নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Theological students and writers

তোফায়েল ইসলাম

Theological students and writers

তোফায়েল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তারাবি নিয়ে কত মতবাদ।আপনি আমি মানবো কোনটা ?

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭


তারাবীর নামায কি ৮ নাকি ১১ রাকাত, নাকি ২০ রাকাত? তারাবি নিয়ে কত মতবাদ।আপনি আমি মানবো কোনটা?
ইসলামে দলাদলি হারাম। তোমরা ঐ মুশরিকদের অন্তর্ভূক্ত হয়ো না, যারা দ্বীনকে টুকরা টুকরা করে ফেলেছে এবং যারা দলে দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দল তাদের কাছে যা ছিল তাই নিয়েই খুশি। (সূরা রূম, ৩০: ৩১ ও ৩২ আয়াত)।

অর্থাৎ, প্রত্যেক দল ধারণা করে যে, তারাই সত্য পথে প্রতিষ্ঠিত আছে, আর অন্যেরা আছে ভ্রান্ত পথে। আর যে যুক্তি তারা খাড়া করে রেখেছে এবং যাকে তারা প্রমাণ বলে আখ্যায়িত করে, তা নিয়ে তারা হর্ষোৎফুল্ল ও সন্তুষ্ট আছে। দুঃখের বিষয় যে, বর্তমানে মুসলিমদের অবস্থাও অনুরূপ হয়ে পড়েছে। তারাও বিভিন্ন মযহাবে বিভক্ত হয়ে পড়েছে এবং প্রত্যেক মযহাব ঐ বাতিল ধারণা অনুযায়ী নিজেকে হকপন্থী মনে করে খোশ আছে।

তারাবির নামাজ এর ব্যপারে আল্লাহ্‌ র কোন হুকুম বা আদেশ নেয় ।

সুতরাং আমল এর নিয়তে আপনি পরতেও পারেন না ও পরতে পারেন এর জন্য আল্লাহর কাছে কোন যবাব দিহি করতে হবে না । তারাবীহ নামায একটি ঐচ্ছিক নামায। এইটা আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। আমার জানামতে একটি হাদিসও নেই যেখানে রাসুলুল্লাহ (সাঃ) নিজে বলেছেন তারাবীহ ৮ রাকাত বা ২০ রাকাত। কিংবা তারচেয়েও বেশী বা কম পরতে হবে ।

যিনি ১১ রাকাত তারাবী পড়েন তিনি ২০ রাকাত সালাত আদায়কারীকে ভৎর্সনা করেন। আবার যিনি ২০ রাকাত তারাবী পড়েন তিনি ১১ রাকাত সালাত আদায়কারীকে ভৎর্সনা করেন। এটা নিয়ে একটা ফিতনা সৃষ্টি হয়েছে।

আপনি যদি ২০ রাকাত পড়তে চান কোনও সমস্যা নেই। আপনি ১০০ রাকাত পড়লেও কোনও সমস্যা নেই। আমরা ২০ বা ৮ রাকাত নিয়ে যা করি তা কখনও কখনও ফিতনার আকার ধারন করে। এইগুলো সবার আগে পরিহার করতে হবে।

নীচে কিছু লেখা দিলাম।
১. জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি সরল রেখা টানলেন এবং তাঁর ডান দিকে দুটি সরল রেখা টানলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপর তাঁর হাত রেখে বলেনঃ এটা আল্লাহ্‌র রাস্তা। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ)

“এবং এ পথই আমার সরল পথ। অতএব তোমরা এ পথেরই অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, অন্যথায় তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।’’ (সুরাহ আনআম ৬: ১৫৩) [সুনানে ইবনু মাজাহ-হাদিস নং-১১]

২. নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল-উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোন ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত, তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। [সুরা আনআম ৬/১৫৯]

নিজের দল বা মতকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আমরা ইসলামকে খন্ড বিখন্ড করছি কি না আমাদের আরও ভাবতে হবে।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ বলেছেন:
“যিনি ইমাম আবু হানীফা শাফেয়ী ও আহমাদের মাজহাব অনুসারে ২০ রাকাত তারাবী সালাত আদায় করল অথবা ইমাম মালেকের মাজহাব অনুসারে ৩৬ রাকাত তারাবী আদায় করল অথবা ১৩ বা ১১ রাকাত তারাবী আদায় করল প্রত্যেকেই ভাল আমল করল।

এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা না থাকার কারণে ইমাম আহমাদ এ মতই পোষণ করতেন। তাই তেলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করার অনুপাত অনুযায়ী রাকাত সংখ্যা বেশি বা কম হবে।”[আল-ইখতিয়ারাত, পৃষ্ঠা- ৬৪]

তারাবির রাকাত নিয়ে মতভেত বাদ দিন । যারা তারাবির নামাজ পরছে তারা কি কোরআন অনুসরন করছে , নামাজে আল্লাহ্‌ তালা কোরআন পরতে বলেছে কিভাবে আর তারা পড়ছে কিভাবে দেখুন ।

73:2
قُمِ الَّیۡلَ اِلَّا قَلِیۡلًا ۙ
রাতে সালাতে দাঁড়াও
73:4
اَوۡ زِدۡ عَلَیۡہِ وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ
আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর।[ আল-মুযযাম্মিল ]

বাস্তবতা হল ৩০/৪০ মিনিটে ২০ রাকাত তারাবি নামাজ পরে শেষ ।

এভাবে নামাজ পরে কি লাভ ? ।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: যার যত রাকাত পড়তে ইচ্ছা করে পড়ুক। হুদাই ভেজাল করে লাভ কি?

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৩

তোফায়েল ইসলাম বলেছেন: জি মন্তবের জন্য ধন্যবাদ

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১। ৮ রাকাত
২। ৮ রাকাত পড়লে সুন্নাহ পালন হচ্ছে
৩। ২০ রাকাত পড়লে সমস্যা নাই
৪। ৮ রাকাতই পড়তে হবে এমন কোন কথা নাই
৫। ২০ রাকাতই পড়তে হবে এমন কোন কথা নাই
৬। মূল বিষয় হচ্ছে তিলওয়াত করতে হবে ধীরে সুস্থে
৭। খতমের আশায় তাড়াহুড়া করে কুরআনের যে সম্মান, সেটাই খর্ব করা হয়

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৪

তোফায়েল ইসলাম বলেছেন: জি, মন্তবের জন্য ধন্যবাদ

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:২০

হাইজেনবার্গ ০৬ বলেছেন: তারাবির কথা কি কোরআনে উল্লেখ আছে? যদি না থাকে তাহলে এটা নিয়ে এতো তর্ক করার কি দরকার।

* কখন 'য়' আর কখন 'ই' ইউজ করতে হয় তা চেক কইরেন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাসুলুল্লাহ (দঃ) নিজে তারাবির নামায পড়েছেন
এবং সাহাবায়ে কিরামকেও পড়ার জন্য আদেশ
দিয়েছেন। তারাবির নামাযের রাকাতের বিষয়ে
বিভিন্ন সংখ্যা পাওয়া যায়।তবে সর্বাধিক
গ্রহণযোগ্য, সর্বজন সমর্থিত হলো ২০ রাকাত।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

মতবাদ দেয়ার সময় মাথায় কি চিন্তা কাজ করেছে তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

সোবুজ বলেছেন: আমি কোথায় যেন শুনেছিলীম তারাবি ১৬ রাকাত।

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২২

তোফায়েল ইসলাম বলেছেন: সোর্স খুজে পেলে দেওয়ার অনুরধ থাকল ।

৭| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: আমি যদি তারাবী ৪০ বা ৮০ রাকাত পড়ি, তাহলে সমস্যা কি হবে? অথবা উপকার কি হবে?

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৮

তোফায়েল ইসলাম বলেছেন: তারাবী ৪০ বা ৮০ রাকাত কেন আরও কম বেশি পড়তে পাড়েন । কোন সমস্যা নাই

৮| ০৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১৮

জ্যাকেল বলেছেন: তারাবি নিয়ে লোকে চিল্লায় অথচ চিল্লানো উচিত ছিল আল্লাহ কি কি আমাদের করতে তাগিদ দিয়েছেন সেইগুলা জানতে। আল্লাহ কোরআনে তারাবির কথা বলেন নি তবে বারবার নিজের সম্পদ খরচ করে সমাজের অসহায় মানুষদের সাহায্য করতে তাগিদ দিয়েছেন। সততা বজায় রাখতে বলেছেন, হালাল, হারাম চিনে জীবন চালাইতে বলেছেন, এককথায় সৎকর্ম করতে বলেছেন। যারা এইসব ইগনোর করে তারাবি/নফল/সুন্নত নিয়ে চিল্লাইতেছে তাদের উদাহরণ অনেকটা সেই লোকের মত যে আপাদমস্তক জুব্বা পড়েছে শুধু লিংগ দেখা যায় এমন জায়গাটা উপেন।

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০

তোফায়েল ইসলাম বলেছেন: এই সহজ কথা গুলোই কেউ বুজতে চায় না ।

৯| ০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৯

বিটপি বলেছেন: তারাবী না পড়লেই বা সমস্যা কি? তারাবী তো আর ফরজ নয়। আমি যখন ইফতার করে অফিস থেকে বের হই - বাসায় গিয়ে আর তারাবী পড়ার মত এনার্জি থাকেনা। এশা পড়েই খেয়ে দেয়ে দেই ঘুম।

১০| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামে অনেক বিষয়ে একাধিক মত আছে। রসূল (সা) অনেক ক্ষেত্রে একাধিক মতের প্রত্যেকটিকেই সমর্থন করেছেন। ইসলাম প্রশস্ততার ধর্ম। তাই তারাবির সুন্নত নামাজ নিয়ে এত দলাদলি করার কিছু দেখি না।

বেতেরের নামাজ ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত, ৭ রাকাত এমন কি ৯ রাকাত পড়ার কথা বিভিন্ন মতে আছে। সবগুলির পিছনেই যুক্তি আছে। অনেক বিষয়েই মাজহাবগত পার্থক্য আছে। এই পার্থক্য কোন দলাদলি না। এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু দেখি না। আমাদের সহনশীল আচরণের অভ্যাস করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.