নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
কোন সমাজে ব্যক্তি স্বার্থই যখন সবার উপরে স্থান পায়। যখন উদগ্র কামনা বাসনা ছাপিয়ে যায় সু প্রবৃত্তিগুলোকে। মানবতা বোধ যখন হাস্যকর বিষয় হয়ে উঠে তখন সে সমাজকে পচে যাওয়া সমাজ বলে। আমাদের সমাজ ব্যবস্থা এখন এক ভয়াবহ সংক্রমণ রোগে আক্রান্ত। আমাদের নির্লিপ্ততা যাকে ক্রমাগত নিরাময় অযোগ্য করে তুলছে।
আজ আমাদের সমাজে শিশুরা তাঁর পরিবারে অনিরাপদ। সমাজে অনিরাপদ। আজ আমরা প্রত্যেকেই নিজেদের নিয়ে সদা ব্যস্ত।
এখান থেকে বেড়িয়ে আসতে হলে আমাদের পারিবারিক বন্ধন। সামাজিক বন্ধনকে দৃঢ় করার কোন বিকল্প নেই।
গত চার বছরে এক হাজার চল্লিশ জন শিশু হত্যার স্বীকার হয়েছে। তার পেছনে যে কারণগুলো বিদ্যমান তা হল। সম্পত্তির লোভ, যৌন নির্যাতন, পরকীয়া আর স্রেফ ক্ষমতা প্রদর্শন। এটা কোন সুস্থ সমাজের লক্ষণ নয়।
অসুস্থ মানসিকতার সাথে যোগ হয়েছে বিচারের দীর্ঘ সুত্রীতা। যদি এক হাজার চল্লিশটি হত্যার দায়ে অন্তত এক হাজার চল্লিশ জন দায়ীর ফাঁসীর রায় হত। যদি এক হাজার চল্লিশ জন হত্যাকারীর ফাঁসী কার্যকর করা সম্ভব হত। পরবর্তী চারশো বছরেও হয়ত এত শিশুকে অস্বাভাবিক মৃত্যু বরন করতে হত না।
আমরা কি আমাদের শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলব না? অনাগত প্রজন্মকে একটি সুস্থ সমাজ, একটি নিরাপদ আবাস ভূমি তৈরি করে দেয়ার দায়িত্ব কি আমদের নয়? আমাদের শিশুদের কাছে আমরা কতটা প্রতিশ্রুতি বদ্ধ।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমরা সচেতন হচ্ছি কই?
২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
মাসুদ মাহামুদ বলেছেন: মানবতা,বিবেক এখন যেন হাস্যময় বিষয়.......
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: প্রতিনিয়ত কমছে মানুষ বারছে কোলাহল
ভাঙ্গছে স্বপ্ন ভাঙ্গছে সংসার।
শ্মশানে বসে না আর বারো ভুতের হাট
সেখানে পশু আর মানুষে কেবল নামে বিভ্রাট।
৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩
আরজু নাসরিন পনি বলেছেন:
খুবই ভয়ঙ্কর বাজে একটা সময় অতিক্রম করছি আমরা !
কঠিন থেকে কঠিনতর শাস্তির জরুরী প্রয়োগ প্রয়োজন...
অপরাধীদের প্রকাশ্যে হাত কেটে, ফাঁসি দিয়ে শাস্তি কার্যকর করা হোক।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন:
খুবই ভয়ঙ্কর বাজে একটা সময় অতিক্রম করছি আমরা !
কঠিন থেকে কঠিনতর শাস্তির জরুরী প্রয়োগ প্রয়োজন..
সচেতন হতে হবে আমাদেরও অনেক ধন্যবাদ আরজু নাসরিন পনি
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
নেক্সাস বলেছেন: যেদিন অযোধ্যার লোকেরা সীতা বিসর্জন দিয়েছিল, তাদের মধ্যে আমিও ছিলাম ! ( রবীন্দ্রনাথ)
বাংলার মানুষেরা শিশু হত্যার উল্লাসে মেতে উঠেছে । তাদের মধ্যে আমিও আছি।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: দায় এড়াতে নেই। এড়ানো যায়ও না। আজ আমি-তুমি আমরা সবাই খুনী! অনেক ধন্যবাদ নেক্সাস আপনাকে।
৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪
মুনতাসিন মাহমুদ বলেছেন: কিছু বলার ভাষা নাই বস। শিশু মারার উৎসব লাগছে
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শিশু মারার উৎসব! হ্যা তাই তো!!
৬| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: তাৎক্ষণিক যদি হত্যার বিচার কতা হতো, মানুষজন হত্যা করতে ভয় পেত। কিন্তু কোন হত্যারই বিচার হয়না, তাই মানুষরূপী হায়েনারা আরো শক্তিশালি হচ্ছে।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: দ্রুত বিচার নিশ্চিত করা গেলে নিশ্চিতভাবেই সুফল পাওয়া যাবে।
৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন ,
আমরা কারো কাছেই কোন রকম প্রতিশ্রুতি বদ্ধ নই । এমনকি নিজের কাছেও। যদি হতাম তবে সমাজ এমন ভয়াবহ সংক্রমণ রোগে আক্রান্ত হবার কথা ছিলোনা ।
আপনি আশাবাদী হয়তো , আমি হতে পারছিনে ।
৮| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আহমেদ জী এস আশাবাদী তো হতেই হবে। আমার প্রাণপ্রিয় সন্তানকে বুক দিয়ে আগলে রাখতে প্রানপনে চেষ্টা করে যাব শেষ পর্যন্ত।
৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শিশু হত্যাকারীদের বিচার হোক --- কঠিন শাস্তি চাই
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কঠিন শাস্তি চা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: আমরা কি আমাদের শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলব না?
অবশ্যই।
+++++