নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার জেঁকে রাত নামলো বংগে। বাসিন্দারা সব দরজায় কাঁঠ দিয়েছে। বাচ্চা-ছাওয়ালেরা ঘুমিয়ে পড়েছে ভয়ে। 'সূর্য উঠলেই চলে যাবে' বলে সান্তনায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মায়েরা।
ওলাবিবির পর এবার এসেছে বঙ্গে করোনাভাই। সূর্য নামতেই নাকি বুড়িগঙ্গার পাড় থেকে উঠে আসে বিশালদেশি করোনাভাই। 'ভাই' বলা হয় লিঙ্গসমতা আনতে, আগের মহামারিকে 'বিবি' ডাকার পর এটাই ফেয়ার মনে হয়েছে সমাজের কাছে।
ভাইকে সরাসই চক্ষে দেখেনাই কেউ এতোদিন। ওর অমুক দেখেছে, তার তমুক দেখেছে করতে করতে এখন বাপ দেখেছে, মা দেখেছে, বউ দেখেছে, জামাই দেখেছে। কুতসিত দেখতে, গা জূরে লিকলিকে বিচি লম্বা হয়ে আছে। টুটি চেপে ধরে। একবার চেপে ধরলে আর রক্ষে নেই।
কিন্তু সূর্যের আলো সহ্য হয়না করোনাভাই এর, তার জন্যই উঠে আসে ঠিক রাত আট-টার পর।
প্রেক্ষাপট
১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩১
শূন্য সময় বলেছেন: সাবধান থাকা ছাড়া কিছু করার নেই এখন আর
২| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।
৩| ১৭ ই জুন, ২০২০ রাত ১২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এর পর ডালপালা মেলতে শুরু করবে করোনা ভাই
করোনর ভয় দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়াবেন বাচ্চাদের মা।
১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩১
শূন্য সময় বলেছেন: যদি মা-রা বেঁচে থাকে আর কি
৪| ১৭ ই জুন, ২০২০ রাত ১২:৪৫
নেওয়াজ আলি বলেছেন: এলাকায় এবং ঘরে সবখানে এখন
৫| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫৪
বিজন রয় বলেছেন: কারোনা নিয়ে মজা করলেন!!
সাবধানে থাকুন।
১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩২
শূন্য সময় বলেছেন: করোনা না। করোনা ঠেকানোর পলিসি নিয়ে মজা করলাম।
৬| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এমন কোনো লেখা লিখুন- যেটা পড়লে করোনা ভয় সম্পর্ন দূর হয়ে যাবে।
১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩২
শূন্য সময় বলেছেন: ভয় তো এখনই নেই কারো মধ্যে। আসবেও না।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন, এতদিন শুনে এসেছি, অমুকের হয়েছে, তমুকের হয়েছে। এখন পরিবারে ঢুকে পড়েছে। এর থেক সহজে কেউ বাঁচতে পারবেনা বলে মনে হয়। আজ হোক আর কাল হোক, সে একবার ঢুঁ মারবেই!