নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
একবার এক ট্রাক ড্রাইভারের সাথে কথা বলছিলাম। জিজ্ঞেস করলাম এভাবে যে গাড়ী চালান রাস্তার মানুষগুলা মারা যাচ্ছে আপনাদের খারাপ লাগে না। উত্তরে বলল একটা পাঁচ টন ট্রাকের ড্রাইভিং সিটে বসলে রাস্তার মানুষগুলোকে মনে হয় পিপড়া আর ছোট গাড়ীকে খেলনা। তাও তো যতটা সম্ভব বাঁচিয়ে চলারই চেষ্টা করি। কথাটা শুনে নিজের দিকে তাকালাম ভাবছিলাম সত্যিই কি ওদের কাছে আমরা এতটাই নগণ্য!
আজ যখন গুলশান বাসিরা/লন্ডন বাসিরা নির্বিচারে মানুষ হত্যার মহোৎসবে মেতেছে। যখন সমাজের বিবেক(?) বলে দাবীদার মানুষগুলো এই বলে এর বৈধতা দেন যে এটা এর আগেও হয়েছে। অর্থাৎ এটাই স্বাভাবিক। তখন সেই ট্রাক ড্রাইভারের ভাবলেশহীন মুখখানা চোখের সামনে ভেসে উঠে আর অজানা আশঙ্কায় আঁতকে উঠি। জানিনা কখন আমিও সেই দুর্ভাগাদের কাতারে চলে যাব। আমি কিংবা আমার ভাই বা বোন আমরা আমরা তো সবাই এক। ক্ষমতাবানদের কাছে নিতান্তই নগণ্য প্রাণী।
প্রশ্নটা তাই সৃষ্টিকর্তার কাছে, মানুষ করে যখন সৃষ্টিই করলে তখন মানুষের অধীনস্থ কেন করলে না?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কি অদ্ভুত প্রশ্ন আপনার। তাহলে এই পেট্রোল বোমা ছুড়ে অবরোধ হরতাল কে সফল করছে? কারা ধরা পরছে তাদের পরিচয় তো আমরা জানতে পারছি। আপনি কি মনে করেন এর স্বতঃপ্রনোদিত হয়েই মানুষ হত্যায় মেতে উঠেছে?
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
ঢাকাবাসী বলেছেন: ট্রাক ড্রাইভারদের মাথাটা আরো খারাপ করেছে জনৈক মন্ত্রী কাম শ্রমিক নেতা!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শ্রমিক নেতারা ট্রাক ড্রাইভারদের মাথাটা আরো খারাপ করেছে সন্দেহ নেই। সেই সাথে এ ব্যাপারেও সন্দেহ নেই যে এ দেশের রাজনীতিবীদদের মাথাটাও সাধারন মানুষই প্রভু জ্ঞান করে করে নষ্ট করে দিয়েছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫
আহলান বলেছেন: অতীব বাস্তব উদাহরণ ..তবে একটু ভেবে বলুন তো বর্তমানে ৫ টনি ট্রাকে কে বা কারা ড্রাইভার? গুলশান বাসীরা? তাদের ঘর বাড়ি তো বারুর ট্রাক আর ময়লার ট্রাক ড্রাইভাররাই আটকাইয়া রাখিয়াছে ..... ভালো থাকুন ....