নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
হে উন্মাদ এ বাংলা তোমার জন্য নয়
তুমি চলে যাও অন্যত্র।
যেখানে তোমার মত সহস্র উন্মাদের আবাদ হয় নিয়ত।
এ তোমার জন্য নরক, এ সর্গ কেবল আমাদের তরে।
এখানে রাখাল ভাতের আগে খোঁজে তার বাঁশিখানা।
এখানে গৃহস্থ বাড়ীতে বসে নৃত্য আসর।
এখানে মাঝি গান গেয়ে দাড় বায়।
এখানে নামাজী নামাজ শেষে বিধর্মীর পাতে তুলে দেয় খাবার ।
এখানে পরম বিশ্বাসে বিধর্মী এসে ইমামের কাছে দোয়া মাঙ্গে।
হে উন্মাদ এ তোমার আবাস নয়, তুমি চলে যাও অন্যত্র।
এই বাংলায় নবান্ন উৎসবে জাত-পাত এক হয়ে যায়।
এই বাংলার পূজা পার্বণ আর ঈদ উৎসব একাকার হয়ে রয়।
উৎসব রঙ্গে একত্রে রাঙ্গে সবাই। কে খোঁজে কি জাত কাহার?
এখানে ধর্ম আলাদা কেবল বিশ্বাসে - আচারে, জাতীতে সব এক কাতার।
এখানে মানবতার জয় জয়কার, এখানে স্রষ্টার সাথে আছে সৃষ্টির সম্মান।
স্বপ্ন ভুখ এ জাঁতি একত্রে বাচে, একত্রে মরে, একত্রে গায় জীবনের জয়গান
হে উন্মাদ, এ বাংলা নয় তোমার ।
এখানে তোমার জন্য নেই ঘর, নেই আশীর্বাদ, নেই অশ্রু - দীর্ঘশ্বাস
এখানে তোমর জন্যে আছে তীব্র ঘৃণা। নিরন্তর অভিশাপে ক্রমশ হবে লীন।
বিষম বেমানান এখানে তুমি, চলে যাও অন্যত্র।
২৬/৭/১৬, ঢাকা।
©somewhere in net ltd.