নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
যদি আর ফিরে না আসি
যদি আকাশের ওপারে মেঘের আড়ালে লুকাই সযত্নে।
যদি বাতাসে না ভাসে আর গায়ের গন্ধ
যদি এই দীর্ঘশ্বাসে বাতাস ভারি না হয় আর।
হারাব কি চিরতরে?
অকস্মাৎ বৃষ্টির আলতো স্পর্শে।
ভেজা মাটির সোঁদা গন্ধে,
অযত্নে পড়ে থাকা আগুন রঙ্গা কৃষ্ণচূড়ায়।
প্রিয় লেক পারে উড়ে আসা বলাকার পাখায়,
খুঁজবে না কি আমায়?
কোন কালেই ছিল না অমরত্বের সাধ
তবু অকারণ প্রশ্নে জর্জরিত মন
কিছু কি ফেলে রেখে যাবার নেই
দিইনি কি কখনো কিছুই?
অশ্রু সজল কোন চোখ গুনবে না কি অপেক্ষার প্রহর?
=================
০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০
সোজোন বাদিয়া বলেছেন: মানব জন্মের অন্তিম উৎকন্ঠা সুন্দর ফুটিয়ে তুলেছেন। কবিতা ভাল লেগেছে।