নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
ছবিতে দেখা যাচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় সিএনজি মিটারের বেশী ভাড়া আদায় করছে কিনা তার খোজ নিচ্ছেন। স্বাভাবিকভাবেই তার সাথে পুলিশ সদস্যও রয়েছেন। ঠিক একই রকম যদি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ও রাস্তায় নামতেন পুলিশ সদস্যদের বিষয়ে খোজ খবর নিতে তাহলে হয়ত কোন চা দোকানীকে চাঁদা না দেয়ার অপরাধে অগ্নিদগ্ধ হয়ে মরতে হত না।
খবরঃপুলিশের লাঠির আঘাতে চুলার ছিটকে পড়া তেলের আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতার মৃত্যুর পর রাজধানীর শাহআলী থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সূত্রঃ ইত্তেফাক ৫/২/১৬
পুলিশের বিরুদ্ধে ওঠা পৌনঃপুনিক অভিযোগের ফলে জনমনে যে ভীতির সঞ্চার হয়েছে তাও অনেকটাই হ্রাস পেত।
গুটি কয়েক পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠেছে এন্তার অভিযোগ। যা পুরো পুলিশ বাহিনীর উপরেই গিয়ে পড়ছে। পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থাও হয়ত নিচ্ছে কিন্তু বাস্তবতা হল সেই শাস্তি দায়ী পুলিশ সদস্যদের অপরাধমুলক কর্মকাণ্ড করা থেকে নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে না। কাজেই পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার স্বার্থেই এবং সরকারকেও সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেতেই সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আজ আওয়ামীলীগের পরীক্ষিত সুধী জনরাও উদ্বেগ প্রকাশ করছেন পুলিশের কর্মকাণ্ড দেখে। আজ তারাও বলতে বাধ্য হচ্ছেন এত এত উন্নয়নও সরকারকে রক্ষা করতে পারবে না পুলিশ সদস্যরা যে গভীর খাদ বানিয়েই চলেছেন তা থেকে! আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের সমান্তরাল তৈরি হচ্ছে গভীর গিরি খাদও। বিএনপির সময় যে খাদ সরকারের সদস্যরা নিজেরাই তৈরি করেছিল আওয়ামীলীগের সময়ে এসে তা করছে পুলিশ সদস্যরা! এটা আশ্চর্যজনক যে, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আওয়ামীলীগের নেতা কর্মিরা সোচ্চার হয়ে উঠছেন না। যা অনেকটা হতাশারও।
এরপরেও এটা এখনো বিশ্বাস করি। পুলিশ সদস্যের মধ্যে খুব বেশী সদস্য এর জন্য দায়ী নন। তাই যদি হত তাহলে গোটা সিস্টেমটাই কলাপ্স করত। কাজেই সুযোগ আছে এই বাহিনীটিকে পরিশুদ্ধ করার। আর তার প্রয়োজনটাও অত্যন্ত জরুরী। অতএব দয়া করে বিষয়টিকে আমলে নিন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ উন্নয়নের দোহাই দিয়ে কি গণতন্ত্র হত্যার বৈধতা গ্রহণযোগ্য?
তবেতো উন্নয়নেরর আশায় ন্যায় কর্মের পথ ছেড়ে বারবণিতার পথ বেছে নেয়া নারীকে সাধূবাদ জানাতেই হয়।
আর স্বরাষ্ট্র মন্ত্রী পথে নামবেন কি- কারওতো তিনি বললেন- পুরীমের ইমেজ নাকি বাড়ছেই! বিচ্ছি্ন্ন!!! ওসব নাকি বিচ্ছিন্ন!!!! ঘটনা ????
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আপনার বলা কথাটি যদি অনিয়মকেই নিয়মে পরিণত করে, তাহলে সেটা না বলাই কি ভাল নয়?
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: এখন সব পুলিশ সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দেশের সব অপরাধ মূলক কর্মকান্ডগুলোতে যুক্ত হয়ে পড়েছে, জানিনা আমাদের ভবিষ্যত কি!!
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
অগ্নি কল্লোল বলেছেন: ঠিক বলেছেন।।
স্বরাষ্টতমন্ত্রির অপসারণ চাই।।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
জহির উদদীন বলেছেন: ব্যাপক উন্নয়ন হচ্ছে চারিদিকে....
উন্নয়নের বিপরীতে কথা বলাই স্বাধীনতা বিরোধী হতে পারেন....
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর স্বরাষ্ট্র মন্ত্রী পথে নামবেন কি- কারওতো তিনি বললেন- পুরীমের ইমেজ নাকি বাড়ছেই! বিচ্ছি্ন্ন!!! ওসব নাকি বিচ্ছিন্ন!!!! ঘটনা ????
=
আর স্বরাষ্ট্র মন্ত্রী পথে নামবেন কি- কালওতো তিনি বললেন- পুলিশের ইমেজ নাকি বাড়ছেই! বিচ্ছি্ন্ন!!! ওসব নাকি বিচ্ছিন্ন!!!! ঘটনা ????
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
আহমেদ জী এস বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন ,
আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের সমান্তরাল তৈরি হচ্ছে গভীর গিরি খাদও।
তার সরল সমীকরণ একটাই , রাস্তা উন্নয়নের জন্যে খোঁড়া গর্তে আমাদের সকল আস্থার কবর রচনা করছি শুধু ।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
আরণ্যক রাখাল বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য অনেকটা হতাশ করেছে। পুলিশেরা আগে চুপি চুপি খারাপ কাজ করতো। এখন করছে প্রকাশ্যে।
আপনার সাথে একমত, এখনই কোন ব্যবস্থা বিলে হয়তো ঠেকানো যাবে এই সন্ত্রাস
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের অর্ধেক অপরাধের সাথে পুলিশ জড়িত; ৮০ হাজারকে বাদ দিয়ে নতুন পুলিশ নেয়ার দরকার।