নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
আপনি ঢাকার রাস্তায় বেড়িয়ে রিকশায় উঠবেন, দেখবেন রিকসা ওয়ালা ঐ স্ট্যান্ডে পৌঁছালে পরে একজন এসে পাশে দাঁড়াচ্ছে। কিছু বলছে বা বলছে না রিকসা ওয়ালা তার হাতে দুই থেকে পাঁচ টাকা তুলে দিচ্ছে।
আপনি একটি লেগুনায় উঠলেই দেখবেন চালক অথবা হেলপার একাধিক স্থানে এভাবেই টাকা দিচ্ছেন যদিও অঙ্কটা অনেক বেশী।
আপনি একটি লোকাল বাসে উঠবেন দেখবেন পোশাকি অপোশাকির সেই হাত। যথারীতি টাকা প্রদান।
এমনকি একজন ভ্যান ড্রাইভারও আপনাকে বলে দিবে কোন রাস্তা পাড় হতে কত টাকা লাগে।
একই ভাবে ফুটপাতের অবৈধ দোকানি সহ যে কোন ব্যবসায়ীর সাথে কথা বললেই বুঝবেন নীরব চাঁদাবাজি কাকে বলে। এটা যে নতুন কোন বিষয় তা নয়। স্মরণ কালের ইতিহাসে এর ব্যতিক্রম দেখা যায়নি। তবে প্রতিনিয়তই এর আকার বেড়েছে।
এই টাকা গুলো কারা নেন কেন নেন কিভাবে নেন এটা জানে না এমন কেউ আছেন বলেও মনে হয় না।
অথচ প্রতিকার হীন ভাবে দিনের পর দিন এভাবেই চলে আসছে।
একটা কথা প্রচলিত আছে কচু গাছ কাটতে কাটতে মানুষ ডাকাত হয়। আমরা কি এখন সেটাই প্রত্যক্ষ করছি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: নিরুপায় জনগণ
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
মহা সমন্বয় বলেছেন: আর এভাবেই একদিন বড় ডাকাতে পরিণত হয়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সময় এসেছে কঠোর হস্তে দমনের।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
আরিফুর রহমান হাওলাদার বলেছেন: আর কিছু দেখেননা রাত দশটার পর বাসা থেকে বের হয়ে যেখানে পুলিশ চেক পোষ্ট বসে দূর থেকে তাকিয়ে কিছু সময় ব্যয় করে দেইখেন তখন বুঝবেন চাঁদাবাজি কাকে বলে? ও তার পর আসেন ? গত কালকে আমাকে মতিঝিল এলাকার এক ভাই বলতেছে তুমি সারা জীবন চাকুরী করে কত টাকা ইনকাম করবা? ১ বছরে টার কয়েক ডাবল ইনকাম এর ব্যবস্থা করে দেব তুমি শুধু .........(নাম বল্লাম না) ভাই এর সাথে একটু যোগাযোগ রাখ।
তারপর শুনেন টাকা কোথায় যায় জানেন না ? দেশে এটো নেটা খেতা ওরা ত কোন জব করে না ওরা চলে কিভা্বে আল্লাহ কি তাদের কে গায়েবি ভাবে টাকা দিয়ে যায় ? এই যে এমপি মন্ত্রী ওনাদের ইনকাম সোর্স কি?
প্রশ্ন আপনার কাছে রাখলাম।.....
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এই টাকা গুলো কারা নেন কেন নেন কিভাবে নেন এটা জানে না এমন কেউ আছেন বলেও মনে হয় না।
অথচ প্রতিকার হীন ভাবে দিনের পর দিন এভাবেই চলে আসছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
সায়ন্তন রফিক বলেছেন: নিরুপায় জনগণ, আমিও তাদের একজন।