নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুদের নিয়ে নতুন বাসায় শিফট হলাম। বিস্তারিত তে যাওয়ার আগে বাসার একটা ছোট্ট বর্ণনা দেওয়া বাঞ্চণীয়। সদর দরজা দিয়ে ঢুকতেই ডাইনিং, একটু এগিয়ে হাতের বাম পাশে ড্রয়িং (সাথে দরজা নেই, বারান্দা আছে একটা, বারান্দা আর রুমের মাঝে সিলিং টু মেঝে পর্যন্ত কাঁচের জানালা), হাতের ডানে ছোট্ট করিডরের প্রথমে রান্নাঘর, শেষ মাথায় ছোট্ট টয়লেট। রান্নাঘরের দরজার ঠিক উল্টো দিকে একটা রুম (দুটো জানালা, সাথে বারান্দা, প্রচুর বাতাস, রাতে প্রগতী সরণী হয়ে হাতিরঝিল টু বনশ্রীর একটা পেনারোমা ভিউ পাওয়া যায়), রুমের দরজার সাথে আরেকটি বাথরুম। আরেকটু সামনে এগুলে আরেকটা ছোট্ট করিডোর, যার দুই মাথায় দুটি রুম, প্রথমটি সিঙ্গেল (বারান্দা-টারান্দা নাই,একটা জানালা), পরেরটি মাস্টার বেড(দুটা জানালা, বারান্দা, আরেকটা বেডের সাইজের বাথরুম)।
আমি যেহেতু বাসাটা প্রথম দিকে দেখতে আসি নি, তাই সিঙ্গেল রুম আর মাস্টার বেডের জন্য আবেদনের যোগ্যতা ছিলো না। দরজা নেই দেখে ড্রইং রুমের দিকে কারও নজর ছিলোনা। পুব দিকের এই রুমটাই আমাকে টানলো বেশী। সকালে সূর্যের প্রথম আলো আমার জন্য বরাদ্দ, আবার পুরো পূর্ণীমা’ও আমার দখলে। সব হিসেব করে এই রুমটাই বেছে নিলাম। আরেকটা ব্যাপার হলো, কোনো রুমমেট থাকবেনা। নিজের মতন করে থাকা যাবে! আর সবাই মিলে সিদ্ধান্ত হলো, একটা দরজা লাগিয়ে নেওয়া হবে।
সমস্যাটা হলো, পূব দিক থেকে কোনো বাতাস আসেনা। যেইটুকু চারদিক হতে আসে তা বারান্দার বিশাল জানালা ভেদ করেও ঘরে ঢুকেনা। যাই হোক, এই রুমেই উঠলাম এবং প্রায় চার মাস পেরিয়ে গেলো এখনো দরজা লাগানো হলোনা। প্রাইভেসি বিহীন জীবন যাপনের দুঃখ বর্ণনা করে আবেগ ডেকে আনতে চাইনা।
ঢাকা শহরের অন্য জায়গার মতো এই বাড়ির দেয়াল ঘেষে বিল্ডিং উঠেনি। বলতে হয় আমার বাসার ভাগ্য ভালো। এর আগের ফ্ল্যাটের আসপাশেও কোনো বাড়ি ছিলোনা। তবে তারপরেও স্বাধীন ভাবে বারান্দায় দাড়ানোর উপায় নেই। এক প্লট দূরে যে বাড়ী আছে তার সকল ভিউ যেহেতু আমি পাই, আমার বারান্দায় দাঁড়িয়ে থাকাও অন্যদের চোখে পরা খুবই স্বাভাবিক। তার উপর, এখন পর্যন্ত এমতভাবে অন্য কোনো বাড়ির বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। সহজ কথায়, আমার মতো বারান্দা প্রেমি হয়তো আর কেউ নেই। এবং এই জন্যই বারান্দায় যাওয়াটা আমার জন্য আস্বস্তিকর হয়ে পড়েছে। খুবই স্বাভাবিক ভাবে তারা মনে করে নেবে আমি তাদের ঘরের দিকে চেয়ে আছি। না, ব্যাপারটা চোরের মন পুলিশ পুলিশ করার মত নয়। যা ভাবা স্বাভাবিক তাই ধরে নিচ্ছি। তার উপর ঘরের দক্ষিণ কোনের বাড়ির বেডরুম গুলো কেমন যেন ফ্যালফ্যাল করে চেয়ে থাকে।
তবে জানালার সাইজ বড় হওয়ায় বিছানায় হেলান দিয়েই সূর্যদয় দেখতে পাই। সমস্যা তখনই হয় যখন চাঁদ দেখার জন্য একটু সামনে আগাতে হয়। তখন আবার সেই দক্ষিণের বাড়ির সাত তলা থেকে আমার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা দেখা যায়। এখন, তারা নিশ্চই ধরে নেবে না যে আমি চাঁদ দেখছি। ‘চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা’ হয়ে যাচ্ছি নিজের অজান্তেই। কিন্তু এক্ষেত্রে আমার দরকার চাঁদ দেখে থুরথুরে সাত বুড়ো হওয়া, কারণ চাঁদ ছাড়া অন্য কিছুর প্রতি আমার আকর্ষণ আপাতত নেই। সেইদিন চাঁদ দেখার সময় সেই সাত তলার বেডরুমে নড়াচড়া দেখে চোখ গেলো, আর সেই বাসার বাসিন্দা পর্দা নামিয়ে দিলো। ইচ্ছে হচ্ছিলো দৌড়ে ওই বাসায় গিয়ে বলি, ‘দেখুন আপনারা যা ভাবছেন আমি তেমনটা নই। আমি শুধুই চাঁদ দেখার জন্য ওভাবে জানালায় বসি। প্লীজ ভুল বুঝবেননা’।
আশপাশের যারা আমাকে সন্দেহ করছে তারা যদি একটু ভালোভাবে লক্ষ করে তবে দেখবে, আমি পনেরদিন পরপর এভাবে একটানা এভাবে জানালায় বসি। কারণ পনেরদিন পরপর পূর্নিমা আসে। কিন্তু খুব সম্ভবত আমাকে ভালো চোখে দেখার জন্য কেউ এই অংক কষতে যাবেনা।
সেইদিন সকালে বারান্দায় গেলাম ভেজা কাপড় শুকোতে দিতে। সেই বাড়ির চতুর্থ তলার বারান্দায় এক তরুণী আসলো একই কাজে, কিছুটা হালকা বসনে। কি করে যেন চোখাচোখি হয়ে গেলো। সব শেষ!! এইবার নিশ্চিত ভাবেই কিউ আমাকে ভুল বুঝলো। খুব ইচ্ছে হচ্ছিলো চিৎকার দিয়ে বলি, ‘আপু বিশ্বাস করেন, স্বল্প বসনে আপনাকে দেখার জন্য আমি বারান্দায় আসিনি’। ইচ্ছে হচ্ছিলো আরো বলি, ‘আপু, আমি গে। আপনাকে এভাবে দেখলে কিচ্ছু হবেনা’। এতে হয়তোবা কাজ হতো! কিন্তু এতে আবার অন্যরা ভুল বুঝতে পারে। তাই খারাপ হয়েই থাকার সিদ্ধান্ত নিলাম।
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯
শূন্য সময় বলেছেন: আপুর কাছে ভালো সাজতে হবেতো
২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০২
কেএসরথি বলেছেন: যখন বারান্দায় যাবেন, সাথে একটা সাইনবোর্ড নিয়ে যেতে পারেন "আমি বারান্দায় আছি"। এতে কেউ আর বলতে পারবেনা যে আপনি চুপিচুপি কারো উপর নজর রাখছে। এতে দুটো সুবিধা হবে:
১) আপনার নিজের মান বাচলো - কেউ আপনাকে peeping tom মনে করবে না।
২) এলাকায় আপনার জনপ্রিয়তা বাড়বে। সবাই আপনাকে দেখে বলবে, ঐ যে সেই ছেলে, বারান্দায় সাইনবোর্ড নিয়ে বসে। কিছুদিন পরই আপনার প্রতিবেশী রমনীরা আপনার সাইনবোর্ড দেখার জন্য আকূল হয়ে থাকবেন।
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
শূন্য সময় বলেছেন: 'আমি বারান্দায় আছি' সতর্কবার্তার মতো শোনায়
৩| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯
পথহারা সৈকত বলেছেন: আমি গে !! :-& :-&
আসতাগফিরুল্লাহ !!
৪| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫
অর্বাচীন পথিক বলেছেন: আপনার লেখা টা পড়ে আমার অভিঙ্গতার কথা বলতে ইচ্ছে করছে। শুধু ছেলেরা না মেয়ে রা ও এই রকম বিপদে পড়ে থাকে। আমার বর্তমান বাসার আমার প্রিয় রুম টা দক্ষিণে কিন্তু সমস্যা অন্য স্থানে। আমার বাসার ঠিক সামনের বাড়িটা জুড়ে থাকে ব্যাচেলর। আমি ঘুরে-ফিরে শুধু দক্ষিণে ঘরে আসি আর আমার প্রতিবেশিরা ভাবে আমি তাদের কে দেখতে আসি। আপনার মত আমার ও আর বলা হয়ে ওঠে না যে আমি কি কারনে বার বার দক্ষিণে ঘরে আসি ।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
শূন্য সময় বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২
হেডস্যার বলেছেন:
আমি গে !! :-& :-&
আসতাগফিরুল্লাহ !!