নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
আজ সকাল ১০ টা ৪০ মিনিটে 01780999666 এই নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল। চেষ্টা করেছে গ্রামীণ ফোনের লটারির নামে জালিয়াতির। জানতে চেয়েছে, 'আপনি আঠার লক্ষ টাকা লটারি জিতেছেন আপনি কি টাকাটা নিতে আগ্রহী?
আগ্রহী নই বলার সাথে সাথেই ফোনটা কেটে দিয়েছে।
গ্রামীণ ফোনের ফেসবুক পাতায় গিয়ে দেখা গেছে এই নাম্বার থেকে অন্যদের সাথে এর আগেও প্রতারণার চেষ্টা করা হয়েছে। এখনো যে প্রতারণার চেষ্টা করা হচ্ছে তার প্রমাণ আমি নিজেই। কাজেই প্রশ্ন হল, গ্রামীনফোন কর্তৃপক্ষ কি নাম্বারটির বিরুদ্ধে এখন ব্যবস্থা নিবে?
এমন কি এই নাম্বারে ফোন করলেও বলা হচ্ছে এটা গ্রামীনফোনের গুলশান অফিসের নাম্বার। গ্রামীনফোন কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: গ্রামীন ফোন কর্তৃপক্ষর উচিৎ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
অগ্নি কল্লোল বলেছেন: বঙ্গদেশে অশম্ভব বলে কোন জিনিশ নেই।।।
হয়রানি করা তো সামান্য।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সাবধানতা অবলম্বন জরুরী
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
উড়ালপক্ষী বলেছেন: স্পুফ কল নামের একটি সফটঅয়ার দিয়ে যে কােন নাম্বার দিয়ে কল করা যায়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এ তো আর ভয়ঙ্কর খবর!
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
সুমন কর বলেছেন: প্রতিকারের দরকার।
গ্রামীণ ফোন কর্তৃপক্ষর উচিত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: প্রতিকারের দরকার।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: ভাই এরকম প্রতারণা আমার ফোনেও করা হয়েছিল। আমিও অনেক আগে একটা পোষ্ট দিয়েছিলাম। ধন্যবাদ সতর্ক হওয়ার জন্য।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ প্রামানিক ভাই। ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
খোলা মনের কথা বলেছেন: আমাকেও একদিন ফোন দেওয়া হয়। পরে কথার প্যাঁচে বেটা ম্যানকা চিপায় পড়ে ফোন কেটে দেয়।
তবে গ্রামীন ফোন কর্তৃপক্ষর উচিৎ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ