নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
বাঁকা ঠোটের হাসি বা কাজল চোখের বান
হাতের বাধন বা মরাল গ্রীবার টান
কোমরের বাক কিংবা চুলের ঘ্রাণ কোনটাই নয়।
সবটুকুই তোর চাই আমার।
তোর পায়ের নূপুর বা কানের ঝুমকা
তোর শাড়ির আঁচল বা কপালের টিপ
রিনিঝিনি কাঁকন বা অনামিকার অঙ্গুরীয় নয়।
কেন্দ্রীয় চরিত্র হব তোর গল্পের।
চোখের জল আর আনন্দের ঢেউ
স্বপ্ন আর বিষাক্ত বাস্তব
প্রাপ্তি আর প্রত্যাশার সারংস নয়
চাই দারি কমা সহ প্রতিটি যতিচিহ্ন।
আদি থেকে অনন্ত বিন্দু থেকে বৃত্ত
আমাতেই তোর অস্তিত্ব।
তোরই জন্যে হব বন্য তোর জন্যে অনন্য
তোরই তরে আমি শাশ্বত।
©somewhere in net ltd.