নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
ঠিকানা হীন মনটাকে এক ঠিকানায় বেধে রাখার ব্যর্থ প্রচেষ্টায় আমরা পার করে দেই এক একটি জনম।
কি অদ্ভুত! আমাদের ভাল লাগা, ভাল বাসার প্রত্যায়ন করে আমাদেরই সৃষ্ট কিছু অদ্ভুত নিয়ম।
যে নিয়মের জাঁতাকলে পরে পিষে যায় মন। নিয়মের অনলে জ্বলে হয় অঙ্গার তবু সে নিয়ম ভাঙ্গতে পারি না। পারি পুড়ে যেতে, পারি নিঃশেষ হতে। তবে কি নিয়মের তরে জীবন! নাকি জীবনের তরে নিয়ম?
আপনার সাথে আপনার নিত্য যে যুদ্ধ জন্ম থেকে মৃত্যু অবধি এক নাগাড়ে চলতে থাকে, তুমি তাকে জীবন বল! আমি বলি এ শাপমোচন।
কোন জনমে করা ক্ষমাহীন কোন অপরাধের এ এক নিদারুণ ফল ভোগ। অবশ্য আদর করে তোমরা তাকে বল জীবন। আরাধ্য জীবন!
জন্মের পরে শিশু যে চীৎকার করে প্রতীবাদ জানায় এ নশ্বর জগতে টেনে আনার সেটাই তার প্রকৃত মনের কথা। আর তারপর থেকে তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়মের বেড়াজালে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিচ্ছ তোমরা।
বুঝ হতেই সে দেখে এ তো তার সাধের জীবন নয় এ যে এক নিষ্ঠুর মায়াজালে সে বন্দী। এখানে তার নেই স্বকীয়তা এখানে নেই ইচ্ছে ঘুরির উদার আকাশ। এখানে কেবলই মুখ থুবরে পরে থাকা যায়। এখানে চীৎকার করে প্রতীবাদ পর্যন্ত করার জো নেই। এখানে মন অস্থির, এখানে অতৃপ্ত আত্মা। এখানে বিবর্ণ স্বপ্নেরা। অথচ নিয়ত যুদ্ধ বেঁচে থাকার।
এখানে ঠিকানা তৈরি করা যায় না এখানে অন্যের তৈরি ঠিকানায় বাস করতে হয়।
এখানে নিজের আকাশ নেই অন্যের আকাশে ডানা ঝাপটাতে হয়।
এখানে কেউ ভাল থাকে না সবাই ভাল থাকার ভান করে।
এখানে একটাই যুদ্ধ নিয়মের জাল ছিড়ে বেড়িয়ে আসার। সে জাল ছিঁড়তে গিয়ে আরও বেশী জড়িয়ে যাওয়াই এখানে নিয়ম। ঠিকানাহীন জীবনে ঠিকানা খুজে বেড়ানোটাই আসলে জীবন।
©somewhere in net ltd.