![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে বলে... আগের লাভ গুরু নাকি লুইচ্চা ছিল... তাই তাকে রেডিও আমার ৮৮.৪ থেকে বের করে দেয়া হয়েছে......... আমার ত মনে হয় এখানে কোন সূক্ষ্ম ষড়যন্ত্র হয়েছিলো তার প্রতি...... কেননা তিনি তার পারসোনালিটি দিয়ে এমন এক পর্যায়ে চলে যাচ্ছিলেন যা অনেকের কাছেই তিনি ঈর্ষার পাত্র হয়ে দাঁড়ান...... স্যাবলামি মার্কা কথা বার্তা (Sunday Night) আর প্রতিদিন রাত বারোটার পরে কারা ফোনে মেয়েদের সাথে অন এয়ারে লুইচ্চামি করে তা...... আমরা অন এয়ারেই শুনে থাকি। এখন কথা শচিন টেনডুলকার কিনবা ওয়াসিম আকরাম... তারা যদি পারসোনাল লাইফে লুইচ্চামি করে তাহলে কি আমরা তাদের খেলা দেখা ছেড়ে দিব...... অত দূর যাই না হালের রিয়াল মাদ্রিদের রোনালদো তো দুনিয়ার লুইচ্চা......... দুনিয়াতে তো তার ভক্তের সংখ্যা তো কম না... বরঞ্চ অনেক বেশি। আগের কথায় ফিরে আসি...... আমাদের পুরাতন লাভ গুরু...... অতিথির কথা আগে মনোযোগ দিয়ে পুরাটা শুনত...... বলা শেষ হলে তার যা বলা দরকার তাই বলতেন, কেউ যদি মিথ্যা কথা বলত... সে ধরা পড়তো... এবং যুক্তি সহকারে বুজিয়ে দিতো... তুমি এটা মিথ্যা বলস...... তার কণ্ঠস্বর ছিল খুবেই চমৎকার......কেউ অন্যায় কথা বললে......বুজিয়ে দিতো.........এটা বলা তোমার উচিত হইনি......সবাই যা বলতে পারত না... তিনি তাই বলতে পারতেন... কারো কথার মাঝে পণ্ডিতি ফলাতেন না... প্যা...পু...জাতিও বিরক্তিকর শব্দ করতেন না... ঘটনা শুনবার সময় কোন কৃষ্ণ বাঁশি বাজাত না এবং কথার মাঝে বলতেন না একটা গান শুনে আসি......এই টাইপের কোন ফালতু কথা বলতেন না...... তার সমস্যা সমাধানে তিনি যা বলতেন তা আমার কাছে খুবেই গ্রহনযোগ্য মনে হত.....পরিশেষে তিনি ছিলেন একজন পরিপূর্ণ লাভ গুরু...... বর্তমানের মত লাভ গরু না......... ও আর একটা কথা বর্তমান লাভ গরু যে কিনা একটা পাদও মারলে তার ছবি ফেচবুকে দিয়ে দেন...... আর আগের লাভ গুরু... যে কিনা নিজেই বলেছিলেন ফেচবুক, টুইটার, ইয়াহু মেসেঞ্জার কোন কিছুতেই তার অ্যাকাউন্ট নাই।
২| ১০ ই জুলাই, ২০১২ রাত ১:০৩
নাঈম আহমেদ বলেছেন: আগে শুন্তাম।।এই হালারপুত আশার পর থেকে বাদ দিসি
৩| ১০ ই জুলাই, ২০১২ রাত ১:১৫
কাব্য পিপাসু বলেছেন: ager love guru k amra khub missed kori
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:১০
রাহুল বিশ্বাস বলেছেন: a sob sononar tym koi...................