নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

বোধ বুদ্ধিতে বড় হোক মননে শিশুটি।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫


ও যখন হাসে তখন আমি তাকিয়ে দেখিনা ওর হাসির শব্দটা চোখ বুঝে শুনি। শুধু শুনি বললেও ভুল হবে, আমি সে শব্দে অবগাহন করি। যেমন খুব প্রিয় গান নিশুতি রাতে একাকী নির্জনে শুনে অন্তর মথিত করা যায় ঠিক সেভাবেই শুনি। ও তো শুধুমাত্র আমার ছেলে নয় আমার অন্তরের সলতেও বটে।
আমি ওর আলোয় বিশ্ব দেখি, ওর চলায় চলি। ওর কথায় জীবনের ছন্দ খুঁজি।

ওর ছোট্ট দুটি হাত যখন আমার গলা জড়িয়ে ধরে, ভাবি স্বর্গ এর থেকে বেশী আমায় কি দেবে?
ওকে নিয়ে আমার কোন স্বপ্ন নেই। আমি চাই ও যেমন আছে তেমনি থাক চিরকাল।
এখন যেমন পাখির ছানা মারা গেলে কেঁদে বুক ভাষায়। যেমন রাস্তায় উদোম শিশুটি দেখলে তাকে একটা জামা কিনে দিতে চায়। যেমন বাবার হাত ধরে টেনে নিয়ে আসে হাত পাতা ভিখিরির সামনে, বলে টাকা দাও। যেমন মা'কে অসুস্থ দেখলে হাত উঁচিয়ে বলে, আল্লাহ্‌ আমার মা'কে সুস্থ করে দাও।

আমি চাই ও এমনি থাক। গায়ে পায়ে, বোধ বুদ্ধিতে বড় হোক মননে শিশুটি। বুদ্ধিতে সেরা হোক তবে তা যেন হয় সুবুদ্ধি। জীবনে একজন মানুষ হওয়া যতটা জরুরী তার থেকে বেশী জরুরী আর কিছুই নয়। এই শিক্ষাটায় শিক্ষিত হোক।

[email protected]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.