা হাত তৈরি করা যায়
তাহলে গল্পের নায়কের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠা যথাযথ হবে।
অন্যথায় রাসুর প্রতিশোধ অন্যায়ের প্রতিবাদ হিসেবে ধরে নেবো আমরা।

যাই হোক আগ বাড়িয়ে গল্পের ভবিষ্যত শুনলে বা অনুমান করলে গল্পের মজা নষ্ট হয়ে যাবে।
শরাফতের মতো দুষ্টু লোকেরও বিবেকবোধ কিছুটা আছে জেনে ভালো লাগলো।

সংলাপের সন্নিবেশন অনেকটা নাটিকার স্টাইল হয়ে গেছে।

এবাবের পর্বে কিছু বানান ভুল নজরে আসলো। যদি চান আমি উল্লেখ করতে পারি।

মাকড়সার ফাঁদ এগিয়ে চলুক।
আশা করি, এখন হতে সব ব্লগার বন্ধুদের সাথে নিয়ে পরের পর্বগুলো একসাথে উপভোগ করতে পারবো।
শুভকামনা।



১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

তারেক ফাহিম বলেছেন: রাসুর মা বাবা ঝড়ের রাতে রাসুকে ফেলে রেখে পলায়নের পিছনে যদি চেয়ারম্যানের কোন নোংরা হাত তৈরি করা যায়
তাহলে গল্পের নায়কের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠা যথাযথ হবে।


দেখা যাক কি ঘটে।

এবাবের পর্বে কিছু বানান ভুল নজরে আসলো। যদি চান আমি উল্লেখ করতে পারি।
উল্লেখ অবশ্যই করবেন, বানানগত ভুল আমার বরাবরই হয়ে আসছে, আপনারা চোখে আঙ্গুল দিয়ে না ধরিয়ে দেয়ার আগ পর্যন্ত চোখে পড়ে না :(
আশা করি, এখন হতে সব ব্লগার বন্ধুদের সাথে নিয়ে পরের পর্বগুলো একসাথে উপভোগ করতে পারবো।
জেনে ভালোলাগলো প্রিয়।

মন্তব্যে কৃতজ্ঞতা।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: এই বেশ ভাল লাগল। আস্তে আস্তে সব গুলো পড়ব।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

তারেক ফাহিম বলেছেন: এই বেশ ভাল লাগল


আপনার ভালোলাগা জেনে আমারও ভালো লাগলো।

আস্তে আস্তে সব গুলো পড়ব।

শুনে খুশি হলাম।

আশা করছি পর্বগুলোতে আপনার সুচিন্তিত মতামত পাবো।


মন্তব্যে কৃতজ্ঞ ও ভালোলাগা জানবেন।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রভা।

প্রশংসায় প্রানীত হচ্ছি।

পাশে আছেন দেখে ভালোলাগা।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আপনি তো ভালো লিখেন। তাহলে এত কম লিখেন কেন?

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

তারেক ফাহিম বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগছে।

লিখার সময় কম হয়, তাই কম লিখি।


পুণরায় মন্তব্যের কলামে পেয়ে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.