![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাএি যখন গভীর হলো তখন ঠক ঠক শব্দে তার ঘুম ভেংগে গেলো। দেখলেন এক সৌম, দর্শন বৃদ্ধ লাঠি ভর করে তার ঘরের মেঝেতে হাঠছেন। তিনি জিজ্ঞাসা করলেন কে আপনি??
জবাবে বৃদ্ধ বললেন আমি এক বৃদ্ধ মুসাফির।
বাদশাহ: এখানে কী চান???
বৃদ্ধ:আমি এ মুসাফির খানায় রাএ কাটাবো।
বাদশাহ: আপনি ভুল করছেন এটা মুসাফির খানা নয়।
বৃদ্ধ: আমি ভুল করিনি,, এটাই মুসাফির খানা আমার কাছে প্রমান আছে।
বাদশাহ: কি তার প্রমান????
বৃদ্ধ:এখানে এখন কে থাকে??
বাদশাহ: আমি থাকি।
বৃদ্ধ: তার পূর্বে কে থাকতো???
বাদশাহ: আমার পিতা।
বৃদ্ধ: তার পূর্বে কে থাকতো??
বাদশাহ: আমার দাদা।
বৃদ্ধ: আপনার দাদার পূর্বে এই মহলে কে থাকতো??
বাদশাহ:আমার প্রপিতামহ।
বৃদ্ধ: আপনার পরে কে থাকবে???
বাদশাহ: আমার সন্তান।
বৃদ্ধ: আপনার সন্তানের পরে কে থাকবে???
বাদশাহ: আমার নাতি।
বৃদ্ধ: তাহলে দেখা যাচ্ছে এ বাড়িতে কেহই স্হায়ীভাবে থাকছেনা, একজন চলে যাচ্ছে অন্য জন আসছে। কাজরই এটা মুসাফির খানা, একথা প্রমান করে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলো।
গল্পটি লেখার পেছনের কারনটি হলো,,, বাদশাহর মহলটি যেমন মুসাফির খানা তেমনি এই দুনিয়াও একটি মুসাফির খানা। এখান থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিতে হবে। যদি চলেই যেতে হয় তবে যার কাছে যেতে হবে তাকে সন্তুষ্ট করি। যেখানে যেতে হবে সেখানে কিভাবে থাকবে তার প্রস্তুতি নেই।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮
ছদ্দবেশি লৌকিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
রশু খাঁ রাশেদ বলেছেন: এ এক অন্যরকম উপলব্ধি। আমরা সবাই মুসাফির যা সবসময়ই আমরা ভুলে যাই। ধন্যবাদ আপনাকে আবার মনে করিয়ে দেয়ার জন্য।