নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
মৃত্যু অবধারিত। আর সৃষ্টির জীবনসীমাও স্রস্টা কর্তৃক নির্ধারিত। আমি এটাই বিশ্বাস করি। কিন্তু তাই বলে কতগুলো মূর্খ বদ্ধ উন্মাদের হাতে অসহায়ের মত প্রাণ যাবে এটা মেনে নেয়ার কোন কারণ নেই।
ভিন্ন মতাবলম্বীদের যেমন সকল ধর্মমতকে সম্মান জানানো উচিৎ। ঠিক তেমনি ভিন্ন মতাবলম্বন কারীদের কাছে নিজেদের মতকে উচ্চতর
আজ যারা ধর্ম রক্ষার যুদ্ধে নেমেছে তাদের সবার আগে এটা স্মরণ করা দরকার সেই ধর্ম প্রতিষ্ঠাকালীন সময়ের কথা। আজকের তার ধর্ম যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেক ত্যাগ অনেক যন্ত্রণা সয়ে তবেই প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যকে যন্ত্রনাবিদ্ধ করে নয়।
আর কোন ধর্মই তার বিরুদ্ধাচরনকারীর শাস্তি নিলাম করে দেয়নি। যদি তাই হত তাহলে মক্কা বিজয়ের পর মক্কায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদের স্থান হত না। মক্কা বিজয়ের দিন সেখানে রক্তের নহর বয়ে যেত। অথচ ইতিহাস সাক্ষী সেদিন এক ফোটা রক্তও ঝরে নি।
পবিত্র কুরআনের ৭৩ নং সুরা মুজাম্মিল এর আয়াত ১১ থেকে ১৩ পড়ুন। সেখানে মহান আল্লাহ নিজেই যেখানে তার অবাধ্যদের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। সেখানে আপনি আমি কি করে তাদের শাস্তির বিধান দেই?
৭৩-১০
কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
৭৩-১১
বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
৭৩-১২
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড।
৭৩-১৩
গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
আমরা কেন ভুলে যাই মানুষের চিন্তা, বিশ্বাস কখনোই একটি জায়গায় স্থির থাকে না। ঘটনা প্রবাহে তা পরিবর্তনশীল। মহান আল্লাহ জানেন তার বান্দা যে কোন সময়ে তার উপরে ঈমান আনতে পারেন আর তাই তিনি তাদের অবকাশ দেন। অথচ আপনি নিজেই কর্ম বিধায়ক হয়ে যাচ্ছেন!
আপনার কর্ম বিধায়কের কাছে আপনি কি জবাব দিবেন?
এই যে আজ ইসলামকে জঙ্গীরুপ দিলেন এর দায় ইসলামের নয়, আপনার। ইসলাম জানুন ইসলাম মানুন তারপরে অন্যের ভুল ধরুন। নয়ত নিজেকে কেবল একজন খুনি সন্ত্রাসী বা জঙ্গী বলেই পরিচিত লাভ করবেন আর মহান আল্লাহর কাছ থেকেও এর থেকে ভাল কিছু আশা করা ভুল হবে। স্রষ্টার থেকে সৃষ্টিকে আর কেউ বেশী ভাল বাসতে পারে না। প্রত্যেকের আর্তচিতকারই তার কাছে জমা হয়। আর সেভাবেই তার প্রতিকারও।
[email protected]
২| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিচারের ভার কাধে তুলে নেয়াতেই তো যত বিপত্তি। অথচ স্রস্টা নিজেই এর ভার নিজের কাছে রেখেছেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
তাহলে কে বেশি অপরাধী??
যে লেখে সেই? নাকি যে হত্যা করে। কে??