![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি এবারও বলবেন যে, "আগে এস পি বাবুল আক্তারের স্ত্রীর কর্মকাণ্ড খতিয়ে দেখতে হইবে!!
জানি তিনি নিশ্চয়ই এটা বলিবেন না। মুখ ফসকে বেড়িয়ে যেতে চাইলেও মুখ চেপে তা আটকাবেন।
দয়া করে তিনি যেন এটাও না বলেন যে, দ্রুতই হত্যাকারীদের ধরা হবে বা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিংবা এর সাথে অমুক জরিয়ে থাকতে পারে। বরং তিনি যেন দ্রুততর সময়ের মধ্যে হত্যাকারীদের ধরে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করে দেখিয়ে দেন যে, আমরা সত্যিই পারি।
বাংলাদেশে সন্ত্রাসীরা শক্তিশালি নয় তাদের থেকে প্রশাসন অনেক বেশি শক্তিশালী এবং একই সাথে তারা যথেষ্ট আন্তরিকও। নয়ত আমরা এমন সাহসী এস পি বাবুলদের সাহসীকতাপূর্ন কর্মকাণ্ড আর দেখতে পাব না। কেননা এর পরে তারাও হয়ত স্ত্রী সন্তানদের নিরাপত্তাকে বিবেচনায় নিয়ে থেমে যেতে বাধ্য হবেন। আমরা কোন অন্ধকার সুরঙ্গের মধ্যে ঢুকে যেতে চাই না।
মন্ত্রী মহোদয় নিজেও নিশ্চয়ই সেটা চান না।
অতএব মাননীয় মন্ত্রী মহোদয় এবার গৎবাঁধা নিয়মে না চলে আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন। আর সেটা যে কি করে করতে হয় তা তো মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বহুদিন ধরেই দেখিয়ে যাচ্ছেন। শুধু তার পদাঙ্ক অনুসরন করলেই হয়ত অনেক কিছুই পাল্টে যেতে পারে।
দয়া করে আর আমাদের আতঙ্কগ্রস্ত করে তুলবেন না।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কোন আল্টিমেটাম চাই না, প্রশাসন তাদের সক্ষমতা প্রদর্শন করুক। আমরা আশ্বস্ত হতে চাই।
২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: মর্মান্তিক।
তবে কোন সমাধান হবে না।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কোন সমাধান হবে না এই প্রতীতি জন্মানই তো ভয়ঙ্করকে মেনে নেয়া।
৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১২
শ্রাবণধারা বলেছেন: এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে ? কি দোষ ছিল এই মেয়েটির ? কেন অকারণে প্রাণ দিতে হলো তাকে ?
আমাদের দেশে যে জংগী আছে এবং এটা যে আমাদের জন্য একটা বড় সমস্যা এ কথাটা আজকের আগে পর্যন্ত স্বীকার করেননি আমাদের মন্ত্রী-আমলারা । কদিন পরপরই নিতান্ত নিরীহ লোকেরা শুধু ভিন্ন ধর্মের, ভিন্ন মতাদর্শের হওয়ার কারণেই খুন হচ্ছে । আজও নাটোরের বড়াইগ্রামে খুন হয়েছে এক খ্রীষ্টান মুদি দোকানী ।
আশা করি আমাদের নীতি-নির্ধারক রা জংগী-সমস্যাকে গুরুত্বের সাথে নেবেন এবং এই ঘটনাগুলোর দ্রুত বিচার করবেন ।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে কেন?
৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৭
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ৪৮ঘন্টার আল্টিমেটাম ইনকামিং..........