![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ঘুম থেকে উঠে ফেসবুকের এক স্ক্রলে কতো কি হয়ে যায়!
কারো কেউ মারা গেছে, কারো বিয়ে হলো, কারো এনিভার্সারি, কোথাকার কোন চরে হাতাহাতি হয়েছে দুই গ্রামবাসীর, কেউ বিষন্নতা নিয়ে গভীর কিছু লিখেছে তো তার নিচেই কারো অসাধারণ ভালো সময় কাটানোর ছবি, অথবা দুই মেরুর দুই রাজনীতির আলাপচারিতা।
মস্তিস্ক কি এতো ভিন্ন ভিন্ন অনুভূতি নিতে সক্ষম? সেকেন্ডের মধ্যে মন খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, নস্টালজিক হচ্ছে, খেলখেল করে হাসছে।
সময় পদার্থবিদ্যার সূত্র প্রত্যাখ্যান করছে, স্বপ্ন দেখার সময় কই?
২| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ফেসবুকে সময় কম দেবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০
শূন্য সময় বলেছেন: চেষ্টা করি, কিন্তু প্রফেশনের খাতিরে থাকা লাগে
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২৬
মোগল সম্রাট বলেছেন:
জীবনের সব সমীকরণ ওলট-পালট হয়ে গেছে আমাদের। এখন শুধুই আনুষ্ঠানিক অস্থিরতা লুকিয়ে রাখতে হয় বুক পকেটে।