নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

পবিত্র হজ্জ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বিশ্ব মুসলিমের হাতে থাকা উচিৎ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫

কাবা শরিফ যেহেতু বিশ্ব মুসলিমের তীর্থস্থান সেহেতু এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বও বিশ্ব মুসলিমের হাতেই থাকা উচিত। এ দায়িত্ব ওআইসি নিক কিংবা প্রয়োজনে নতুন একটি সংস্থা তৈরি করে তার হাতে এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব দেয়া উচিত।
আরবে অবস্থিত বলেই এর কর্তৃত্ব আরবদের হাতে থাকতে হবে এমন নিয়ম থেকে সরে আসা প্রয়োজন।
সৌদি সরকারের বেধে দেয়া শর্তে হজ্জ্বব্রত পালন করতে হবে। তারা দেশ অনুযায়ী হজ্জ্বব্রত পালনের সংখ্যা বেধে দেবে আর সেটা মেনেই সারা বিশ্বের মানুষকে হজ্জ্ব পালন করতে হবে; কেন?
ইসলামের বিধান অনুযায়ী সামর্থ্যবানের জন্য হজ্জ্ব ফরয অথচ সামর্থ্য এবং ইচ্ছে থাকার পরেও সৌদি সরকারের ইচ্ছের উপর মির্ভর করে কতজন মানুষ হজ্জ্বব্রত পালন করতে পারবে। এটা কি ইসলামের বিধানকে লংঘন করছে না?
তা ছাড়া সৌদি সরকার হাজিদের নিরাপত্তা বিধানে যে ততটা আন্তরিক ছিল না তার সব থেকে বড় প্রমাণ ক্রেন উলটে হাজিদের মৃত্যু।
হজ্জের এই সময় ওখানে ক্রেনটি রাখা হল কেন?
এটা কি অব্যস্থাপনা নয়?
মিনায় প্রতিবছর হাজিরা শয়তানকে পাথর ছুড়তে যান এবারে কেন এত সংখ্যক লোক পদদলিত হয়ে মারা গেল? এর থেকে চরম অব্যবস্থাপনার চিত্রই ফুটে ওঠে।
আর এ সব কারণেই সারা বিশ্বের মুসলমানদেরই এ বিষয়ে দাবী করা দরকার। যাতে পবিত্র হজ্জ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বিশ্ব মুসলিমের হাতে ছেরে দেয়া হয়।
যাতে হজ্জ করতে ইচ্ছুক মানুষকে কোন সরকারের ইচ্ছার উপর নির্ভর করতে না হয়। হাজীদের স্থায়ি আবাসন, যাতায়াত সুবিধা সহ সকল অব্যস্থাপনা দূর করে মানুষকে তার ইচ্ছে অনুযায়ী আল্লাহর ডাকে সারা দেয়ার সুযোগ করে দেয়া যায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৪

ভ্রাম্যমাণ বলেছেন: বর্তমানে ওরা পার্থিব নেশায় বুঁদ হয়ে আছে...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভ্রাম্যমান আপনাকে ধন্যবাদ

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৮

রিনকু১৯৭৭ বলেছেন: একেবারে একমত। মক্কায় কাবা শরীফ আছে দেখেকি সেটার দায়িত্ব শুধু অদক্ষ সৌদি সরকারের ওপরই কি বর্তায়? সৌদি সরকার যা ইচ্ছে তাইভাবে প্রমাণ করেছে যে তারা কতো যে মোটা মাথার লোক। কাবা শরীফ সকল মসুলমানের। সবারই অধিকার আছে সেখানের দায়িত্ব নেওয়ার। আর আমি এও মনে করি যে এবারের হজ্বে ন্যক্কারজনকভাবে যেদুটো বিরাট দূর্ঘটনা ঘটলো এগুলো হয়তো ইচ্ছে করেই করানো হয়েছে। কন্সপেরেসি থিওরি হতে পারে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কন্সপেরেসি থিওরি হতে পারে। অসম্ভব কিছু নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.