নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

ক্ষুব্ধতা ; জ্ঞানীর সংজ্ঞাটাই আজ বিমলিন, আমারতো মনে হয় এরা কেবলই নির্বোধ

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

যারা নাকি বলে , মসজিদের আযান , মাহফিলের এন্তেজাম শব্দ দূষন ; তবে ধরে নেব এদের অন্তরে জাহান্নামের আগুন এই দুনিয়াতেই দাউ দাউ করে জ্বলছে । এদেরকে হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আমার নেই , তবে ঘৃনা করার সামর্থ আল্লাহ আমার মত গোনাহগারকে ঠিকই দিয়েছেন। তাই হৃদয়ের অন্তঃস্থল থেকে এদের ঘৃণা করি।
পাশাপাশি এদের জন্য আমি গোনাগার দোয়া করি , হে আল্লাহ ! যদি এদের নসিবে হেদায়াত থাকে তবে হেদায়াত দান করুন ; আর না থাকলে এমন কোনো ভয়াবহ নজির স্থাপন করুন যাতে করে অন্যরাও এধরনের মন্তব্য বা ইসলামের বিরোধিতা করার সাহস না পায়।
নিশ্চই আপনি শান্তির পাশাপাশি উত্তম শাস্তিদাতা।
আল্লাহ পাক আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন – আমিন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

Jahirul Sarker বলেছেন: জ্ঞানীর সংজ্ঞাটাই আজ বিমলিন, আমারতো মনে হয় এরা কেবলই নির্বোধ।
++

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

দ্যা ব্যাকডেটেড বলেছেন: ভুল কিছু বললাম ভাই???????

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: জ্ঞানীর সংজ্ঞাটাই আজ বিমলিন, আমারতো মনে হয় এরা কেবলই নির্বোধ।অত্যন্ত মূল্যবান কথা। পুরোপুরি সহমত।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

দ্যা ব্যাকডেটেড বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

চলেপথিক বলেছেন: আমি যতটুকু জানি আজান যতদুর শোনা যায় ততটুকু দূরত্বের মধ্যে আরেকটি মসজিদ নির্মাণ করার কথা নয় । কিন্তু আমরা অতি আশেকি দেখাতে যেয়ে এই বিষয়টিকে এড়িয়ে যাছি অথচ একসাথে বেশ কয়েকটা আজান শুনে একজন মুসল্লি বিভ্রান্ত হতে পারেন । সে যায়গায় যান্তিক পদ্দতিতে আজান আরও বেশী বিপদজনক । অবশ্য মাইকে আজান দেওয়া নিয়ে ইসলামের আলেম সমাজের মধ্যেও বিভক্তি রয়েছে ।
আর মাহফিলের নামে যা হয় তা কি আপনার এক ধরনের বানিজ্য বলে মনে হয়না ! ইসলামের আধ্যাত্মিক বানী মাঠে ঘাটে গলা ফাটিয়ে মানুষের হৃদয়ে পৌঁছান সম্ভব নয় এর জন্য সেমিনার সিম্পজিয়াম । ইসলাম মানুষকে যন্তনা দেওয়ার অনুমতি দেয় নাই তাই আল-কুরআন বলে দিয়েছে আল্লাহ্‌ সীমালঙ্ঘনকারীকে পচ্ছন্দ করেন না । আপনার সু-বিবেচনা বোধ জাগ্রত হোক , ধন্যবাদ ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

দ্যা ব্যাকডেটেড বলেছেন: ভাই আপনার মন্তব্য পড়ে বুঝতে পারলাম আপনি অত্যাধিক সু-বিবেচনাবোধ জাগ্রত একজন মানুষ, আপনি এতই জাগ্রতবোধ সম্পন্ন প্রাণী যে , আপনাকে জাগানো বোকামী; শুধু এটাই জানতে চাই , কোন সে মুসুল্লি যে অনেক মসজিদ থেকে আযান শুনে বিভ্রান্ত হয়??? হলেও আপনার মতই কেউ হবে হয়তো। আর সীমালংগন এর কথা বলছেন ???????? সেক্ষেত্রে বলবো আপনাদের মত মানুষরাই ভুল-বাল যুক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। রাস্তায় বের হলে গাড়ির বিকট শব্দ, ছাদে ডিজে পার্টি করে বাচ্চাদের পড়াশোনা আর সকলের ঘুম নষ্ট করা শব্দ দূষনের পর্যায়ে পড়েনা, পড়ে কেবল দিনে ৫ বার আর বছরে ২-১ বার (মাহফিল) আল্লাহর দিকে মানুষদের ডাকলে আপনাদের কানের পর্দা ফেটে যায়। শুনেন, যেসব যুক্তি আপনারা দেখান ভাই, পরপারে এইসব যুক্তিতে মুক্তি পাবেন কিনা , একটু ভেবে দেখুন।
আল্লাহ পাক আমাদের সহীহ বুঝ দান করুন - আমিন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: জনাব,চলেপথিক। আমি যতটুকু জানি আজান যতদুর শোনা যায় ততটুকু দূরত্বের মধ্যে আরেকটি মসজিদ নির্মাণ করার কথা নয় ......কোথায় পেলেন এই ফতোয়া?
আচ্ছা ধরুন একটি এলাকায় দুইহাজার নামাজী মানুষ আছে, কিন্তু মসজিদ আছে একটি,যেটির ধারণ ক্ষমতা মাত্র পাঁচশত। তখন আপনি কি করবেন? আযান শুনাযায় বলে তার আশেপাশে আরেকটি মসজিদ নির্মাণ করা যাবেনা। আর বাকিরা কি করবে?

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

দ্যা ব্যাকডেটেড বলেছেন: জ্ঞানীর সংজ্ঞাটাই আজ বিমলিন; কাকে কি বলছেন???? এরা বুঝেও বোঝেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.