নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

রাস্তার অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:২২


ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের ঠিক পেছনেই যাত্রাবাড়ী এবং পাকুরীয়া নামক দুটি ছোট্ট আবাসিক এলাকা রয়েছে। দুই এলাকায় প্রায় লক্ষাধিক লোকের আবাস। এই দুই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তাটি পাকুরিয়া রোড নামে পরিচিত। গত এক যুগেও সেই রাস্তাটির কোন সংস্কার করা হয়নি।

মাত্র এক কিলোমিটারের এই রাস্তাটি এখন এতটাই ব্যাবহার অনুপযোগি হয়ে পরেছে যে কোন রিকশা পর্যন্ত যেতে চায় না। কোন রিকশা যেতে রাজি হলেও পুরো রাস্তাটিতেই তাকে হাতে টেনে নিয়ে যেতে হয়। যা সত্যিই অমানবিক।

এই অবস্থা থেকে মুক্তি পেতে এলাকাবাসী নানা চেষ্টা করেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়। পাঁচ জানুয়ারী নির্বাচনের পূর্বে স্থানীয় সাংসদ সাহারা খাতুনকে এনে রাস্তাটি সংস্কারের আবেদন জানান হয়। তিনি এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহনে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোন কাজ হয় নি।

এখন এলাকাবাসী একমাত্র ভবিতব্যের পানেই তাকিয়ে আছে।
কোনদিন যদি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের মানবিকতার উদয় হয় সেই ভরসাতেই এলাকাবাসি এই অবর্ননীয় কষ্ট ভোগ করে যাচ্ছে। যা করা ছাড়া তাদের আর কোন গতিও নেই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৪

ঢাকাবাসী বলেছেন: এসব রাস্তা বানিয়ে ঘুষ বেশী পাওয়া যায়না, প্রফিট মার্জিন কম তাই বানাইনা! একটা ফ্লাইওভার বানাইলে চৌদ্দ পুরুষ বসে খেতে পারবে। তাই ওদিকটাতেই আগ্রহ বেশী!

২| ২০ শে জুন, ২০১৫ ভোর ৬:১৬

টয়ম্যান বলেছেন: ঢাকাবাসির সাথে সহমত

২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এটাই আমাদের দুর্ভাগ্যের প্রধান কারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.