নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
সংযুক্ত ছবিটিতে যে ভদ্র মহিলাকে দেখা যাইতেছে তিনি উইনা লিয়া নামের একজন ইন্দোনেশিয়ান বিধবা নারী। তার বিশেষত্ব হইল মাস কয়েক আগে তিনি অনলাইনে একটি বাড়ি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে বলা হয়েছে। চাইলে বাড়ির ক্রেতা তাকে বিয়েও করতে পারবেন। অনেকটা বাড়ি কিনলে বৌ ফ্রি এর মত। কাজেই ভাইরাসটি যে শুধুমাত্র এ দেশেই বর্তমান তা নয়। বিশ্বব্যাপীই এই রোগটি মহামারি আকারে দেখা দিয়েছে। যে রোগে রোগাক্রান্ত ব্যক্তিরা খুব সহজেই একটি অখাদ্যকে সুখাদ্যের দামে কিনে নেন। আবার একটি ব্যবহার অনুপযোগী বস্তুকেও ব্যবহার উপযোগীর দামে কিনে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগেন।
এই “ফাও” খাওয়ার রোগে রোগাক্রান্ত হইয়া আমাদের দেশে উচ্চ শিক্ষিত গৃহিণীকুল অযথাই একের পর এক পণ্য ক্রয় করিয়া থাকেন। ফাও’য়ের কারণে এত কাণ্ডের পরেও নেসলের ম্যাগি নুডুলসে এখনো বাজার সয়লাব। ফাও’য়ের ইশারায় আমাদের অতি হিসেবি গৃহিণীকুল পর্যন্ত ঘরে হরলিক্স থাকতেও নতুন হরলিক্স কিনতে ছুটেন।
এই যখন অবস্থা তখন আপনি নিশ্চিত থাকুন খাদ্য মন্ত্রীর পাঁচ কেজি পচা গমের সাথে যদি একটি প্লাস্টিকের মহামূল্যবান(!) বাটি ফ্রি দেয়া হয় অতি তাড়াতাড়ি তা আমরা সাবাড় করিয়া ফেলিতে সক্ষম হইব যদিও হজম করিতে পারিব কিনা তা স্বাস্থ্য বিশেষজ্ঞরাই ভাল বলিতে পারিবেন।
তার মানে এই নয় যে, ফ্রী দেয়া মানেই পন্যটি মানহীন। কখনো কখনো এটি পণ্যের প্রচারনার অংশও বটে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই ফ্রি’র আড়ালে থাকে মানহীন পন্যের দৌড়াত্ম চোখে পড়ে। ক্রেতা সাধারন সেই বিষয়টি যে কতটা মাথায় রাখেন তা দেখতে পাই যখন মার্কস, ড্যানিশ মিল্ক পাউডার হঠাতই ফ্রি বদৌলতে মিষ্টি জাতীয় খাবার তৈরির উপাদান থেকে রাতারাতি বাচ্চাদের খাওয়ার উপযোগী দুধ হোয়ে উঠতে দেখে।
এই “ফাও”যে কতটা মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে প্রতিবছরের মত এবারও তার আরেকটি রিহের্সাল আমরা ময়মনসিং-এ দেখতে পেলাম। যেখানে দাতা যাকাত দেয়ার মাধ্যমে “ফ্রি” নাম কিনতে চাইলেন। আর গ্রহিতা যাকাত নেয়ার নামে “ফ্রি” কাপড় নিতে চাইলেন। ফলাফল হল “ফ্রি” এর খবরে গ্রহিতারা এমনই মাতাল হয়ে গেল যে, পরিধানের অনুপযুক্ত জানিয়াও একখান শাড়ি বা লুঙ্গি ‘মুফতে’ পেতে অবলীলায় সহযাত্রীদের অযথাই পদপিষ্ট করে মেরে ফেল্ল। একটি দুটি নয় এ পর্যন্ত ২৪ টি মানুষ লাশ হয়ে ফিরল! কি তাদের অপরাধ তা যেমন জানা নেই তেমনি যারা তাদের পদপিষ্ট করে মারল তাদেরও জানা নেই কেন মারল। উত্তর একটাই অতি লোভ! বা ফ্রি'র আসক্তি। আপনি কি মনে করেন এই লোকগুলো এর পরে আর কোনদিনই এমন ফ্রি’র পেছনে আর ছুটবেন না?
ভুল, এ মোহ এমন মোহ হিতাহিত জ্ঞানকে যে লোপ পাইয়ে দেয়। তারা এর পরেও ফ্রি’র গন্ধে এমনই পাগল পারা হয়ে উঠবে আর ঠিক একই আচরন করবে।
“ফাও”, “মুফতে” বা ফ্রি আপনি যে নামেই ডাকুন না কেন ইহা এমনি একটি ভাইরাসের নাম যা ভীষণ ছোঁয়াচে একটি রোগের একমাত্র জিবানুবাহক। রোগাক্রান্ত ব্যক্তি খুব দ্রুতই বেকুব এমনকি অমানুষে পরিণত হইয়া পরিতে পারে।
কাজেই সুস্থ থাকতে হলে এই ভাইরাসটি থেকে দূরে থাকুন। নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে সাহায্য করুন।
[email protected]
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শুধু বাঙ্গালী নয় বিশ্বব্যাপি রোগটির প্রাদুর্ভাব লক্ষ করা যায়।
২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: খাই = খায়
৩| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৫
সুমন কর বলেছেন: পোস্টটির বিষয়বস্তু ভাল ছিল। আরো একটু সময় দিয়ে গুছিয়ে লিখলে ভালো হতো।
ফ্রি বা ফাউ জিনিস বলতে কিছু নেই। তারা ঠিকই চুক্তি করে দাম বাড়িয়ে নেয়। আর বাঙালীর লাফালাফি শুরু হয়।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ঠিকই বলেছেন। এটা একটি তাৎক্ষনিক প্রতিক্রিয়া মাত্র। অনেক ধন্যবাদ সুমন কর আপনাকে। ভাল থাকুন।
৪| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
রাবার বলেছেন:
৫| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।
সেদিন হরলিক্স নিয়ে আসার কিছুক্ষণ পরে আমার মেয়ে দৌরে এসে বলে- ফ্রি বক্স আনো নাই কেন?
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আরেকটা আনতে ছুটলেন না কেন?
৬| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৩
মাঘের নীল আকাশ বলেছেন: নো ফ্রি লান্চ!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: থাকলে ভালই হত।
৭| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
rakibmbstu বলেছেন: +
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ rakibmbstu
৮| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫
জহিরুল ইসলাম কক্স বলেছেন: একদম সহিহ
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ জহিরুল ইসলাম কক্স
৯| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০১
আহমেদ জী এস বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন। ,
"ফ্রি" তে বা "ফাও" হিসেবে এই পোষ্টটি পেলুম ।
দারুন লিখেছেন ।
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ফাও কেন বলছেন সময় অর্থ সবই তো ব্যয় করেছেন। আর আমিও ফাও লিখিনি। তৃপ্তির কি অর্থমুল্য হয়? আহমেদ জী এস অনেক ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: "মাগনা পাইলে বাঙ্গালী আলকাতরা খাই" এটা একটা পুরনো প্রবাদ।