নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু উপত্যকা

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৩


এ মৃত্যু উপত্যকায় বেচে থাকা প্রতিটি দিন বাড়তি অনুদান!
যা না পেলেও দোষ দেয়া যাবে না।
এখানে পেয়েছি বলে আনন্দে উদ্বেলিত হতে পারি
পেলাম না বলে শোক নেই।
এখানে বেচে থাকা অধিকার নয়। অপরাধ!
এখানে কথা বলা নয়, চুপ করে থাকাটাই স্বাধীনতা।
এখানে মেনে নেয়া-মানিয়ে চলাই সবথেকে আধুনিক শিল্প।

এ মৃত্যু উপত্যকায় বেচে থাকা প্রতিটি মানুষ ভাগ্যবান।
এরা নেত্রীর প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে।
এখানে নেত্রীর প্রতিক্রিয়া প্রশাসনের তৎপরতার ব্যারোমিটার।
এ মরার দেশেও ফাল্গুন আসে, আগুন রঙ্গে সাজায় প্রকৃতিকে
সে লালে লাল মেশে একাকার রক্তের চিহ্ন যায় মুছে।
এখানেও নামে বর্ষা অজস্র ধারায় তার মিশে যায় অশ্রু
আলাদা করার থাকে না সুযোগ

তবু যাবো না এই উপত্যকা ছেড়ে
এখানেই পরে রব মরে বা বেচে
এই আকাশের তলেই আবার স্বপ্নের বসতি হবে
যবে এই মাটিতেই এসে মিশবে সব অত্যাচারীর শব।।
সেদিন এই বাতাসেই ভেসে বেড়াবে শিশুর কলতান
এই নদিতেই মাঝি গলা ছেড়ে গাইবে গান।
সেদিন কবি জীবনের গান গাইবে এই উপত্যকায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: তবু যাবো না এই উপত্যকা ছেড়ে
এখানেই পরে রব মরে বা বেচে
এই আকাশের তলেই আবার স্বপ্নের বসতি হবে
যবে এই মাটিতেই এসে মিশবে সব অত্যাচারীর শব।।
সেদিন এই বাতাসেই ভেসে বেড়াবে শিশুর কলতান
এই নদিতেই মাঝি গলা ছেড়ে গাইবে গান।
সেদিন কবি জীবনের গান গাইবে এই উপত্যকা।


অসাধারন লেখনি কবি হে।

ভালো লাগলো খুব

০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কবি হাফেজ আহমেদ অশেষ ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.