নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্লগকে এক করে ফেলাটা বোধ হয় ঠিক হচ্ছে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

ধর্ম নিয়ে আলোচনা করবেন?
করুন না, কে নিষেধ করেছে? ধর্ম নিজেই বলে জানতে-শিখতে-বুঝতে, এমনকি ভাবতে। ইসলামে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানীকে চক্ষুষ্মান আর অশিক্ষিতকে অন্ধের সাথে তুলনা করা হয়েছে।
কাজেই শিখুন, জানুন, আলোচনা করুন। তবে অর্ধেক জেনে বা অন্যের কাছে শুনে দয়া করে লাফ দিয়ে উঠবেন না। আগে নিজে থেকে জানুন-বুঝুন তারপরে অন্যের কাছে নিজের মত প্রকাশ করুন।

সেই সাথে এটাও মাথায় রাখুন; আলোচনা, জ্ঞানার্জন কিংবা জানতে চাওয়া কোনটাই কাউকে ব্যঙ্গ করা, কারো উপড়ে মিথ্যা আরোপ করা বা অন্য কাউকে আঘাত করা বা কষ্ট দেয়া নয়।
যা আপনার কাছে অবিশ্বাস্য মনে হয় আমার কাছে তাই পরম সত্য বলে মনে হতে পারে। আপনি আমায় বোকা ভাবতে পারেন কিন্তু বোকা বলতে পারেন না। পারেন না এই জন্য কেননা একইভাবে আমিও আপনাকে বোকাই ভাবব। বলতে গেলে তো বিবাদ লেগে যাবে।
আপনি ধার্মিক হন কিংবা অধার্মিক অশান্তিপ্রিয় নিশ্চয়ই নন। কাজেই বিশ্বাস যার যাই হোক তা তার একান্তই নিজস্ব বিষয়। সেটা নিয়ে কাউকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা কোন সুস্থ মানসিকতার লক্ষণ নয়।

আপনাকে মুক্ত মনের হতে হলে সবার আগে হিংসা, বিদ্বেষ পরিহার করতে হবে। আগে প্রত্যেককে সম্মান করতে শিখুন। প্রত্যেকের কথা মূল্যায়ন করতে জানুন। তবেই না আপনি মুক্ত চিন্তার অধিকারী হতে পারবেন।
যে পর্যায়ে নিজেকে দেখাতে চান আগে সে পর্যায়ে উন্নীত তো হন। নয়ত আপনিও হোঁচট খেয়ে পরবেন অন্যরাও বিভ্রান্ত হবে। ব্লগারদের লেখার বিষয় শুধুমাত্র ধর্মের সমালোচনা নয়। সত্যি বলতে কি আমি নিরেট ব্লগারদের কখনোই ধর্মের বিরুদ্ধে কুৎসিত সমালোচনা করতে দেখিও না। ফেসবুকে দুই লাইন মতামত ব্যক্ত করা বা অন্য কারো লেখা কোট করা আর ব্লগিং কি এক?
একজন ব্লগারের সামনে তার দেশ, দেশের মানুষ এমনকি গোটা বিশ্ব। তার সামনে থাকে সহস্র অসংগতি, হাজারটা বঞ্চনার উপাখ্যান। সেই সাথে বিশ্ব ব্যাপী ধর্মকে ব্যবহার করে যে অধর্ম হচ্ছে এ সবই তার আলোচ্য।

হতে পারে আমার ক্ষুদ্রতা, তবে আমি কিন্তু সত্যিকারের ব্লগারদের এমন সব বিষয় নিয়েই লিখতে দেখি। অনাহুত কাউকে আঘাত করে, কষ্ট দিয়ে যারা লিখেন তারা মুক্ত চিন্তা থেকে তা লেখেন না। বরং নিম্ন মানসিকতা থেকেই লেখেন। সাময়িক কোন ফায়দা হয়ত তারা হাসিলও করেন। তবে আখেরে তা তাদের খুব একটা কাজে আসে বলে মনে করিনা।
অথচ এইসব লেখার কারণে আজ পুরো ব্লগার সমাজই প্রশ্নবিদ্ধ! এটা কেমন কথা। ক্ষেত্র বিশেষে অনেকেই নিরাপত্তা হীনও। তাই স্বাভাবিকভাবেই সুস্থ ব্লগিং এবং সুস্থ ব্লগ প্ল্যাটফর্ম এটা এখন সময়ের দাবী। তা যে নেই তা নয়। তবে সেখানে যেন কোন অসুস্থতা প্রবেশ করতে না পারে সেটাও লক্ষ রাখা জরুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্লগকে এক করে ফেলাটা বোধ হয় ঠিক হচ্ছে না। আর তাই আমার দাবী ফেসবুক একাউন্ট থেকে করা স্ট্যাটাসের উপর ভিত্তি করে দয়া করে কাউকে ব্লগার ট্যাগ লাগিয়ে দেবেন না। বিভিন্ন ব্লগ সাইটে যিনি নিয়মিত লেখেন। নিজের লেখার দায়ভার নেয়ার সৎসাহস রাখেন কেবল তাদেরকেই ব্লগার বলুন। বেনামী/ ছদ্মনামী একাউন্ট থেকে মতামত প্রদানকারীকে আর স্বনামে লেখা ব্লগারকে এক কাতারে ফেলাটা যৌক্তিক বলে মনে করি না। কাজেই উভয় দলকে আলাদা করে দেখা উচিৎ। এতে করে ব্লগাররা কিছুটা হলেও নিরাপদ হবে। যার যা অন্যায় তা তার। একজনের অপরাধের বোঝা সকলের কাঁধে চাপিয়ে দেয়া অনুচিত, অন্যায়।


মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে। তবে অনুগ্রহ করে ব্যক্তিগত ইমেইলের লিংকটি পোস্ট থেকে সরিয়ে দিন। আমরা ব্যক্তিগত ইমেইল বা সাইটের লিংক সরাসরি পোস্টে সংযুক্ত করাকে অনুমোদন করছি না।


২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এটা যদি ব্লগের নিতিমালা হয় নিশ্চই সরিয়ে নিব তবে ইমেল আইডি দেয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোন বিক্ষুব্ধ ব্যক্তি যাতে লেখককে তার মতামত জানাতে পারেন
আর দিরঘদিন যাবত আমি তা পেয়েও আসছি। বিষয়টি আশা করি কত্রিপক্ষ বিবেচনা করে দেখবেন

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

ময়না বঙ্গাল বলেছেন: নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে । বিষাদ সব করো দুর নবীন আনন্দে, প্রাচীন রজনি নাশো নূতন উষালোকে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ময়না বঙ্গাল ভাই সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

মায়াবী রূপকথা বলেছেন: ব্লগ সামাজিক সচেতনতা আর মানসিক উৎকর্ষ ঘটাবার মাধ্যম। এখানে সবার সাথে যোগাযোগ বড় কথা নয় আমার মতে। পোষ্ট ভাললেগেছে ভাইয়া

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: মায়াবী রূপকথা আন্তরিক ধন্যবাদ আপনাকে। সত্যিই তাই, ব্লগ সামাজিক সচেতনতা আর মানসিক উৎকর্ষ ঘটাবার মাধ্যম।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

চল পাখি বলেছেন: পোষ্টটা ভালো লাগল (আর একটা কথা নাম কিভাবে পরিবর্তন করব কেউ জানলে বলবেন)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমার জানামতে নাম একমাত্র ব্লগ কর্তৃপক্ষ পরিবর্তন করে দিতে পারে। সেক্ষেত্রে আবেদন করে দেখতে পারেন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

চল পাখি বলেছেন: পোষ্টটা ভালো লাগল (আর একটা কথা নাম কিভাবে পরিবর্তন করব কেউ জানলে বলবেন)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: আপনার আলোচনাটা খুবই ভালো লাগলো....! ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: নুর আয়শা আব্দুর রহিম সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভাইয়া, খুব ভাল বলেছেন।
আমিও তাই মনে করি।।
ধন্যবাদ আপনাকে এই ব্লগটি লিখার জন্য।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কাজী নজরুলের ছাত্র অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

মোঃ ইয়াসির রহমান বলেছেন: চমৎকার লেখাটির জন্য অান্তরিক অভিনন্দন।অবশ্যই প্রত্যেকের ব্লগারের নাম তার নিজের নামেই হওয়া উচিৎ। জ্ঞানার্জন, জানতে চাওয়া বা তথ্য আদান প্রদান স্বনামে-বেনামে সব ভাবেই করা সম্ভব। কিন্তু দেখবেন, বেশির ভাগ ব্লগার ছদ্ম নামে লিখতে পছন্দ করেন।এ র কারণটা ভিন্ন বলে আমি মনে করি। আমরা ব্লগাররা কিন্তু এই সমাজেই বসবাস করি।সমাজের নানা ধরনের, নানা মানসিকতার মানুষদের সাথে মিলে মিশেই চলতে হয়। চলার পথে, কাজের মাঝে অনেক অযোগ্য ও প্রকৃত পক্ষে নিন্দা করা উচিৎ এমন লোককেও হাসিমুখে সালাম দিতে হয়। মনে বড় কষ্ট হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম অনিয়ম দুর্নীতি চোখে পরে, মাঝে মাঝে নিজেরাও শিকার হই এসবের, জবাব দিতে পারিনা। বেশির ভাগের সাথে জড়িত বর্তমান ক্ষমতাশীল সরকারের কোনও না কোনও সহযোগি সংগঠনের লোকজন বা তাদের লেজুররা। তাড়া তো প্রায় ধরাছোঁয়ার বাইরের মানুষ। এসবের মাত্রা এতই বেড়ে যাচ্ছে দিনদিন, যে এখনি যদি সবাই বাধা না দেই তাহলে ঐ ব্যক্তিগুলো বাদে বাকি অনেকেই হয়ত কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন। সেটা আমি- আপনি যে কেউই হতে পারে। তাদের সামনে যা বলা সম্ভব হয়না, ছদ্ম নামের আড়ালে অন্তত অন্যায় ও ক্ষমতার অপবাবহারের তথ্য-উপাত্তগুলো উপস্থাপনের মাধ্যমে অন্যদের জানানো তো সম্ভব। নিজেদের নিরাপত্তার বিষয়টির বিবেচনায় ছদ্মনামের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আর যারা ব্লগে আসেন শুধু গায়ে পরে অন্যর সাথে ঝগড়া করতে, তাদের আল্লাহ সুমতি দিক।
সবাইকে ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: মোঃ ইয়াসির রহমান আমার মনে হয় কি জানেন আপনি স্বনামে যতটা শক্তিশালী ছদ্মনামে মোটেও তা হতে পারবেন না। সত্য কখনোই সহজে কেউ মেনে নিতে চায় না। কিন্তু তাই বলে ছদ্মনামে আপনি সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে ভাববেন না। ছদ্মনামের প্রতিবাদ আত্মতৃপ্তি বৈ আর কিছুই দিতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.