নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

আপনার জন্যেই অপেক্ষা করছে এক অপার্থিব সুখ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫


ছবিটি লক্ষ করুণ; একটি পবি্ত্র পুরাতন মুখ। নিঃস্ব রিক্ত অথচ কত শান্ত স্নিগ্ধ!
হয়ত বাড়ীতে চাল কেনার পয়সাও নেই। তাই কিছু কুমড়ো ফুল কয়েক ডজন বিচি কলা নিয়ে এই বয়সে বাজারে এসেছেন। যদি দয়া করে কেউ কেনে। সেই পয়সায় কিছু খাবার কিনবেন। হয়ত জীর্ণ শরীরের জন্য কোন পথ্য।
আমরা যেন ওনাদের কাছে ঠকে কিছু কিনি। ওনাকে দান করা যাবে না তাতে ওনার সম্মানহানি হবে। অন্তত যেন দরদাম না করে কিছু কিনি। আপনি বিশ্বাস করতে পারবেন না ওনার মুখের এক টুকরো অনাবিল হাসি আপনাকে দিতে পারবে অপার্থিব সুখ। যা কোটি টাকায়ও আপনি লাভ করতে পারবেন না।
এই পবিত্র মুখগুলোকে ভালবাসুন। শ্রদ্ধা করুণ তাদের সম্মানজনক সহায়তা করুণ। আপনার জন্যেই অপেক্ষা করছে সেই অপার্থিব সুখ যদি আপনি তা লাভ করতে চান।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: শ্রদ্ধা করুণ তাদের সম্মানজনক সহায়তা করুণ।
কথাটা হৃদয়ের কড়া নেড়ে গেল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সবথেকে সুখের কথা হল ইদানীং স্থানীয় যুব সংগঠনগুলি এদের দ্বায়িত্ব নিতে শুরু করেছে

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি বিশ্বাস করতে পারবেন না ওনার মুখের এক টুকরো অনাবিল হাসি আপনাকে দিতে পারবে অপার্থিব সুখ। যা কোটি টাকায়ও আপনি লাভ করতে পারবেন না।
এই পবিত্র মুখগুলোকে ভালবাসুন। শ্রদ্ধা করুণ তাদের সম্মানজনক সহায়তা করুণ।

আমার ষূখি মানুষের জামা গল্পটাই পড়েছি.. মর্মার্থটা বুঝলএো জীবনে প্রয়োগ করতে ভীষন ভয় পাই।

আপনার প্রকৃত সূখের বোধটুকুন ক্ষনিকের সূখে ভাসিয়ে গেল।++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিদ্রোহী ভৃগু আপনার মন্তব্যে আমি সর্বদাই অনুপ্রানিত হই। আপনার সর্বাংগীন মঙ্গল কামণা করছি।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথাটা আমার খুব মনে ধরেছে, ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করবো

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অনেক ভাল লাগল

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ছবিটা আসলেই মর্মান্তিক।
উনাদের জন্য কিছু করা দরকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: উনাদের জন্য কিছু করা দরকার।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: সম্মান করার মতই চেহারা। পোষ্টের জন্য ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রামানিক ভাই। ভাল থাকুন নিরন্তর।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

নতুন বলেছেন: আমরা বড় বড় সপিং মলে দরদাম করিনা। কিন্তু এদের কাছে কেনার সময় ৫টাকার জিনিসও ৩টাকা দিয়ে কিনতে চাই।

আমরা যেন ওনাদের কাছে ঠকে কিছু কিনি। ওনাকে দান করা যাবে না তাতে ওনার সম্মানহানি হবে। অন্তত যেন দরদাম না করে কিছু কিনি। আপনি বিশ্বাস করতে পারবেন না ওনার মুখের এক টুকরো অনাবিল হাসি আপনাকে দিতে পারবে অপার্থিব সুখ। যা কোটি টাকায়ও আপনি লাভ করতে পারবেন না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সত্যিই তাই কখনো কখনো হেরে গিয়ে জয়লাভ করা যায় সেটা আমরা ভুলেই যাই।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

অগ্নি সারথি বলেছেন: সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ @ অগ্নি সারথি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.