নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
ছবিঃ প্রথম আলো
সাগর যুদ্ধে বেঁচে দেশে ফেরা, বা ওরা শেষ পর্যন্ত ফিরে এলেন। এমনতর সংবাদ শিরোনামে যে প্রশ্নটার জন্ম দেয় তা হল ওরা কি যুদ্ধ জয়ী সেনা?
একজন বা কিছু মানুষ সাগরে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবেই তাদেরকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে এটাই কাম্য। সেটা কেবল মানবিক দৃষ্টিতেই অন্যায়কে প্রশ্রয় দিতে নয়।
এভাবে বিদেশ যেতে চেষ্টা করে তারা যে অনেক বড় অন্যায় করেছেন সেটা তো তাদেরকে বুঝতে দিন।
তাদেরকে উদ্ধারের পরে শাস্তির আওতায় আনুন। যদি তা না করা হয় তাহলে এই সমস্যার সমাধান কোনদিনই হবে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো যে অন্যায় এটা যে শাস্তিযোগ্য অপরাধ সেটা যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছেন সবার আগে তাদের বোঝানো উচিৎ।
এখন তাদের কাছে যারা এই কাজে সহায়তা করেছেন যারা মিথ্যে প্রলোভনের ফাঁদে ফেলেছেন তারাই শুধুমাত্র অপরাধী! যারা এই অন্যায় পথে পা বাড়িয়েছেন স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিয়েছেন দেশের সম্মানকে ধূলিসাৎ করেছেন তারা শুধু নিজেদের প্রতারিত ভাবছেন দোষী নয়। এটা এই অপরাধটিকেই জিইয়েই রাখবে, কমাবে না।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যারা অবৈধ ভাবে বিদেশ যাবার চেষ্টা করবে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। আশা করি তিনি এই কথাটিকে কথার কথা হিসেবে ফেলে না রেখে বাস্তবেও এ ব্যাপারে উদ্যোগী হবেন।
[email protected]
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: নিশ্চয়ই শতভাগ সহমত পোষন করি @ মাঘের নীল আকাশ
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
মাঘের নীল আকাশ বলেছেন: আপনার সংগে একমত..!
তবে, যারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সাগর পারি দিয়ে শুধুমাত্র বেঁচে থাকার জন্য ভিনদেশে যাচ্ছে, তাদের অন্যায়ের দায়ভার সরকারের উপরও বর্তায়।