নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর প্রমান হয়েছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের মত বাঁচিয়ে রাখার জন্য লীগ বট ব্যবহার করে। খুবই ভালো স্ট্রেটেজি। দেশকে ডিজিটাল করে দেওয়া দলের স্ট্রেটেজি এমনই হওয়া স্বাভাবিক। এই রকম স্ট্রেটেজি জায়োনিস্টরাও ফলো করে।
কিন্তু বটের বাহিরেও একটা শ্রেণী এখনো হাসিনাকে ফেইরী গডমাদার ভাবে। টাকা পাচার, প্রকাশ্যে খুন, সব কিছুর অকাট্য প্রমান থাকার পরেও তারা মুখ ফেরাতে পারে না। এদের একটা গ্রূপ এই দলটাকে ধর্মের মতন মানে, এবং মুজিব, হাসিনা, শেখ পরিবার তাদের কাছে অবতার। এযদি দেখা যায় তাদের এতদিনের বিশ্বাস, সত্তা যার উপর ভিক্তি করে গড়ে উঠা, সেটি আসলে মিথ্যা, তখন তাদের স্বীয় অস্তিত্ব মিথ্যা হয়ে যায়। তাই তারা চোখের সামনে থাকা মিথ্যাকেও সত্য বানিয়ে যাবে যতদিন বাঁচে।
কিন্তু আমি জেন্যুনলি জানতে চাই, একটা মানুষ চোখের সামনে সব কিছু দেখার পরেও, এখনো কিভাবে মনে করতে পারে হাসিনা যা করেছে ভালো করেছে? চোখের সামনে এতগুলো খুনের পরেও আপনাদের কেন মনে হয় হাসিনা ছাড়া উপায় নাই?
সবকিছু আমেরিকার ষড়যন্ত্র হলে কেন জয় সেই আমেরিকা থেকেই দোল চালাইতে চায়?
যদি আপনি তাদের একজন হয়ে থাকেন, তাহলে প্লিজ একটু জানিয়ে জান 'কেন'? একটা হেলদি ডিসকাশন এক্সপেক্ট করছি।
২| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২৮
খাঁজা বাবা বলেছেন: এখনো মানুষ ঘাটির বানোয়াট কথা বিশ্বাস কেমনে করে? বুদ্ধি নাই? ঘিলু কাজে লাগান।
৩| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একই কথা যদি জামায়াত বা বিএনপি সম্পর্কে বলা হয়? তখন তো আবার খিস্তি ছাড়বেন?
৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
শূন্য সময় বলেছেন: এবসোলুটলি নট। একটার ইস্যু আসলে আরেকটার প্রসঙ্গ টেনে ব্যালেন্স করা আর ভাল্লাগেনা।
৪| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অতীতের ১৫/১৬ বছরের জুলুম, নির্যাতন, হত্যা, গুম, দুর্নীতি যদি বাদও দেই শুধু এইবারের আন্দোলনের ১ মাসে শেখ হাসিনা আর তার দল যা করেছে আওয়ামী লীগের পতনের জন্য সেটাই যথেষ্ট ছিল। পৃথিবীর আর কোথায় যুদ্ধ ছাড়া ২০ দিনের মধ্যে ১ হাজারের অধিক হত্যা, ১০ হাজারের অধিক অন্ধ, আহত বা পঙ্গু হয়েছে রাস্তার আন্দোলনে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১০/১২ জন হয়তো মারা গিয়েছিলেন। ৬৯ এর গণ অভ্যুত্থান সর্বোচ্চ ২০ জন মারা গিয়েছিলেন। এরশাদ হটানোর আন্দোলনে ৩০/৪০ জন।
৫| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৬
ধুলো মেঘ বলেছেন: হাসিনা দেশের অর্থনীতির পেছনটা ভালো করে মেরে দিয়ে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, বিআরটি আর থার্ড টার্মিনাল বানিয়েছে। কুইক রেন্টালের মাধ্যমে দলীয় একনিষ্ঠ কর্মীদের খাওয়া পড়ার ব্যবস্থা করেছে। কিন্তু এগুলোর ফলে উপকার তো আমাদেরই হয়েছে, নাকি! আমরা আধ ঘন্টায় উত্তরা থেকে মতিঝিল যেতে পারছি তো কেবল হাসিনার কল্যাণেই। তাহলে তাকে আমরা চাইবোনা কেন?
৬| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
শূন্য সময় বলেছেন: মনে হয় রাইট অডিয়েন্সের কাছে পৌছাইতে পারি নাই
৭| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
গোবিন্দলগোবেচারা বলেছেন: আমাদের এক শিক্ষক মৌলবাদের সংজ্ঞা পড়াতে গিয়ে বলেছিলেন- গোটা দুনিয়া যেদিকে যায় যাক, যা বলে বলুক, আমি যা বলি তাই ঠিক, আমি যা ভাবি তাই ঠিক- মৌলবাদীরা এরকম।
সেই দিক থেকে শেখ হাসিনার বাবা ছিলেন একজন মৌলবাদী , শেখ হাসিনা একজন বড় মৌলবাদী , আমার দেখা প্রায় সকলBAL সমর্থন করা লোক মৌলবাদী।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৪৩
কামাল১৮ বলেছেন: হাসিনাকে সরিয়েছে ভারত।তাই ব্ন্দী করে ভারতে নিয়ে গেছে।ভারতের কথা শুনেনা বলে।সেন্টমার্টিনে ঘাঁটি করতে চায় হাসিনা রাজি না।এবার বুঝুক মজা।