![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অশান্ত আর অস্থির অহর্নিশ ।
আমি চাষা ,
বর্বর জাতি এক বঞ্চিত জগতের ।
চালাই লাঙ্গল অহর্নিশ তোমার ঐ উর্বর ভূখণ্ডে,
সকাল দুপুর রাত , পাড়িত সারাটাক্ষণ ।
সুদৃশ্য ঝর্ণা, উত্তপ্ত জলরাশি, ধূসর প্রান্তর, কালকাশবন
সবই দিয়েছেন বিধাতা তোমাকে ।
তবুও অক্ষম তুমি হে নারী ।
কারণ কর্ষণের ক্ষমতা তোমাকে দেয়া হয়নি
আর দেয়া হয়নি আবাদের অনুমতি ।
তোমার স্রোতস্বিনী পদ্মায়
আমই একমাত্র কারণ – জোয়ার অথবা ভাটার,
উষ্ণ জলের সিঞ্চনে বীজের অঙ্কুরোদগমটাও
তাই আমাকেই করতে হয় অনবরত ।
যেমন করে গেছেন আমার বাবা
তাঁর বাবা
তাঁর বাবা
তাঁর বাবা
তাঁর বাবা
ইতিপূর্বে আদমও ।
©somewhere in net ltd.