নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
আপনার ছেলেবেলার সাথে আপনার সন্তানের ছেলেবেলা মিলিয়ে দেখুন আপনার তুলনায় কতটা ছোট হয়ে গেছে তার পৃথিবী। এবার তার ছেলেবেলার সাথে তার আগামী প্রজন্মের ছেলেবেলাকে ভাবুন কতটা একাকী নিঃসঙ্গ জীবন হবে তার!
আপনি বেড়ে উঠেছেন দাদা-দাদী, নানা-নানী, চাচা-চাচী, চাচাত ভাই বোন, ফুফা-ফুপু ফুপাত ভাই বোন, মামা-মামি মামাত ভাই বোন, খালা-খালু খালাত ভাইবোনদের মাঝে। আপনার সন্তান?
দাদা-দাদী, নানা-নানীর আদরই পেল কিনা সন্দেহ, কালে ভদ্রে চাচা-চাচী, চাচাত ভাই বোন, মামা-মামি মামাত ভাই বোন, খালা-খালু খালাত ভাইবোনদের পেলেও পেতে পারে। যদিও বা পায় তাও দূর প্রতিবেশীর ন্যায়।
একক পরিবার আর ছোট পরিবারের গুনে(!) বর্তমান প্রজন্ম তো আপন ভাই-বোনই পাচ্ছে না। ফলে এক একটি গোষ্ঠীর উত্তরাধিকারী হচ্ছে একজন দুজন করে। যা একসময় তাদের একাকী নিঃসঙ্গ করে তুলবে। যার দায়টা আসলে আমাদেরই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সবকিছু ইন্টরনেটে পাওয়া যায় সত্য তবে সবটাই প্রানহীন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: দায়টা আসলে আমাদেরই।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সত্য ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
সপ্ন বালক বলেছেন: সময়ের হয়ত আর প্রয়োজন নেই এসবের। আমাদের চারপাশে প্রযুক্তি, জ্ঞানের চর্চা, বিনোদনের নানা উৎস, বন্ধু পরিজনের এত ব্যপ্তি, যে সকলের জন্য সময় বের করা আর সম্ভব হয় না। তবে এটা ঠিক পারিবারিক বন্ধন ছাড়া সুস্থ মস্তিস্কের জীবন উপভোগ করা যায় না। যাদের মধ্যে এই উপলব্ধি হবে তারা হয়ত তাদের পরিবার নিয়ে চিন্তা করবে বলে আশা করি।
আপনার লেখার শিরোনামের সাথে সম্পূর্ণ একমত।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: কিচ্ছু তো করার নেই। বাধ্য হয়েই তো তারা দাদা-দাদি নানা, নানি থেকে দূরে আছে।
তবে এখন ইন্টারনেট আছে। সারা বিশ্ব হাতের মুঠোয়। তাদের অভাব কোনোদিন মেজর কোন ইফেক্ট ফেলবে না
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
বিপরীত বাক বলেছেন: বর্তমান প্রজন্মের পৃথিবী অনেক বড়। শুধু বাপ মা ছাড়া বাকি সবকিছু ইন্টরনেটে পাওয়া যায়।