নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌসিফ ইমন

Tawsif Emon

Tawsif Emon › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতার স্বপ্ন :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

বাস্তবতা দেখতে দেখতে বড় হওয়া এই আমি টা আব্বুর ঘাড়ে চেপে এখনো রোজ টাকা আদায় করি, আর সবার মতই দেখেছি আব্বুর কষ্টে গড়া রোজগার কত কষ্টে হাতে আসা টাকার ঘ্রাণ শুকতে, হাত পাতলেই যখন গাঁদাগাঁদা টাকা আব্বু বের করে দিয়েছে নিঃসংকোচে আর আমি রোজকার ধুলোটে বাতাসে সেগুলো রোজ উড়িয়ে দিয়েছি কখনো ভাবুক টাইপের চিন্তা তাতে ছাঁপ ফেলেনি..কেননা রোজই তো একটা সাদা স্বপ্নের জন্ম দিই যে স্বপ্নে একদিন আব্বু আম্মুর সবকষ্ট মুছে যাবে :)

আম্মু যখন বলে কিরে এত টাকা তো তোর আব্বুর কাছ থেকে রোজ নিস আমাদের বয়স হলে তখন দেখবি তো? এভাবে গাঁদাগাঁদা টাকা আমাদের হাতে দিবি তো নাকি বুড়ো বুড়ি বলে তাড়িয়ে দিবি? এইরকম কঠিন প্রশ্নের জবাবের উত্তরটা মনের কল্পনাতে রোজ চাপা রাখি সুখের একটা স্বপ্ন বাবা মা কে নিয়ে দেখার জন্য, যেটা চোখ মুছে দাঁড়িয় আকাশ ছোঁয়ার মত নয়, সেটা কল্পনাতে রোজই জমা হচ্ছে থাকে থাকে সাজানো নতুন নতুন ইচ্ছে স্বপ্ন ^_^

ফ্লিমের মত আমার স্বপ্নগুলো বাড়ন্ত নয় যেটা কয়েক মিনিটে বদলে দেবে সাধারণ এই আমাকে, আমার ছোট্ট স্বপ্নগুলো তুলার মত আকাশে উড়ে যেতে চায় রাতের নীরবতায় অলস মস্তিকটাকে ভাবুক করে তোলে রোজ, প্রতিটা দিনের আলো চোখ ছুঁয়ে যেতেই ভাবি পারবো তো বাবা মা কে এক টুকরো সুখ এনে দিতে যেটার জন্য তারা এই অকর্মা পোলাটাকে একটু একটু করে বড় করছে :/ এই স্বপ্ন জন্ম দেওয়া কথাগুলো দিন শেষে রোজই অসমাপ্ত হয়ে পরে থাকে -_-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.