![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৌধুলী আর আবিরের খেলায় রোজকার সন্ধ্যেটা পাল্টিয়ে যায় শেষ বিকেলের লালচে আর কালচে আলোতে, প্রকৃতির এই রং বদলানোটা একসাথে দেখা সেই দিনগুলি আর চেনা মানুষগুলি শুধু দূঁরে চলে গেছে, একা একেলা এই আমি রোজকার চেনা সন্ধ্যেটা একলা দেখতে দেখতে খুব বেশি বোরিং ফিল করি রোজ আমি
একসাথে মিট করে সন্ধ্যের আড্ডাটা নিকোটিনের ধোঁয়াতে মাতানো কিংবা লেকারের চায়ের কাপে টুংটাং আওয়াজ তোলা বা সন্ধ্যের ভাজা পোঁড়া খাবারের নিলিপ্ত চোখের বরণ সব হারিয়ে গেছে চেনা ব্যস্ততার নীচে অনাকাংখিতভাবে চাঁপা পরে, কাছে থাকা সবাই নিজেদের ব্যস্ততায় শহর পাল্টে বাসের ধোঁয়া চাপিয়ে নতুন শহরে হারিয়ে গেছে তবু চেনা স্মৃতিগুলো একটুকুও হারায় নি :/
দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকারে যখন উঁচু গাছের নীচে সন্ধ্যে নামে তখন কেন জানি রোজ মনে পরে যায় সেই স্মৃতিগুলো আলতো চোখে ইচ্ছে করেই এই মস্তিকে রোজই সেটা উলোট পালোট করে...মিস ইউ দোস্ত, মিসিং ক্লাসিকাল ডে -_- >
©somewhere in net ltd.