নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোট্টার মা, খোট্টি!

দ্যা গার্ল ইন ব্লু গ্লাসেস

আমি কাঠখোট্টা অসামাজিক একটা মানুষ। কথা বলার মতো বিরক্তিকর কাজ দ্বিতীয়টা নেই, তাই লেখালেখি বেছে নিয়েছি। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে।

দ্যা গার্ল ইন ব্লু গ্লাসেস › বিস্তারিত পোস্টঃ

যা চেয়েছি আমি তা পাইনা (রম্য গল্প)

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

তাঁর নামের পাশের ছোট্ট সবুজ বাতিটা জ্বলছে। ভালো লাগার একটা শিরশিরে অনুভূতি হতে লাগল হঠাৎ। ডানহাতটার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। খুব ইচ্ছে করছে তাঁকে তিনটা শব্দ লিখতে। স্রেফ তিনটা শব্দ...

যদিও ওই তিনটা শব্দ পড়বার পর তাঁর ভিরমি খাবার উপক্রম হতে পারে। চেনা নেই জানা নেই, কে না কে হুট করে ওরকম তিনটা শব্দ মেসেজে পাঠালে যে কারোরই হার্ট এটাক হবার কথা।

তাঁর নামের উপর ক্লিক করতেই প্রোফাইলটা ওপেন হলো। স্ক্রিনজুড়ে ভেসে উঠল সে।
প্রোফাইল পিকচারে বিকেলের নরম রোদে বারান্দার ইজি চেয়ারে চুপ করে বসে আছে, এরকম একটা ছবি। মুখটা দেখে যেন মনে হচ্ছে যেন কোনো গভীর সমস্যা সমাধানে মগ্ন। সবসময় ওরকম গম্ভীর থাকে, একটুখানি হাসলে কি এমন ক্ষতি হয়? অবশ্য ওরকম গম্ভীর থাকলেও তাঁকে কম সুদর্শন দেখায়না।
কভার ফটোতে কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে তাঁর একটা গ্রুপ ছবি। রিলাক্সড লাগছে তাঁকে এখানে। লাল টুকটুকে ঠোঁট। ছেলেদের বুঝি ওরকম লাল টুকুটুকে ঠোঁট হয়? আর তাঁর সেই বিখ্যাত গোঁফটার কথা নাই বললাম। সৌম্যশান্ত গোলগাল মুখটার মধ্যে কি যে একটা মায়া!

চ্যাটবক্সটা ওপেন করে বসে আছি, কি বলব ঠিক বুঝে উঠতে পারছিনা।
প্রথমে লিখলাম,
- You're so cute!

পরক্ষণেই সেটা ডিলিট করে দিলাম। ধুর! আমি কি ১৩ বছরের কিশোরী নাকি? "You're so cute!" সিরিয়াসলি? -_-
কিবোর্ডের উপর আঙ্গুলগুলো আবারো নেচে বেড়াল।
- I've never seen someone as handsome as you...

ধুর! কি শুরু করলাম আমি? এইভাবে গায়ে পড়ে কমপ্লিমেন্ট করলে কি না কি ভাববে!
এরপরের দশ মিনিট নিম্নোক্ত মেসেজগুলো লেখা এবং ধারাবাহিকভাবে মুছে ফেলা হলো সেন্ড করবার আগেইঃ

- আমি আপনার প্রতিটি পোস্ট ফলো করি, "See First" নোটিফিকেশন ও দিয়ে রাখসি!
- আপনার ছবিগুলো amazing!
- আপনার ওয়ালে দারুণ দারুণ সব ছবি, দেখে মন ভরেনা!
- আপনার পোস্টগুলো খুব মজার হয়!
- আচ্ছা, আপনি সবসময় ওরকম গোমরা মুখ করে থাকেন কেন? একটু হাসলে কি হয়?
- আপনার কি গার্লফ্রেন্ড আছে?
- আপনার একটা বোন আছে, তাইনা? উনার ছবিও দেখেছি, কি সুন্দর! তবে আপনার মতো না ;)
- আপনার মুখটা এত্ত গোলগাল, ইচ্ছে করে গালটা টিপে দেই!
- *অনেকগুলো ভালবাসার বহিঃপ্রকাশ ইমোটিকন*

- আপনার পোস্ট দেখলাম, হংকং যাচ্ছেন নাকি সামনের সপ্তাহে? Have a safe journey!
এটাও ডিলিট করে দেবার আগেই এন্টার চেপে দিলাম। আঃ!
যাক। প্রথম মেসেজ হিসেবে ভালোই করেছি। হুহ। এবার অপেক্ষা শুধু রিপ্লাইয়ের।
রিপ্লাই এলো তিনদিন পরে। ছোট্ট একটা ভালোবাসার ইমোটিকন, "Thank You!" আর সঙ্গে তাঁর একটা ছবিও। ছবিতে দেখা গেল পরনে তাঁর স্বভাবতই কিছু নেই, পায়ে শুধু দুজোড়া নীল কাপড়ের জুতো আর গলায় দারুণ একটা ওশেন ব্লু কলার, কলারের সাথে একটা বড় গোল লকেট ঝুলছে। লকেটের উপর বাকা হরফে খোদাই করে লেখাঃ
"Hosico The Cat"

একটা দীর্ঘশ্বাস ফেলি। বিড়াল পোষবার অনেক শখ ছিল। সম্ভব হয়নি পরিবারের তীব্র অমতের কারণে। তাই আক্ষেপ জ্বালা মিটাই ফেসবুকে প্রায় শ' খানেক বিড়াল সেলিব্রেটিদের ফলো করে!
যা পেয়েছি আমি তা চাইনা, যা চেয়েছি আমি তা পাইনা :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

মলাসইলমুইনা বলেছেন: মনে হচ্ছে কোথায় ঠিক কি যেনধরতে পারিনি আপনার লেখাটার কিন্তু তবুও ভালো লাগলো |এটা বলাটাও বোকা বোকা হয়ে গেলো কিনা (আপনার গল্পের মেসেজগুলর মতই )সেটাও ঠিক ক্লিয়ার হচ্ছে না | তাই টিপেই দিলাম বাটনটা ! আমার সুবিধাটা হলো মন্তব্য হিসেবে খারাপ হলো কি না তা বলবার ব্যাপার আপনার, আমার না ? ভালো থাকুন |

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

দ্যা গার্ল ইন ব্লু গ্লাসেস বলেছেন: কিছু মনে করবেন না, গল্পটা আসলেই বিদঘুটে হয়েছে! :p পাঠককে বোকা বানাবার উদ্দেশ্য ছিলনা, স্রেফ একটা ফান করবার উদ্দেশ্যে লেখা। তবুও এরকম একটা অর্থহীন গল্প সময় করে পড়বার জন্য অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.