নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

শৃঙ্খল

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬



তোমাদের দেয়া শৃঙ্খলকে আমি মুক্তি বলে জেনে এসেছি
না জেনেই বা কি উপায়?
তোমাদের হাতে আছে দোররা, আছে পাঁথর। তোমাদের হাতেই
একঘরে অস্পৃশ্য করে রাখার মোক্ষম অস্ত্রখানা।
তোমরা চাইলেই পার অনাহারে মারতে। চাইলেই পার ন্যাড়া মাথায় পাড়া ময় ঘুরাতে।
চাইলেই পাড় জীবনটাকে নরককুণ্ড করে তুলতে।
তোমাদের দেয়া শৃঙ্খলকেই তাই মুক্তি বলে জেনে এসেছি!

এ জীবনটা যে আমার বড় প্রিয়! আমিও যে হেসে খেলে বাঁচতে চাই।
সকল শৃঙ্খলকে তাই বরমাল্য ভেবে নিয়েছি।
প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে চলেছি, তবু ঠোটের কোনে হাসিটুকু স্থায়ী করে নিয়েছি।
চোখের কোনে জমে ওঠা অশ্রু কণা আপন রোষানলে নিত্য শুকিয়ে নিয়েছি।
ভাল থাকার অভিনয়ে নিত্য পরিপক্ব হয়ে উঠছি।
তবু মাঝে মাঝে বিদ্রোহ করে মন, ঝাঁঝালো প্রশ্ন দেয় ছুড়ে,
সকলের মতে বেঁচে, সকলের জন্য এ বেঁচে থাকার অর্থটা তবে কি?
আমার জন্য আমি কতটা; আমার মত করে আমি কেন না?
তোমাদের দেয়া শৃঙ্খল আমায় সে প্রশ্নের উত্তরও খুঁজতে দেয় না।
------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: বিষাদময় কবিতা| সুন্দর

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ @ আরণ্যক রাখাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.