![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ ইয়াসির ইরফান । সাহিত্য আমার ভাললাগা, ভালবাসা । সাহিত্য লিখতে, পড়তে ভাললাগে । তাই লিখি, পড়ি । জানি, আমার লেখার মান ভাল না । স্বীকার করতে কুন্ঠাবোধ করি না, ভাল লেখার সে যোগ্যতাও আমার নাই । বস্তাপচা লেখায় কারো মন খারাপ করা আমার উদ্দেশ্য নয়, সাহিত্যের অপমান করতেও চায় না । আমি তো শুধু আমার ভাললাগার, ভালবাসার কাজটাই করি । আমার অপরাগতা, অক্ষমতায় প্রতিমূহুর্তে ক্ষমা চেয়ে যাই, সাহিত্য ও সাহিত্যিক সমীপে । সসংকোচে, সংশয়ের ঘেরাটোপে, নিন্দিত হওয়ার ভয়ে সাহিত্য রচনার শুরুতেই 'তরুন তুর্কী' ছদ্মনামে সাহিত্যের বিশাল ভান্ডারে পা রেখেছি । সাহিত্যের এই বিরাট-অভিজাত জায়গার অতি ক্ষুদ্র কোনে আমার জায়গা হবে কি না, তা আমার জানা নাই । জানতে চাই না । আমি শুধুমাত্র আমার ভাললাগা প্রকাশে যদি কোন স্পর্ধা, কোন ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চাই । তারুন্য আমার অলংকার । অঙ্গে তারুন্যের উন্মাদনা বয়ে চলেছি, (জন্ম তারিখ - ০৯/০৪/৯২) সয়ে চলেছি আনন্দের সাথে । উচ্ছলতার সাথে সন্ধি করেছি তারুন্যের সূচনা লগন হতে । স্রষ্টায় ভীষন আস্থা আমার । জীবনের প্রতিটি পদক্ষেপে স্রষ্টার সাহচর্য, তার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য-সহযোগিতা কামনা করি । বিশ্বাস করি, প্রতিক্ষনে প্রতি নিঃশ্বাসে তিনি আমার সাথেই আছেন । নিজেকে আমি মূল্যায়ন করি অতি সাধারন পর্যায়ের মানুষ রুপে । নিজের সম্পর্কে আমার উক্তি, Lower Clash Ass (LCA) বা নিম্ম স্তরের গাধা । যে স্তরের মানব সন্তানেরা ধরিত্রীর মানুষ, প্রকৃতি, প্রতিটি ধূলিকণা হতে ক্রমাগত উপকার গ্রহন করে কিন্তু প্রতিদান দিতে অক্ষম থাকে । বরং যতদিন বাঁচে ততদিনই গলার কাঁটা হয়ে থাকে, পরিবারের, সমাজের, দেশের, ধরনীর ।
ব্যস্ত ধরাতে ব্যস্ততার ভিড়ে,
হারিয়ে গেছিস কোন সূদুরে,
পায় না দেখা, -আর তোরে
চারদিকে চারপাশে শূন্যতা ঘিরে ।
বিচ্ছেদ-যন্ত্রনার হাহাকারে,
অবুঝ হৃদয় কেঁদে মরে,
ছেড়ে মোরে সেই যে গেলি, -ওরে
ব্যস্ততা নিল যে কেড়ে দূরে !
ভুলে কি গেছিস শৈশব-কৈশোরে,
দাপিয়ে বেড়ানো শহর জুড়ে,
তারুন্যের সারাটি প্রহরে,
ছিলাম, দুজন হাতে হাত ধরে ।
আজ কেন তুই অত দূরে,
মনে কি নেই বন্ধুটারে,
আসবি নারে আর কি ফিরে,
শূন্যতা যে বক্ষভরে ।
রাতের নির্জনতায় অশ্রু ঝরে,
একাকীক্ষনে বিষন্ন সুরে,
আর যে পারি না জলের তোড়ে
ক্ষমা করিস, -পারলে পরে ।
রাখিস মনে কথাটি -ওরে
পথ চাওয়াতে অক্লান্ত মোরে,
পোষ মানে না হৃদয় নীড়ে,
বিচ্ছেদ-অনলে দগ্ধে মরে ।
যেথায় থাকিস, -বলি শোনরে
শুভকামনা জানাই তোরে,
আছিস তুই হৃদয় জুড়ে,
ভাল থাকিস জনমধরে
____________________########___________________
©somewhere in net ltd.